আজকের শিরোনাম
সংসদের বাজেট অধিবেশন
আজ থেকে শুরু হল সংসদের বাজেট অধিবেশন। সে কারণে সংসদের যৌথ অধিবেশন ডেকেছিলেন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। সেখানে তাঁর বক্তব্যে যে মুখ্য বিষয়গুলি উঠে আসে:

ছবি: পিটিআই
শিক্ষা স্বাস্থ্য
• শিক্ষায় আরও গুরুত্ব দেওয়া হবে।
• ‘উচ্চ শিক্ষা গ্যারান্টি অথরিটি’ তৈরি হবে।

• অধ্যাপকদের জন্য বিশেষ প্রকল্প।
• ২০১২-১৩-র মধ্যে ৮৫ লক্ষ
নাগরিককে শিক্ষিত করার চেষ্টা।
• দারিদ্র ও নিরক্ষতা দূরীকরণে উদ্যোগী সরকার।

• শিশু মৃত্যুর হার কমেছে।
• পোলিও প্রায় নির্মূল করা গেছে।
• রাষ্ট্রীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের
সুফল পাওয়া গেছে।

• ৬০ কোটি পরবারকে স্বাস্থ্যবীমা।
• প্রসবকালীন মৃত্যু কমেছে।
বিল কৃষিঋণ
• জমি অধিগ্রহণ বিল পেশ করা হবে।
• খাদ্য সুরক্ষা বিল আনা হবে।
• কৃষকদেক ৩ শতাংশ সুদ ছাড়। কৃষিঋণ শোধ করলে
সুদের হারেও ছাড় দেওয়া হবে।
পরিষেবা
• খাদ্য উত্পাদনের সূচনা এসএমএস-এ মাধ্যমে মিলবে।
• গণবন্টন ব্যবস্থা কম্পিউটারাইজ্ড করা হবে।
• দৃষ্টিহীনদের জন্য চালু করা হবে বিশেষ শাখা।
• রেলের আধুনিকীকরণ করা হবে।
• ২০ লক্ষ জনসংখ্যার শহরে মেট্রো রেল চালু করা হবে।
• দূরসঞ্চারে নতুন নীতি তৈরি করা হবে।
• শহরে গৃহহীনদের জন্য নতুন প্রকল্প।

ছবি: পিটিআই
বেকারত্ব দূরীকরণ
• আগামী বছর ৫০ লক্ষ কর্মসংস্থান করা হবে।
• শহরগুলিতে রোজগার মিশন শুরু হবে।
• সকলকে আয়ের সুযোগ দিতে উদ্যোগী সরকার।
আইন উত্পাদন ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ
• আভ্যন্তরীণ সুরক্ষার জন্য এনসিটিসি।
• কালো টাকা নিয়ে তদন্ত চলছে দেশ ও বিদেশে।

• কালো টাকা নিয়ে কড়া আইন আনবে সরকার।
• দুর্নীতি রুখতে ই-গভর্নেন্স প্রক্রিয়া শীঘ্রই শুরু।
• সব ক্ষেত্রে দুর্নীতি দমনের ব্যবস্থা করা হবে।

• তেল ও গ্যাসের উৎপাদন বাড়াতে
উৎপাদন বাড়াতে উদ্যোগী সরকার।

• বিদেশি বিনিয়োগ বাড়াতে উদ্যোগী সরকার।
• পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা।

• খাদ্য-মুদ্রাস্ফীতি কমেছে।
সংরক্ষণ
• সংখ্যালঘুদের জন্য ৪-৫ শতাংশ সংরক্ষণ করা হবে।
অন্যান্য
• জিডিপি আবার ৮-৯ শতাংশে পৌঁছবে।
• জম্মু-কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচনে সরকারের বিশেষ সাফল্য।
• হিংসাকে মানবিকভাবে বন্ধ করা যায়, সরকার তা প্রমাণ করেছে।

 
কাশ্মীরে ফের ভূকম্পন
সকাল ১১টা ৩৬ মিনিট নাগাদ ভূমিকম্পে ফের কেঁপে উঠল গোটা কাশ্মীর উপত্যকা। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৬। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে দুর্যোগ মোকাবিলা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, এখনও সমস্ত দুর্গম জায়গাগুলোর সঙ্গে যোগাযোগ করা যায়নি। গত এক মাসে এই নিয়ে মোট ৬ বার ভূমিকম্পের শিকার হল ভূস্বর্গ। জানা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট এলাকাই আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল।

উত্তরপ্রদেশ ও পঞ্জাবে যাচ্ছেন সুলতান আহমেদ ও মুকুল রায়
উত্তরপ্রদেশ ও পঞ্জাবে মুখ্যমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অনুষ্ঠানে হাজির থাকবেন কিনা তা নিয়ে চলছিল জল্পনা। কিন্তু গতকাল বিকেলের পর থেকেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। দলীয় সূত্রে খবর ছিল রাজ্যে পূর্ণাঙ্গ বাজেটের কারণেই মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে যেতে পারবেন না। পরিবর্তে উত্তরপ্রদেশে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী সুলতান আহমেদ ও পঞ্জাবে যাবেন পর্যটনমন্ত্রী রচপাল সিংহ। কিন্তু কাল গভীর রাতে সিদ্ধান্ত হয় রচপাল সিংহের পরিবর্তে পঞ্জাবে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়।

সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ সন্দেশখালিতে
সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। যুবকের নাম মঙ্গল নায়েক। ঘটনাটি ঘটেছে সন্দেশখালির পুকুরিয়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেয়েটির বাবা-মা দিনমজুরের কাজে বাইরে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে সেই যুবক মেয়েটিকে ধর্ষণ করে। চিত্কার চেঁচামেচিতে পাড়ার লোকজন ছুটে এসে মঙ্গলকে ধরে ফেলে। ব্যাপক মারধরও করেন বাসিন্দারা। পরে সন্দেশখালি থানার পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে। আজ বারাসত মহকুমা আদালতে তোলা হবে যুবককে। অন্য দিকে, মেয়েটির মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

১২ ঘন্টার কেশিয়াড়ি বনধ ডাকল সিপিএম
দলীয় নেতার খুনের প্রতিবাদে আজ ১২ ঘন্টার কেশিয়াড়ি বনধ ডাকল সিপিএম। সকাল থেকেই বন্ধ সমস্ত দোকানপাট। এলাকাও শুনসান। প্রসঙ্গত, গতকাল খুন হন বিমল সেনাপতি। তিনি দলের শাখা সম্পাদক ছিলেন। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বিমলবাবুকে খুন করেছেন।

প্রদীপ তা হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ২
প্রদীপ তা ও কমল গায়েন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হল আরও ২ জন। ধৃতরা হলেন নবকুমার রায় ও মন্টু ঘোষ। গতকালই বর্ধমানে যান সিআইডি-র ডিআইডি কে জয়রামণ। তারই নির্দেশে তল্লাশি অভিযান চালানো হয়। তখনই ধরা পড়ে এই দু’জন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.