l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
এনসিটিসি নিয়ে বেকায়দায় কেন্দ্র
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ড: সিআইডির তলব দুই পদস্থ কর্তাকে
একই মঞ্চে প্রণব-মমতা
বিস্তারিত...
মাঝ-মাসের হাওয়াবদলে শীত চলে যাওয়ার আগে আরও এক বার
‘আপনার রান্নাঘরে’
শীতের সব্জিতে ঘটুক
‘স্বাদবদল’
। এ বার
‘সংবাদের হাওয়াবদল’
-এ থাকছে নতুন নতুন চমক, মুঠোয় ভরা খবর থেকে মকর সংক্রান্তির ফোটো গ্যালারি।
বালুরঘাটে অধ্যক্ষকে হুমকি, ভাঙচুর,
অভিযুক্ত এসএফআই
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
কলেজ ভোটে মনোনয়নপত্র প্রত্যাহারকে কেন্দ্র করে বৃহস্পতিবার ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও গঙ্গারামপুর। এসএফআইয়ের বিরুদ্ধে বালুরঘাট কলেজের অধ্যক্ষকে হুমকি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি, গঙ্গারামপুরে সিপিএম পার্টি অফিসে তাঁদের দুই প্রার্থীকে আটকে রাখার অভিযোগ তুলে তৃণমূল ছাত্র পরিষদের একদল সমর্থক সেখানে হামলা চালায় বলে অভিযোগ। হামলা চলে এসএফআই অফিসেও। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “গঙ্গারামপুরের ঘটনায় দু’পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে।” ওই দু’টি কলেজেই গত বছর বাম ছাত্র সংগঠন জয়ী হয়েছিল। হরিরামপুর কলেজেও এ দিন মনোনয়ন প্রত্যাহার নিয়ে উত্তেজনা ছড়ায়। গঙ্গারামপুরের সিপিএম নেতা নারায়ণ বিশ্বাসের অভিযোগ, “আলোচনার নামে টিএমসিপি দল বেঁধে পার্টি অফিসে হামলা করে। গায়ের জোরে ওরা কলেজে ছাত্র সংসদ দখল করতে চাইছে।”
বিস্তারিত...
বারাবনিতে ইসিএলের পরিবহণ
বন্ধ রেখে বিক্ষোভ তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
বেশি পরিমাণ কয়লা নিয়ে সংকীর্ণ রাস্তায় যাতায়াত, দূষণ-সহ বিভিন্ন অভিযোগে আসানসোল উত্তর থানার বারাবনির কাছে নুনি মোড়ে বৃহস্পতিবার কয়লাবোঝাই ডাম্পার চলাচল বন্ধ করে দেন তৃণমূলের সদস্য-সমর্থকেরা।
তার জেরে বৃহস্পতিবার প্রায় তিন ঘণ্টা ইসিএলের কয়লা পরিবহণ বন্ধ থাকল আসানসোলে। পরে পুলিশের হস্তক্ষেপে এ দিন দুপুরে ফের পরিবহণ চালু হয়। ইসিএলের তরফে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৯টা নাগাদ আসানসোল উত্তর থানার বারাবনির কাছে নুনি মোড়ে কয়লাবোঝাই ডাম্পার চলাচল বন্ধ করে দেন তৃণমূলের সদস্য-সমর্থকেরা। ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, ইসিএলের সালানপুর এরিয়ার মোহনপুর কোলিয়ারির কয়লা এই ডাম্পারগুলিতে পরিবহণ চলছিল। কিন্তু বিক্ষোভকারীদের বাধায় নুনি মোড় সংলগ্ন পাঁচগাছিয়া রোডে কয়েকশো ডাম্পার দাঁড়িয়ে পড়ে।
বিস্তারিত...
স্ত্রীকে ফেরাতে ট্রেনে ‘বোমা’ আকুল স্বামীর
রানা সেনগুপ্ত • বর্ধমান
বেড়াতে বেরিয়ে খিটিমিটি লেগেছিল স্বামী-স্ত্রীর। নিতান্তই তুচ্ছ সাংসারিক খুঁটিনাটি নিয়ে। ‘তোমার সঙ্গে আর ঘর করব না’ বলে মেয়ের হাত ধরে সোজা হাঁটা দেন সাহানা। কাছেই শিয়ালদহ স্টেশন। বৌ-মেয়েকে সেখানে ঢুকতে দেখে পিছু নেন শুভ্র। এক্সপ্রেস ছাড়ছিল। দূর থেকে শুভ্র দেখেন, মেয়ে নিয়ে একটি কামরায় লাফিয়ে উঠলেন সাহানা। ভিড় ঠেলে যেতে-যেতেই ট্রেন হাওয়া। কোন ট্রেন? শুভ্র নিজে খেয়াল করেননি। আশপাশের লোকজন জানায়, নিউ জলপাইগুড়ি যাওয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আরে, সাহানার বাপের বাড়ি তো শিলিগুড়িতে! সেখানেই চলল না কি? খানিক ভেবে, ইতস্তত ঘোরাঘুরি করে শেষে সাহানার মোবাইলে ফোন করেন শুভ্র ‘তোমরা কোথায়?’ জবাব আসে, ‘দক্ষিণেশ্বর পেরিয়ে বালি ব্রিজে।’ কাতর কণ্ঠে শুভ্র বলেন, ‘কেন? কোথায় যাচ্ছ?’ যেন সাহানায় বেজে ওঠে তীক্ষ্ণ গলা, ‘আমি আর ফিরব না। হয় বাপের বাড়ি চলে যাব, নয় রেললাইনে মাথা দেব।’
শুনেই মাথা খারাপ শুভ্রর! চোখ অন্ধকার।
হঠাৎ দেখেন, বিপদে-আপদে যাতে যাত্রীরা ফোন করতে পারেন, তার জন্য বোর্ডে জিআরপি-র নম্বর দেওয়া। বিধাননগরের এক কল সেন্টারের কর্মী শুভ্র বিলক্ষণ জানেন, ফোনের কত ক্ষমতা।
বিস্তারিত...
পাশবইয়ে সিলমোহর দিয়ে ‘তছরুপ’ ডাকঘরে
সৌমেন দত্ত • মঙ্গলকোট
ডাকঘর টাকা জমা নিয়েছে। সিলমোহর মেরে দিয়েছে পাশবইয়ে। মাসে-মাসে সুদও আসছিল। হঠাৎ গ্রাহকেরা শোনেন, কোনও টাকাই ডাকঘরে জমা পড়েনি। জানলার ও পার থেকে সব টাকা হাতিয়ে সরে পড়েছেন খোদ পোস্টমাস্টার! কম টাকা নয়, ছ’বছর ধরে অন্তত লাখ পঞ্চাশেক তো হবেই। পুলিশের অনুমান, জালিয়াতির অঙ্ক কোটিও ছাড়াতে পারে। বর্ধমানের মঙ্গলকোটে নতুনহাট উপ-ডাকঘরের এই ঘটনা হয়তো আরও কিছু দিন চাপা থাকত, যদি না গত ৫ নভেম্বর সুন্দর বৈরাগ্য নামে এক এজেন্ট গলায় দড়ি দিতেন। দীর্ঘ দিন ধরে তিনি কার্যত করণিকের কাজ সামলে এসেছেন এবং তাঁকে দলে টেনেই তৎকালীন পোস্টমাস্টার সুনীলকুমার মাঝি তছরুপের কারবার ফেঁদে বসেছিলেন বলে পুলিশের অনুমান। সন্দেহের তালিকায় আছে আরও কিছু নামও। ভাতার মুখ্য ডাকঘরের পরিদর্শক বুদ্ধদেব গোস্বামী বলেন, “২০০৬ থেকে নানা ভাবে গ্রাহকদের টাকা লুঠ করা হচ্ছে। দফতরের অন্য কর্মীরাও জড়িত বলে আমাদের সন্দেহ।” সুন্দরবাবুর মৃত্যুর পরে বেশ কিছু গ্রাহক ডাকঘরে খোঁজ নিতে গিয়ে শোনেন, তাঁদের নামে কোনও টাকা জমা পড়েনি। ডাকঘরের খাতায় কিছু লেখাও হয়নি।
বিস্তারিত...
অশালীন ছবি প্রচারের হুমকি, মহিলা আত্মঘাতী
নিজস্ব সংবাদদাতা • ডোমকল
প্রতিবেশী কয়েকজন যুবকের কুপ্রস্তাবে রাজি হননি এক মহিলা। ওই যুবকেরা তখন সেই মহিলার মুখের ছবি তুলিয়ে তার সঙ্গে অন্য একটি বিবস্ত্র নারী শরীর যোগ করে তা মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। বৃহস্পতিবার সকালে ওই মহিলাকে সেই ছবিটি দেখানো হয়। তারপরেই আত্মহত্যা করেছেন মুর্শিদাবাদের ডোমকলের বাগডাঙার বাসিন্দা জেসমিনা বিবি (২৫) নামে দুই সন্তানের মা ওই মহিলা। বাড়ির একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে গ্রামবাসীরা। জেসমিনার স্বামী বাবলু শেখ এই দিন ওই যুবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “কম্পিউটারে ওই মহিলার মুখের সঙ্গে অন্য একটি নগ্নশরীর জুড়ে তাঁকে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, সেই লজ্জাতেই তিনি আত্মহত্যা করেছেন। অভিযুক্তেরা পলাতক। গ্রেফতারের চেষ্টা চলছে।”
বিস্তারিত...
দুর্ঘটনায় মৃত ছেলের চোখ দান, করে ‘দৃষ্টান্ত’ বাবার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
চোখের সামনে পথ দুর্ঘটনায় কিশোর পুত্রকে মারা যেতে দেখেও ‘সামাজিক কর্তব্য’ ভুললেন না বসিরহাটের উত্তর বাগুন্ডি গ্রামের তপনকুমার সাঁতরা। দুর্ঘটনার ঘণ্টা দুয়েকের মধ্যে মৃত ছেলে স্নিগ্ধদীপ সাঁতরার (১৪) চোখ দু’টি দান করলেন। তপনবাবুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে মহকুমা স্বাস্থ্য দফতর। মরণোত্তর চক্ষুদান নিয়ে সরকারি এবং বেসরকারি স্তরে প্রচার চলে। কিন্তু স্বাস্থ্য দফতরেরই বক্তব্য, এখনও সে ভাবে সচেতনতা গড়ে তোলা যায়নি। মহকুমা স্বাস্থ্য আধিকারিক অসিত পাণ্ডে বলেন, “এটা অভিনন্দনযোগ্য প্রয়াস। সকলের মধ্যে এই সচেতনতা দেখা দিলে অনেক দৃষ্টিহীন মানুষ দৃষ্টি ফিরে পাবেন। তপনবাবুকে ধন্যবাদ।” রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজি-র অধিকর্তা গৌতম ভাদুড়ি বলেন, “পুত্রহারা বাবার এই উদ্যোগ প্রশংসনীয়।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্নিগ্ধদীপ বসিরহাট হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।
তপনবাবু হোমিওপ্যাথ চিকিৎসক। কদমতলায় টাকি রোডের ধারে তাঁর ক্লিনিক।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
নাতির হাতে নিহত ঠাকুমা
ঠিকা-কর্মী ছাঁটাই, বিক্ষোভ
দক্ষিণবঙ্গ
বোনের শ্লীলতাহানির
প্রতিবাদ, প্রহৃত দাদা
প্রতিবেশীর মারে
মৃত্যু বৃদ্ধের, অভিযোগ
বর্ধমান
এ বার ভাগচাষি
আত্মঘাতী বর্ধমানে
চালককে ‘মারধর’,
বন্ধ হল মিনিবাস
পুরুলিয়া
রামপুরহাটে অধ্যক্ষকে
ঘিরে বিক্ষোভ ছাত্রদের
নির্মীয়মাণ হল ভাঙার অভিযোগে ধৃত ২
মুর্শিদাবাদ
গণপ্রহারে যত উৎসাহ,
মুমূর্ষুকে সাহায্যে তত নয়
সংশোধনাগারে মাধ্যমিকের
জন্য তৈরি হচ্ছেন ২১ বন্দি
মেদিনীপুর
মেদিনীপুরে ফের
বিক্ষোভের মুখে সুশান্ত
৬ সিপিএম
নেতা-কর্মীর যাবজ্জীবন
কলকাতা
২৪.৫/১৮.৭
আজকের দিনে
•
১৮৮৩:
বিপ্লবী বাসুদেব
বলবন্ত ফাড়কের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.