আজকের শিরোনাম
কয়লা খাদান কেলেঙ্কারিতে ফের বেকায়দায় ইউপিএ
টু-জি কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই ফের বড়সড় বিতর্কের সামনে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি প্রকাশিত ক্যাগ রিপোর্ট অনুযায়ী ২০০৪ থেকে ’০৯ সালের মধ্যে বিভিন্ন সংস্থায় কয়লা খাদান বন্টন হয়েছে কোনও নিলাম ছাড়াই। ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার টু-জি কেলেঙ্কারির থেকেও এই লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় ছয় গুণ বেশি। ১৫৫ বর্গ একর জমিতে ছড়িয়ে রয়েছে এই কয়লাখনিগুলি। অভিযোগ, কয়লামন্ত্রকের থেকে যৎসামান্য অর্থের বিনিময়ে খনিগুলি লিজ নিয়ে কয়লা বিক্রি করে লাভবান হয়েছেন বহু ব্যবসায়ী। ফলে সরকারি কোষাগারের ক্ষতি হয়েছে প্রায় ১১ লাখ কোটি টাকার। ক্যাগ রিপোর্ট অনুযায়ী, গোটা বিষয়ে লাভবান হয়েছেন একশোরও বেশি বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থা। এর মধ্যে রয়েছে স্টিল, সিমেন্ট ও বিদ্যুৎ সংস্থাগুলি। অভিযোগ, লাভবান হয়েছেন রাজ্যেরও বেশ কিছু সংস্থা। পুরো ঘটনাটি অস্বীকার করেছেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রকাশ জয়সওয়াল। আজ এই বিষয়ে লোকসভায় সরব হয়ে প্রধানমন্ত্রীর জবাবদিহি দাবি করেছেন বাম-বিজেপি সাংসদেরা।

হাতিবাগানে বিধ্বংসী অগ্নিকাণ্ড
বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল হাতিবাগান মার্কেটের একাংশ। ঘটনাটি ঘটে রাত আড়াইটে নাগাদ। সে সময় এক বিকট আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এর পরেই ছড়িয়ে পড়ে আগুন। ফলের বাজার থেকেই প্রথমে আগুন লাগে বলে জানা যায়। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় হাতিবাগান মাকের্টের ফলের বাজার ও ঘি পট্টি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩২টি ইঞ্জিন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকল আধিকারিকেরা। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা মার্কেটে চত্বর, গোটা এলাকা জুড়ে আতঙ্কের ছায়া। ভস্মীভূত হয়ে যায় মার্কেটের অধিকাংশ দোকান। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি আশেপাশের বাড়িগুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে র‌্যাফ নামানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয় বিধান সরণি, রবীন্দ্র সরণি ও অরবিন্দ সরণির একাংশ। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার প্রায় দু’ঘন্টা পর আসে দমকল। তাদের মতে পুরো ঘটনাই পূর্বপরিকল্পিত। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার, মেয়র-সহ মেয়র পারিষদ অতীন ঘোষ, দমকলমন্ত্রী জাভেদ খান, ববি হাকিম এবং বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। ঘটনাস্থলে পৌঁছছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দিয়েছেন, ব্যবসায়ীদের পুনর্বাসনের সমস্ত ব্যবস্থা করা হবে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। আগুনের পেছনে চক্রান্তের অভিযোগ করেছেন ব্যবসায়ীদের একাংশ। ঘটনাটি অন্তর্ঘাত কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রেলমন্ত্রী মুকুল রায়ের জবাবি ভাষণ
আজ রেলমন্ত্রী হিসেবে সংসদে জবাবি ভাষণ দিলেন রেলমন্ত্রী মুকুল রায়। প্রাক্তন রেলমন্ত্রীর রেল বাজেটে প্রস্তাবিত বর্ধিত রেল ভাড়ার অনেকটাই প্রত্যাহার করে নিলেন বর্তমান রেলমন্ত্রী মুকুল রায়। বাতানুকুল তৃতীয় শ্রেণি-সহ সাধারণ অসংরক্ষিত কামরা ও সংরক্ষিত দ্বিতীয় শ্রেণির ভাড়া প্রত্যাহার করলেন মুকুল রায়। এছাড়াও বাড়ছে না লোকাল ট্রেনের যাত্রী ভাড়া। তবে বাতানুকুল প্রথম ও দ্বিতীয় শ্রেণির ভাড়া অপরিবর্তিতই থাকছে। সাধারণ মানুষের স্বার্থেই ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করা হল, জানিয়েছেন রেলমন্ত্রী।

রাজ্যসভার প্রার্থী প্রত্যাহার কংগ্রেসের
অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যসভায় নিজেদের প্রার্থী প্রত্যাহার করল প্রদেশ কংগ্রেস। প্রসঙ্গত, সোমবার এই পদের জন্য মনোনয়নপত্র জমা দেন আব্দুল মান্নান। আজ বিকেল তিনটেয় প্রার্থী প্রত্যাহারের সময়সীমা শেষ হবে। এর মধ্যেই মান্নানের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কংগ্রেস হাইকম্যান্ড। পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত এআইসিসি-র সাধারণ সম্পাদক শাকিল আহমেদ জানিয়েছেন, তারা তৃণমূলের সঙ্গে কোনও রকম সংঘাতে যেতে চান না, এই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আব্দুল মান্নান বলেছেন, দলের এই সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন। আজই বিধানসভায় গিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলেও জানিয়েছেন তিনি।

ধর্ণায় বাম সাংসদেরা
রাজ্য জুড়ে চলা তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাসের প্রতিবাদে আজ সকাল থেকেই সংসদের সামনে ধর্ণায় বসলেন বাম সাংসদেরা। বাম সাংসদের দাবি, গোটা রাজ্যেই বাম কর্মী-সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল। এই ধর্ণা চলে আজ সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত। তাঁদের আরও অভিযোগ, এ ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.