|
|
|
|
আবিরে সবুজ বিশ্ববিদ্যালয় |
ছাত্রসংসদ টিএমসিপি-র |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এই প্রথম আবিরে ‘সবুজ’ হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্র সংসদ নির্বাচনে ১০২টি আসনে জয়ী হল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। নির্বাচনের ফল ঘোষণার পরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উল্লাসে মেতে ওঠেন টিএমসিপি কর্মী-সমর্থকেরা। বেরোয় বিজয় মিছিল। টিএমসিপি-র বিশ্ববিদ্যালয় ইউনিট সভাপতি শিবরাম বেরা বলেন, “এই প্রথম শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হল। সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের পাশে রয়েছেন। সমর্থন করেছেন। তাই এই জয়।’’
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এতদিন ছিল এসএফআইয়েরই একাধিপত্য। আগে বেশ কয়েক বার এখানে ছাত্র সংসদ দখল করার চেষ্টা করেছে টিএমসিপি। কিন্তু, সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। এমনকী গত দু’বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছে এসএফআই। তবে পরিস্থিতি পাল্টায় রাজ্যে পালাবদলের পরেই। এসএফআইয়ের একাধিপত্যে ভাগ বসায় টিএমসিপি। এ বার সংসদের আসন সংখ্যা ছিল ১৪১টি। তবে, এর মধ্যে ১১টি আসনে ডান-বাম--কোনও সংগঠনই প্রার্থী দিতে পারেনি। ৬৫টি আসনে আবার এক জন করে প্রার্থী ছিলেন। ফলে, সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। যার মধ্যে টিএমসিপি-রই প্রার্থী-সংখ্যা ছিল ৫৬! বুধবার বাকি ৬৫টি আসনে নির্বাচন হয়। ফল বেরোনোর পর দেখা যায়, এর মধ্যে টিএমসিপি পেয়েছে ৪৬টি, ডিএসও ১২টি, ছাত্র পরিষদ ও এসএফআই ৩টি করে আসন। একটি আসনে টাই হয়েছে। |
|
বিজয়-উল্লাস। রামপ্রসাদ সাউয়ের ছবি। |
প্রথমে ৫১টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েও পরে ‘সন্ত্রাসে’র অভিযোগ তুলে ছাত্র সংসদ নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল এসএফআই। তা-ও ৩টি আসনে তারা জয়ী হয়। অন্য দিকে, যে ৬৫টি আসনে এক জন করে প্রার্থী থাকায় নির্বাচন হয়নি, তার মধ্যে ৫৬ টি টিএমসিপি’র, ৫টি এসএফআইয়ের ও ৪টি ছাত্র পরিষদের দখলে গিয়েছে। অর্থাৎ, এ বারের নির্বাচনে সব মিলিয়ে টিএমসিপি পেল ১০২টি আসন, ডিএসও ১২টি, এসএফআই ৮টি এবং ছাত্র পরিষদ ৭টি আসন। অন্য একটি আসন ‘টাই’। ভোট বয়কটের ডাকে ছাত্রছাত্রীরা সাড়া দিয়েছেন দাবি করে এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা বলেন, “বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রীই এ দিন অনুপস্থিত ছিলেন। সন্ত্রাসের আবহে নির্বাচন হয়েছে। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। তাই আমরা ভোট বয়কটের ডাক দিয়েছিলাম।” তবে, মনোনয়ন-পর্ব শেষে ভোট বয়কটের ডাক দেওয়ায় ৫১টি আসনে প্রার্থী রয়েই গিয়েছিল এসএফআইয়ের। যার মধ্যেই এ দিন ৩টি আসনে তারা জয়ী হয়েছে। অন্য দিকে, ডিএসও-র জেলা নেত্রী নমিতা পাল বলেন, “১৯ টি আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম। তার মধ্যে ১২টিতেই জয় এসেছে। এ জন্য ছাত্রছাত্রীদের আমরা অভিনন্দন জানাই।” ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “আমরা ছাত্রছাত্রীদের পাশে থেকেই আন্দোলন করব।” ফল ঘোষণার পরই এ দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় মিছিল করে টিএমসিপি। নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা চেয়ারম্যান রমাপ্রসাদ গিরি, শহর সভাপতি বুদ্ধ মণ্ডল প্রমুখ। সবুজ আবির উড়িয়ে উল্লাসে মাতেন সংগঠনের কর্মী-সমর্থকেরা। সাংগঠনিক সূত্রের খবর, সম্ভবত আজ, বৃহস্পতিবারই ছাত্র-সংসদ গঠন করবে টিএমসিপি। |
|
|
|
|
|