l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• সংসদের বাজেট অধিবেশন
• সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ সন্দেশখালিতে
• ১২ ঘন্টার কেশিয়াড়ি বনধ ডাকল সিপিএম
বিস্তারিত...
আজও শুরু হয়নি স্টেডিয়াম তৈরির কাজ
সীমান্ত মৈত্র • বনগাঁ
দু’বছরেরও বেশি সময় অতিক্রান্ত। পুনর্বাসন নিয়ে জটিলতার জেরে বনগাঁয় রেলের প্রস্তাবিত স্টেডিয়াম তৈরির কাজ কার্যত এগোয়নি একচুলও। ২০০৯ সালের রেল বাজেটে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয় স্টেডিয়াম তৈরির কথা ঘোষণা করেছিলেন। ওই বছরেরই ৫ ডিসেম্বর বনগাঁ স্টেশন লাগোয়া আর এস মাঠে ঘটা করে প্রস্তাবিত প্রকল্পের শিলান্যাস করেন রেলমন্ত্রী। ঘোষণা করেছিলেন, প্রকল্প রূপায়ণের জন্য ১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং প্রস্তাবিত স্টেডিয়ামটি মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুরের নামে হবে। ওই আশ্বাসে নতুন করে স্বপ্ন দেখছিলেন বনগাঁর বহু খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী মানুষ। কিন্তু এখনও স্টেডিয়ামের একটি ইটও গাঁথা হল না। শিলান্যাসের ফলকটিও উধাও হয়ে গিয়েছে। আদৌ স্টেডিয়াম হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় অনেকে। তৃণমূল নেতৃত্ব অবশ্য দাবি করেছেন, বর্তমান রেলমন্ত্রী বিষয়টি জানেন। দ্রুত স্টেডিয়ামের কাজ শুরু হবে।
বিস্তারিত...
হোটেলে ‘ধর্ষণ’, ছড়াল
আপত্তিকর এমএমএস-ও
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার
দশম শ্রেণির ছাত্রীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং মোবাইলে ছাত্রীটির ‘আপত্তিকর’ ছবি এমএমএসের (মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস) আকারে এলাকায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক হাতুড়ের বিরুদ্ধে। গত সেপ্টেম্বরে আলিপুরদুয়ার শহরের একটি হোটেলে ওই কাণ্ড ঘটলেও, এমএমএস ছড়ানোর বিষয়টি জানাজানি হয় দিন পনেরো আগে। ছাত্রীটির পরিবার গত ৭ মার্চ কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নামে আলিপুরদুয়ার পুলিশও। অভিযোগ দায়ের হওয়ার পরেই বছর ছাব্বিশের ওই হাতুড়ে পলাতক বলে পুলিশ জানিয়েছে। আলিপুরদুয়ার শহর লাগোয়া কোচবিহারের মধ্য মরিচবাড়ি এলাকার বাসিন্দা ওই ছাত্রী। অভিযুক্ত আসাদুরাজ্জামান তার পড়শি। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “অভিযোগ অনুযায়ী ঘটনাটা আলিপুরদুয়ার শহরের একটি হোটেলে হয়েছে। আলিপুরদুয়ার থানাতেও একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। কী ভাবে ওই কিশোরী ও যুবককে পরিচয়পত্র ছাড়া হোটেলে ঘর দেওয়া হল, তদন্ত হচ্ছে তা নিয়েও।”
বিস্তারিত...
সিপিএম নেতাকে পিটিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কেশিয়াড়ি
১০০ দিন কাজের প্রকল্পে পক্ষপাতের অভিযোগকে ঘিরে এলাকায় দু’পক্ষে সংঘর্ষ হয়েছিল শুক্রবার। তারই জেরে রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে এক সিপিএম নেতাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নিহত বিমল সেনাপতি (৫৬) কেশিয়াড়ির বাঘাস্তি পঞ্চায়েতের দীপা গ্রামের বাসিন্দা। সিপিএমের দীপা শাখা কমিটির সম্পাদক তিনি। ঘটনার প্রতিবাদে আজ, সোমবার ১২ ঘণ্টা কেশিয়াড়ি বন্ধের ডাক দিয়েছে সিপিএম। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, ঘটনায় তাঁদের দলের কেউ জড়িত নন। কেশিয়াড়িতে গত শুক্রবার সিপিএম-তৃণমূল সংঘর্ষের জেরেই বিমলবাবুকে খুন করা হয়েছে বলে অভিযোগ সিপিএমের। বিরোধী দলনেতা তথা জেলারই সিপিএম বিধায়ক সূর্যকান্ত মিশ্রের অভিযোগ, “এটা পরিকল্পিত খুন। চাষ করছিলেন বিমলবাবু। তখন তো ভাবেননি, খুন হবেন। ওঁর জন্য তৃণমূলের জল্লাদ-বাহিনী অপেক্ষা করছিল।” তাঁর বক্তব্য, “এই নিয়ে বিধানসভা নির্বাচনের পরে এ রাজ্যে আমাদের ৬০ জন নেতা-কর্মী খুন হলেন। বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, বীরভূমসর্বত্রই আমাদের কর্মীরা খুন হচ্ছেন। এই সরকারের কাছে কিছু প্রত্যাশা করি না।”
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
সরকারের নজর নেই, ধুঁকছে জেলা গ্রন্থাগার
সুমন ঘোষ • মেদিনীপুর
বইয়ের সংখ্যা নিতান্ত কম নয়। এক সময়ে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল মেদিনীপুর জেলা গ্রন্থাগার। পূর্ব ভারতের শ্রেষ্ঠ জেলা গ্রন্থাগার হিসাবে পুরস্কারও পেয়েছিল। এমনই ঐতিহ্যশালী গ্রন্থাগারও বর্তমানে নানা সমস্যায় জেরবার। কেন? গ্রন্থাগার পরিচালন সমিতির বক্তব্য, কর্মী-সঙ্কট ও অর্থের অভাবেই জেলা গ্রন্থাগারের মানোন্নয়ন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বার বার সরকারের কাছে আবেদন জানিয়েও সুফল মেলেনি। ২০০১ সালে ‘ন্যাশনাল লেভেল রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন অ্যাওয়ার্ড’ পাওয়ার পরে তৎকালীন রাজ্য সরকারও জেলা গ্রন্থাগার কর্তৃপক্ষকে সংবধর্না দিয়েছিল। সে সময়ে অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ঘোষণা করেছিলেন, সাফল্যের জন্য গ্রন্থাগারকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যও দেওয়া হবে। কিন্তু তা কেবল ঘোষণা-ই থেকে গিয়েছে। গ্রন্থাগার পরিচালন সমিতির যুগ্ম সম্পাদক বিমান গুপ্ত বলেন, “কর্মী ও অর্থের সঙ্কটে অনেক কাজই ঠিক মতো করা যায়নি। জেলা গ্রন্থাগারের ভূমিকার প্রসার খুবই জরুরি। কিন্তু সরকারি সাহায্য না মেলায় সে ভাবে উন্নয়ন ঘটানো যায়নি।”
বিস্তারিত...
বাড়ি ভাঙচুর-লুঠে অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
সিপিএম কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার নারায়ণগড় থানা এলাকার মনিনাথপুর গ্রামে তৃণমূলের লোকেরা হামলা চালিয়ে ৬ জন সিপিএম কর্মী-সমর্থকের বাড়িতে ভাঙচুর চালানোর পরে লুঠপাট করে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, শনিবার সন্ধ্যায় দলীয় কর্মী নবীন সর্দারকে মারধর করে সিপিএমের লোকেরা। রবিবার সকালেও তারা হামলা চালানোর চেষ্টা করে। তখনই ক্ষিপ্ত হয়ে প্রতিরোধে নামেন স্থানীয় মানুষ। সিপিএমের বেলদা জোনাল কমিটির সম্পাদক ভাস্কর দত্ত বলেন, “সন্ত্রাসের জন্য দীর্ঘদিন ধরেই গ্রাম ছাড়া ছিলেন আমাদের দলের কর্মী-সমর্থকেরা। কয়েক দিন হল গ্রামে ঢুকেছেন তাঁরা। তারপরই পরিকল্পনা করে সন্ত্রাস ছড়াতে হামলা চালিয়েছে তৃণমূলের লোকেরা।” দলেরর কোঁতাইগড় লোকাল কমিটির সদস্য অলোক চৌধুরীরও বাড়ি ভাঙচুর-লুটপাট করা হয়েছে বলে সিপিএমের অভিযোগ।
বিস্তারিত...
পোড়া বাড়িতে তিন দেহ উদ্ধারে গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী
পোড়া বাড়ি থেকে তিনটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পূর্বস্থলীর তামাঘাটা গ্রামের বাসিন্দা ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য শনিবারই আটক করা হয়েছিল। রবিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। এ দিনই মৃত জয়দেব হাজরার বাড়ির লোক পূর্বস্থলী থানায় একটি খুনের অভিযোগ করে পুলিশের কাছে ঘটনার তদন্তের দাবি জানান। শনিবার সকালে তামাঘাটা গ্রামে পাটকাঠি দিয়ে গড়া একটি ভস্মীভূত ঘর থেকে সাবিত্রী মণ্ডল (৪২), তাঁর মেয়ে গীতা মণ্ডল (১০) ও জয়দেব হাজরা (৪৫) নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-বিচ্ছিন্না সাবিত্রীদেবীর সংসার চলত তাঁত বুনে। গত ছ’সাত বছর ধরে কমলাপুর গ্রামের জয়দেববাবুর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। গীতা স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। এই ঘটনা নিয়ে নানা ধন্দ তৈরি হয়। প্রশ্ন ওঠে, পাটকাঠির ঘরে আগুন লাগলেও ভিতর থেকে কেউ আঁচ পেলেন না কেন? যদি তা পেয়ে থাকেন, তবে কেন দরজা খুলে বা বেড়া ভেঙে তাঁরা বেরিয়ে এলেন না?
বিস্তারিত...
আবাসন ছাড়ার নোটিসে ক্ষোভ এইচএফসিলে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
আগামী ৮ মাসের মধ্যে যে কোনও দিন আগাম এক মাসের নোটিসে আবাসন ছাড়তে হবে বলে নির্দেশিকা দেওয়া হয়েছিল দুর্গাপুরের বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত সার কারখানা হিন্দুস্থান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডের কর্মী আবাসনের বাসিন্দাদের। অবিলম্বে ওই নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে রবিবার কারখানার জেনারেল ম্যানেজার গৌতম বিশ্বাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখাল আবাসনে বসবাসকারী ১৮০টি পরিবার। গৌতমবাবুকে একটি স্মারকলিপিও দেওয়া হয়। গৌতমবাবু জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ১৯৬৫ সালে গড়ে ওঠে দুর্গাপুরের এই সার কারখানাটি। তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী কারখানাটি উদ্বোধন করেন। প্রথমে কাঁচামাল হিসাবে ন্যাপথা ব্যবহার করা হত। কিন্তু কয়েক বছর পরে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে দেখা যায়, ন্যাপথা ব্যবহার করে ইউরিয়া উৎপাদন করতে খরচ পড়ে বেশি।
বিস্তারিত...
ফের কংগ্রেসেই ফিরলেন ৫ কাউন্সিলর
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া
পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা পুরুলিয়ার সেই পাঁচ কাউন্সিলর তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসেই ফিরলেন। শনিবার পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডে কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সির উপস্থিতিতে জনসভায় তাঁরা কংগ্রেসে ফিরে আসার কথা আনুষ্ঠানিক ভাবে জানান। ওই পাঁচ কাউন্সিলররা হলেন, কমলা সাউ, আনন্দ চৌধুরী, প্রদীপ গঙ্গোপাধ্যায়, সাজেদা পারভিন ও সৈয়দ সাকিল আহমেদ। গত বছরের ১৮ জুলাই কলকাতায় তৃণমূল ভবনে গিয়ে কংগ্রেসের ছয় কাউন্সিলর তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে পাঁচ জন কংগ্রেসে ফিরে এলেন। অন্য দিকে পুরুলিয়া জেলারই জয়পুর ব্লকের বড়গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ ছ’জন সদস্য কংগ্রেস ছেড়ে রবিবার তৃণমূলে যোগ দেন। এর ফলে ওই পঞ্চায়েতটি তৃণমূলের দখলে আসা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। ২২ আসনের পুরুলিয়া পুরসভায় ১১টি আসন জিতে একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে তৃণমূল পুরবোর্ড গঠন করেছিল।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
অটোয় আতঙ্ক চাঁচলে
যান-বিধির তোয়াক্কা করে না
কেউই, অভিযোগ পুরসভার
দক্ষিণবঙ্গ
ট্রাকের ধাক্কায় জখম শিশু,
রাস্তা অবরোধ বনগাঁয
কুড়ুল দিয়ে মাকে খুনের অভিযোগ, ধৃত ছেলে
বর্ধমান
পুর-এলাকায় বাড়ছে
বেআইনি নির্মাণ
কোলিয়ারি এলাকায় সম্মেলন নিয়ে চাপানউতোর তৃণমূলে
পুরুলিয়া
অন্ডালে নিখোঁজ শিশু
মিলল বাঁকুড়ায়
চুরির অভিযোগে
শিক্ষক-সহ ধৃত ৪
মুর্শিদাবাদ
কৃষ্ণনগরে জমজমাট
দু’দিনের লিটল
ম্যাগাজিন মেলা
মেদিনীপুর
নারীশিক্ষার ব্রত নিয়ে
পায়ে-পায়ে শতবর
শহরকে যানজট মুক্ত
করতে পথে মৃগেন
কলকাতা
৩৩.১/২২.৬
আজকের দিনে
• ১৯৩০:
ডান্ডি অভিযান
শুরু করলেন মহাত্মা গাঁধী।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না।
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.