জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর জানিয়েছেন, বহরমপুর আরও সুন্দর করে গড়ে তুলতে সবুজায়ন বিশেষজ্ঞ বোলপুরের মহম্মদ সেলিমকে নিয়ে আসা হচ্ছে। সরজমিনে তিনি শহরটি ঘুরে দেখার পরে সবুজায়ন ও সৌর্ন্দযায়ন নিয়ে প্রকল্প জমা দেবেন। তাঁর প্রস্তাব মতো শহরের সৌন্দর্যায়ন ও সবুজায়ন ঘটাবে পুরসভা ও পুলিশ যৌথ ভাবে। তিনি বলেন, “পশ্চিমপ্রান্তের ভাগীরথীর পাড় থেকে পূর্বপ্রান্তের রেললাইন পর্যন্ত শহর জুড়ে এখন তারই প্রস্তুতি চলছে।” বহরমপুর শহরের ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এলাকায় ধোপঘাটির পূর্বেপ্রান্তে রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ‘মিরমদন মোহনলাল টার্মিনাস’ আর পশ্চিমপ্রান্তে বেসরকারি যাত্রীবাহী বাসের ‘মোহনা’ নামের কেন্দ্রীয় টার্মিনাস। দুটি টামির্নাসের মাঝে ধোপঘাটির পাড়ে বিঘা চারেক জায়গা পড়ে রয়েছে। বছর নয়েক আগে সেখানে প্রস্তাবিত ‘সুকান্ত মুক্তমঞ্চ’-এর শিলান্যাস করা হয়। তার পাশেই রয়েছে ১৯ বিঘার জলাশয়। ওই জলাশয় এবং ওই ৪ বিঘা জমির মালিক জেলা পুলিশ। পুরপ্রধান বলেন, “প্রস্তাবিত ‘সুকান্ত মুক্তমঞ্চ’-এর ৪ বিঘার মধ্যে এক বিঘায় হবে পুলিশ আবাসন। বাকি ৩ বিঘা পুরসভাকে দেওয়ার ব্যাপারে পুলিশের সম্মতি মিলেছে। ওই তিন বিঘা জমি জুড়ে আর্ট গ্যালারি ও অডিটোরিয়াম করা হবে। ১৯ বিঘার জলাশয়টিও পুরসভাকে হস্তান্তর করতে চলেছে জেলা পুলিশ। ওই জলাশয়ে বোটিং, সৌন্দর্যায়ন ও ভাসমান রেস্টুরেন্ট করার প্রকল্প নেওয়া হয়েছে।”
|
স্কুলে না এসেও সই, অভিযোগ |
অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় সই করছেন শিক্ষকেরা। এই অভিযোগ তুলেই ধুবুলিয়ার মায়াকোল বিদ্যালয়ে বুধবার বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, দোলের পরের দিন শুক্রবার স্কুলে না এসেও হাজিরা খাতায় সই করেছেন শিক্ষকেরা। এরপর নদিয়া জেলা প্রাথমির শিক্ষা সংসদের সভাপতি অর্চনা ঘোষ ,সরকার ওই স্কুলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূলের তারক ঘোষ বলেন, “ওই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই নানান অভিযোগ রয়েছে।” তবে স্কুলের প্রধান শিক্ষক অনুপ ভৌমিক বলেন, “আমার যা বলার শিক্ষা সংসদের সভাপতিকে বলেছি। আর কিছু বলব না।” অচর্নাদেবী বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে জানতে পেরেছি ওই দিন শিক্ষকেরা এসেছিলেন। কিন্তু ছাত্ররা না থাকায় ক্লাস হয়নি।”
|
ধর্ষণের দায়ে সশ্রম কারাদণ্ড |
বারো বছর আগে এক নাবালিকাকে ধর্ষণের দায়ে দশ বছরের সশ্রম কারাদণ্ড হল এক যুবকের। বুধবার কান্দির অতিরিক্ত দায়রা আদালতে সাজা ঘোষণা করা হয়। অভিযুক্তের নাম নিখিল বাগদি, বাড়ি বড়ঞার মসড্ডা গ্রামে। ১৯৯৯ সালে এলাকার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করে বুধবার কান্দির অতিরিক্ত দায়রা আদালতে বিচারক পিনাকী রঞ্জন ঝা-এর এজলাসে দশ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা হয়। অনাদায়ে আরও এক মাস হাজতবাসের নির্দেশ রয়েছে। আদালতে দাঁড়িয়ে নিখিলের মা অর্চনা বাগদির দাবি, ‘‘ঘটনার সময় আমার ছেলে নাবালক ছিল। ওকে ফাঁসানো হয়েছে।” আসামী পক্ষের আইনজীবী সত্যব্রত ঘোষ ও কিংশুক চট্টোপাধ্যায় বলেন, “নিখিল ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। ঘটনার সময় ওর বয়স ছিল ১৬ বছর। আমরা শীঘ্রই উচ্চ আদালতে মামলা করব।”
|
স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছিল বাবা, তাই এক বন্ধুকে সঙ্গে নিয়ে এক মিষ্টি ব্যবসায়ীকে তাঁর ছেলে খুন করেছে বলে দাবি করল পুলিশ। গত ১৫ মার্চ বড়ঞা থানার কুলি ও চৌকি গ্রামের রাস্তায় খুন হন ওই মিষ্টি ব্যবসায়ী। তারপরেই তাঁর ছেলে ও তাঁর ওই বন্ধুকে আটক করে জেরা করতে শুরু করে পুলিশ। তারপরে দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “নিহত ব্যবসায়ীর ছেলে স্বীকার করেছে যে, তাঁর স্ত্রীকে তাঁর বাবা কুপ্রস্তাব দিয়েছিলেন বলেই তাঁকে তিনি এক বন্ধুর সাহায্যে খুন করেছেন।” পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই মিষ্টি ব্যবসায়ীর সঙ্গে স্থানীয় এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তাতে আপত্তি ছিল তাঁর ছেলের। তারপরে তাঁর স্ত্রীকেও কুপ্রস্তাব দেওয়া হয় বলে দাবি।
|
স্কুল থেকে দুটি কম্পিউটার চুরি করল দুষ্কৃতীরা। বুধবার সকালে হরিনঘাটার নগরউখড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওই চুরি হয়। এ দিন স্কুলেরই স্থানীয় এক কর্মচারী প্রাতর্ভ্রমণে বেরিয়ে দেখতে পান স্কুলের প্রধান শিক্ষকের ঘরের তালাটি ভাঙা। এর পরে পুলিশকে খবর দেওয়া হয়। প্রধান শিক্ষক অরিন্দম ভৌমিক বলেন, “কয়েকদিন আগেই ৪০ হাজার টাকা দিয়ে একটি কম্পিউটার কেনা হয়েছিল। আর একটি সর্বশিক্ষা প্রকল্পের অর্থে কেনা হয়েছিল। দুটোই খোওয়া গিয়েছে।” পুলিশ জানিয়েছে। তদন্ত শুরু হয়েছে।
|
ট্রেনে কাটা পড়ে মারা গেলেন মুর্শিদাবাদের রেজিনগর থানার কাজিপাড়া গ্রামের কামাল শেখ (৩৫)। বুধবার দুপুরে কাটোয়া-আজিমগঞ্জ শাখার শিবলুন স্টেশন থেকে দেহটি উদ্ধার করে রেলপুলিশ। মৃতের পরিজনদের দাবি, জীবিকার প্রয়োজনে কামাল কাটোয়া গিয়েছিলেন। |