l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• মুখ্যমন্ত্রীর ভাইপো গ্রেফতার
• যুবক অপহরণের অভিযোগ
• তাপস চট্টোপাধ্যায়ের আত্মসমর্পণ
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
সুবিচার দিতে না পারেন, আমায় হেয় করবেন না
সৌমেন দত্ত • কেতুগ্রাম
সুবিচার করতে না পারেন, অন্তত লোকসমাজে হেয় করবেন না কাটোয়ায় ট্রেনে ধর্ষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শুনে এই আর্জিই জানালেন ‘ব্যথিত’ অভিযোগকারিণী। শুধু ওই মহিলাই নন। মুখ্যমন্ত্রীর মন্তব্যে ‘অপমানিত’ বোধ করছে তাঁর গোটা পরিবার। এমনকী রাজনৈতিক দলমত নির্বিশেষে যাঁরা ওই মহিলার পাশে দাঁড়িয়েছেন, সেই গ্রামবাসীরাও ক্ষোভে ফুটছেন। মঙ্গলবার দুপুরে মহাকরণে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী (পুলিশ তাঁরই দায়িত্বে) বলেন, “শুনেছি, একটি রাজনৈতিক দল এবং তাদের বন্ধুরা ‘ধর্ষণ ধর্ষণ’ বলে চিৎকার করছে। ঘটনাটা সত্যি কি না তা দেখতে হবে।” এই নিয়ে সিপিএম ‘দেউলিয়া রাজনীতি’ করছে দাবি করে তাঁর মন্তব্য, “এই সব ঘটনা যারা সাজাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।” সোমবার রাতেই মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, “সব সিপিএমের চক্রান্ত করে সাজানো।” এ দিন তিনি বলেন, “সে (অভিযোগকারিণী মহিলা) বলেছে, তার স্বামী সিপিএমের স্থানীয় সমর্থক।” যা শুনে মহিলা তো বটেই, স্তম্ভিত গোটা গ্রাম।
বিস্তারিত...
রাষ্ট্রপতিকে বিল শীঘ্রই, মোর্চা নেতাদের চিদম্বরম
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কোনওরকম ঢিলেমি করছে না। সরকারি প্রক্রিয়া শেষ হলেই জিটিএ বিল রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে বলে আজ বিমল গুরুঙ্গ-রোশন গিরিদের জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। তাঁর আশ্বাস, সব ঠিকঠাক চললে দু’তিনদিনের মধ্যেই রাষ্ট্রপতির কাছে বিলটি পাঠানো হবে। আগামিকাল, বুধবার দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। মোর্চা সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক-সহ নানা পরীক্ষা চলার কারণে হলঘরে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। মোর্চা নেতৃত্বও উপস্থিত থাকবেন সেখানে। তার আগে কেন্দ্রের এই ‘আশ্বাস’ মোর্চা নেতাদের অনেকটাই স্বস্তি দিয়েছে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠকে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন দ্রুত রূপায়ণের অনুরোধ করেছিলেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, পশ্চিমবঙ্গে বিধানসভায় পাশ হওয়ার পর জিটিএ বিল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল।
বিস্তারিত...
হাজিরা নিয়ে তৃণমূলের তম্বি, দু’গোষ্ঠীর হাতাহাতি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান ও খাতড়া
শিক্ষক আছেন, কিন্তু ছাত্র নেই। মঙ্গলবারের ধর্মঘটে রাজ্যের বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ছবিটা ছিল এ-রকমই। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এবং বাঁকুড়ার একটি স্কুলে হাজিরা ও হাজিরার তালিকা নিয়ে দাদাগিরির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূলেরই দু’টি কর্মচারী ইউনিয়ন। হাতাহাতিও হয়। একটি গোষ্ঠীর হম্বিতম্বিতে অপমানিত হয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের প্রধান অমিত বন্দ্যোপাধ্যায় ওই দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। আর বাঁকুড়ার খাতড়া ব্লকে সুপুর হাইস্কুলে গিয়ে তৃণমূলের কিছু সমর্থক শিক্ষক-শিক্ষিকাদের হাজিরা তালিকা চান বলে অভিযোগ। তালিকা দিতে রাজি না-হওয়ায় তৃণমূল সমর্থকেরা প্রধান শিক্ষক ও এক শিক্ষিকাকে মারধর করা হয় এবং তালাবন্দি করে রাখা হয় বলেও অভিযোগ। প্রধান শিক্ষক টেলিফোনে খাতড়া থানায় খবর দেন। পুলিশ গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের উদ্ধার করে। প্রধান শিক্ষক পরে তৃণমূলের সুপুর অঞ্চল সভাপতি মহাদেব গিরি-সহ আট জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান।
বিস্তারিত...
হাওড়ার বাম পুরসভায় ধর্মঘট
‘ব্যর্থ’, চলেছে ট্রেনও
নিজস্ব সংবাদদাতা • দেবাশিস দাশ
এ যেন উলটপুরাণ! যে কোনও দল বন্ধ ডাকলেই যে পুরসভার দরজায় আগের দিন থেকে তালা পড়ে যেত, কর্মীদের দেখা মিলত না, মঙ্গলবার শিল্প ধর্মঘটের দিন সেই হাওড়া পুরসভাতেই হাজিরা দিলেন ৬৫ থেকে ৭০ শতাংশ কর্মচারী। কংগ্রেস প্রভাবিত কর্মচারী সংগঠনের দাবি, গত ৩৪ বছরে বামফ্রন্টের আমলে যা ঘটেনি, তা ঘটেছে বাম শ্রমিক সংগঠনের ডাকা শিল্প ধর্মঘটের দিনেই। তা-ও আবার ২৮ বছর ধরে বামফ্রন্ট শাসিত পুরবোর্ড ক্ষমতায় থাকার পরে। এটাই পরিবর্তন। অন্য দিকে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর মতে, এই ঘটনা ঘটেছে কর্মচারীদের চাকরি যাওয়ার আতঙ্কে। শিল্প ধর্মঘটের দিন পুরসভা ও সরকারি অফিসগুলিতে কর্মচারীদের উপস্থিতি ছাড়া কার্যত ‘বন্ধে’র পুরনো চিত্র ফিরে এসেছিল হাওড়ায়। বালি থেকে বটানিক্যাল গার্ডেন, সর্বত্র অধিকাংশ বাজার-দোকান ছিল বন্ধ। স্কুল-কলেজ খোলা থাকলেও পড়ুয়াদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো কম। রাস্তাঘাট ছিল সুনসান। বেসরকারি বাস চলেছে হাতে গোনা। ট্যাক্সি, অটো চলেনি।
বিস্তারিত...
কর্মীসংখ্যা কম হলেও অফিস খোলা পূর্বে
নিজস্ব সংবাদদাতা • তমলুক
রাজনৈতিক পালাবদলের পরে বামেদের ডাকা ধর্মঘটের দিনে কার্যত সচলই রইল হলদিয়া শিল্পাঞ্চল। এমনকী ধর্মঘটের সমর্থনে কল-কারখানার সামনে মিছিল করতে বা স্লোগান দিতেও দেখা গেল না সিটু কর্মী-সমর্থকদের। স্বাভাবিক উৎপাদনেও বিশেষ বাধা পড়েনি। জেলার অন্যত্রও সরকারি অফিস বা স্কুল-কলেজ খোলা ছিল। তবে, কর্মীদের উপস্থিতির হার ছিল কম। আর পাঁচটা ধর্মঘটের মতো এ দিনও রাস্তায় বাস-গাড়ি চলেনি। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি বলেন, “জেলার সরকারি অফিসে গড় উপস্থিতির হার ৮৯ শতাংশ। অফিসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে।” বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকা দেশব্যাপী ধর্মঘটে জনজীবন স্বাভাবিক রাখাটা ছিল তৃণমূল রাজ্য সরকারের কাছে চ্যালেঞ্জ। মঙ্গলবার হলদিয়া শিল্পাঞ্চলের কল-কারখানায় অধিকাংশ শ্রমিকের উপস্থিতি, সরকারি অফিসে হাজিরার হার তৃণমূল নেতাদের আশ্বস্ত করেছে। নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডের জেরে ফেরার হয়ে থাকা সিপিএম নেতা লক্ষ্মণ শেঠের অনুপস্থিতিতে হলদিয়া শিল্পাঞ্চলে সিটু সমর্থকদের এই নীরবতা দলের অন্দরেই প্রশ্ন তুলে দিয়েছে।
বিস্তারিত...
হাজিরা ভাল হলেও বন্ধ কাটল ‘কর্মহীন’ ভাবেই
নিজস্ব প্রতিবেদন
বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বন্ধ মোটের উপর শান্তিপূর্ণ ছিল। রাস্তায় বেরিয়ে সরকারি বাস চোখে পড়লেও বেসরকারি বাসের সংখ্যা ছিল অন্য দিনের তুলনায় কম। কম ছিল অটোও। তবে বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি দফতরে হাজিরা সংখ্যা ছিল ভালই। অনেকে আগের রাত থেকেই অফিসে থেকে গিয়েছিলেন। তবু বহু জায়গায় স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীরা হাজির থাকলেও ছাত্রছাত্রীরা ছিল না। বনগাঁর পেট্রাপোল বন্দর দিয়ে অবশ্য অন্য দিনের মতোই এ দিন আমদানি-রফতানির কাজ হয়েছে। উত্তর ২৪ পরগনার বনগাঁয় বাটার মোড়ের কাছে এ দিন বন্ধে অটো বের করায় এক অটোচালককে বন্ধ সমর্থকেরা মারধর করে বলে অভিযোগ। এ ছাড়া এক ট্রাকচালক ও খালাসিকেও মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বনগাঁ, গাইঘাটা, হাবরা, অশোকনগরে বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। বাণিজ্য সচল ছিল পেট্রাপোল বন্দরেও।
বিস্তারিত...
পানাগড়ে মারধর তৃণমূল কর্মীকে, সংঘর্ষ উখড়ায়
নিজস্ব প্রতিবেদন
বন্ধে সিপিএম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটল রানিগঞ্জ, জামুড়িয়া, অন্ডাল, পানাগড়-সহ কিছু এলাকায়। মঙ্গলবার সকালে গণ্ডগোল বাধে অন্ডালের উখড়ায়। সিপিএমের উখড়া লোকাল কমিটির সম্পাদক বংশীধর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, স্থানীয় হাসপাতাল মোড়ে বসে তাঁরা ছ’জন গল্পগুজব করছিলেন। সেই সময়ে স্থানীয় তৃণমূল নেতা আশিস কর্মকার-সহ বেশ ক’জন সেখানে হাজির হয়ে তাঁদের লক্ষ করে কটূক্তি শুরু করে। প্রতিবাদ করলে তাঁকে ছাড়াও স্বর্ণময় বন্দ্যোপাধ্যায় এবং পঞ্চায়েত সদস্য অক্ষয় বাউরিকে মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেন। পুলিশ দ্রুত না এলে বিপদে পড়তেন বলে তাঁদের দাবি। আশিসবাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তৃণমূলের অন্ডাল ব্লক সভাপতি কাঞ্চন মিত্র অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বলেন, “সিপিএমের সমর্থকেরাই উখড়া পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দিয়েছিল। আমাদের কর্মীরা প্রতিবাদ জানান। পুলিশ গিয়ে ওই তালা খোলে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বিচ্ছিন্ন গোলমালে
ধৃত ১৩২৪
আশার কথা শোনাবেন
মুখ্যমন্ত্রী, ভাবছে মোর্চা
দক্ষিণবঙ্গ
বাস আটকানো ঘিরে
গোলমাল বারাসতে
হাজিরা ভাল হলেও
‘কর্মহীন’ দিন
বর্ধমান
কেতুগ্রামে ‘হামলা’ সিপিএম
অফিসে, অবরোধ কালনায়
শিক্ষকদের ডেকে এনে
স্কুল খুলল তৃণমূল
পুরুলিয়া
খাতড়ায় প্রধান শিক্ষককে
‘মার’, অভিযুক্ত তৃণমূল
একশো দিনের কাজে বাধা
বোলপুর-লাভপুরে
মুর্শিদাবাদ
জনজীবন বিপর্যস্ত
দুই জেলাতেই
মেদিনীপুর
হলদিয়া ‘সচল’,
দাবি শুভেন্দুর
পুলিশি হস্তক্ষেপে
কারখানায় ইচ্ছুকরা
কলকাতা
৩৩.৭/১৯.৪
আজকের দিনে
• ১৮৯৬:
প্রাক্তন প্রধানমন্ত্রী
মোরারজি দেশাইয়ের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.