মুখ্যমন্ত্রীর ভাইপো গ্রেফতার |
কতর্ব্যরত সার্জেন্টকে চড় মেরে গ্রেফতার মুখ্যমন্ত্রীর ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি ঘটে খিদিরপুর মোড়ে। সেখানে একটি গাড়িতে আরও দু’জনের সঙ্গে ছিলেন তিনি। ট্র্যাফিক আইন না মানার অপরাধে এক সার্জেন্ট তাঁদের গাড়ি আটকালে তাঁরা গাড়ি থেকে নেমে সার্জেন্টের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। অভিযোগ, আকাশ বন্দ্যোপাধ্যায় সেই সার্জেন্টকে চড় মারেন। তাঁদের বিরুদ্ধে ৩৫৩, ৩৪১, ৩২৩ ও ১১৪, এই চারটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩৫৩ ধারাটি জামিন অযোগ্য। পুলিশ সূত্রে জানানো হয়েছে, আগামীকাল আকাশ বন্দ্যোপাধ্যায়-সহ তিন জনকে আদালতে তোলা হবে। |
আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ সর্বসমক্ষে এক যুবককে অপহরণ করার অভিযোগ ওঠে মধ্য কলকাতায়। ঘটনাটি ঘটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে। যুবকটি প্রেসিডেন্সির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সেই সময় একটি সাদা পোলেরো গাড়ি এসে তাকে জোর করে তুলে নিয়ে যায় বলে প্রতক্ষ্যদর্শী জানান। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মোতায়েন হয় পুলিশ বাহিনী। জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করা হয়। উদ্ধার হয় অপহৃতের মোবাইল ফোন।
|
তাপস চট্টোপাধ্যায়ের আত্মসমর্পণ |
গতকাল একটি স্কুল খোলাকে কেন্দ্র করে সিপিএম এবং তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে রাজারহাট-গোপালপুর এলাকার বাবলাতলা। ঘটনাস্থল থেকে ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ। ব্যারাকপুর আদালতে তাদের বিরুদ্ধে রিভলবার ছিনতাই ও খুনের চেষ্টা করার মামলা রুজু করে পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত এলাকার সিপিএম নেতা তথা পুরসভার চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়ের আত্মসমর্পণ করার কথা ছিল। কিন্তু আজ আদালত বন্ধ থাকায় তিনি আত্মসমর্পণ করবেন কিনা এই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
|
গতকাল বনধ নিয়ে সিপিএম-তৃণমূলের মধ্যে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরে মোহোনপুর থানার নীলপুর গ্রামে। বনধ নিয়ে আলোচনা করতে করতে ঘটনাটি গড়িয়ে গেল বচসায়, তার পর হাতাহাতিতে। এই ঘটনায় জখম এক জনকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। |