|
|
|
|
ট্রাকের ধাক্কায় জখম শিশু, রাস্তা অবরোধ বনগাঁয় |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
ট্রাকের ধাক্কায় এক শিশুর জখম হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল বনগাঁর কালুপুর-উনায় এলাকায়। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা সড়ক ও রেল অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলে। পুলিশ জানিয়েছে পাচারের জন্য নিয়ে যাওয়া গরুবোঝাই একটি ট্রাক বছর পাঁচেকের একটি মেয়েকে ধাক্কা মারলে ওই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকা দিয়ে ক্রমশ গরু পাচার বাড়ছে। গরুবোঝাই ট্রাকগুলি বেপরোয়া ভাবে যাতায়াত করে। অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবিতে তাঁরা থানায় স্মারকলিপি দিয়েছেন। গুরুতর জখম শিশুটিকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতায় আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুশি ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় প্রিয়া সরকার তার মায়ের সঙ্গে একটি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিল। স্থানীয় ৫০ নম্বর রেলগেটের কাছে গরুবোঝাই একটি ট্রাক প্রিয়াকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওই এলাকায় দিয়ে ট্রাকে করে গরু পাচার নিয়ে স্থানীয় মানুষের আপত্তি ছিলই। তার উপর এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাজার খানেক বাসিন্দা এলাকায় রাস্তা ও রেল অবরোধ করেন। সেই সময় ওই রাস্তা দিয়ে আর একটি গরু বোঝাই ট্রাক যাচ্ছিল। উত্তেজিত জনতা তাতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের অভিযোগ, বিক্ষোভ-অবরোধ চলায় সময় কালুপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিশ্বনাথ মণ্ডল তাঁদের উপরে চড়াও হয়ে মারধরের হুমকি দেন। যদিও বিশ্বনাথবাবু অভিযোগ অস্বীকার করে বলেন, “কোনওরকম হুমকি বা মারধরের ঘটনা ঘটেনি।” বিক্ষোভকারীরা দাবি জানান, প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত এলাকায় পুলিশি টহলের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে অবিলম্বে গরু পাচার বন্ধ করতে হবে। অন্যথায় তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের দাবিগুলি বিবেচনা আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। |
|
|
|
|
|