৫৪ ফুট এলাকায় এক মিনিবাসের চালককে মারধরের অভিযোগে বৃহস্পতিবার সারাদিন ওই রাস্তায় বাস চলাচল বন্ধ করে দেন বাস চালকেরা। বিকেলে সংশ্লিষ্ট সব পক্ষ আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। |
চুয়ান্ন ফুট রুটে বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে ওই রাস্তা দিয়ে প্রান্তিকাগামী একটি মিনিবাস যাওয়ার সময় রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল তিন স্থানীয় যুবক। মিনিবাসটি তাদের প্রায় গায়ের উপর দিয়ে চলে গিয়েছে, এমন অভিযোগ করে বাসটিকে তারা আটকায়। শিবু দত্ত নামে ওই বাসের চালককে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। খবর ছড়িয়ে পড়তেই ওই রুটের সব বাস বন্ধ করে দেন বাস চালকেরা। শেষ পর্যন্ত বিকালে বাসকর্মী এবং স্থানীয় বাসিন্দারা নিজেদের মধ্যে বৈঠক করে বিষয়টি মিটিয়ে নেন। আজ, শুক্রবার থেকে ওই রাস্তায় মিনিবাস চলাচল করবে বলে জানিয়েছেন মিনিবাস মালিকদের সংগঠনের কর্মকর্তা কাজল দে।
এ দিকে, স্থানীয় বাসিন্দা রূপম রুইদাস, কমল রায়দের অভিযোগ, মিনিবাসগুলি দ্রুতগতিতে যাতায়াত করে। যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। বাস চালকদের বার বার বলা হলেও তাঁরা কর্ণপাত করেন না। বাস চালকেরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের পাল্টা দাবি, একে সংকীর্ণ রাস্তা। তার উপর রাস্তার উপরে ইট, পাথর, বালি গাদা করে রাখেন বাসিন্দারা। ফলে বাস চালাতে তাঁদেরই অসুবিধায় পড়তে হয়। |