টুকরো খবর |
আটক অবৈধ কয়লা বোঝাই লরি, ধৃত ৫ |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমানের গ্রামীণ এলাকায় বৃহস্পতিবার কয়লা বোঝাই দু’টি ট্রাক আটক করেছে পুলিশ। পাশাপাশি দিন কয়েক আগে বুদবুদ থানা এলাকায় চোরাই কয়লা বোঝাই একটি ট্রাক আটকের সূত্রে এ দিনই পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে দুই কয়লা মাফিয়া। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “কাঁকসা থানার পুলিশের অভিযানে ধরা পড়া দুই মাফিয়া যথাক্রমে শেখ কামু ও মাঝি ওরফে হৃদয় চট্টোপাধ্যায়। বুদবুদে ১.৫ মেট্রিক টন চোরাই কয়লা বোঝাই ট্রাক এঁদের দুজনের মদতেই পাচার করা হচ্ছিল।” এ দিন, মেমারি থানা প্রায় ১৮ মেট্রিক টন কয়লা বোঝাই একটি ট্রাক আটক করে। দুর্গাপুরের দিকে একটি অবৈধ কয়লার ডিপো থেকে এই কয়লা চালান করা হচ্ছিল। দুই ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। এই ডিপোর লোকেদের ও ট্রাকের মালিকের খোঁজ চলছে। অন্য দিকে, মঙ্গলকোট থানার পুলিশও একটি ১৫ মেট্রিক টন কয়লা বোঝাই ট্রাক আটক করেছে। এই কয়লা মেমারির একটি ইটভাটায় পাঠানো হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
|
স্কুলে ‘আসেন না’ শিক্ষক, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
নিয়মিত স্কুলে আসেন না শিক্ষক, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার রানিগঞ্জ সিহারসোল রাজ হাইস্কুলে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। প্রধান শিক্ষকের কাছে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৃণমূল শিক্ষা সেলের সদস্য ও পর্ষদ মনোনীত প্রতিনিধি, ইংরাজির শিক্ষক অদ্বৈত কোনার প্রায়ই স্কুলে আসেন না। হাজিরা খাতায় সই করে ক্লাস না নিয়েই বেরিয়ে যান। প্রধান শিক্ষক তাপস চট্টোপাধ্যায় জানান, ছাত্রদের দাবি যুক্তিযুক্ত। ওই শিক্ষক পর্ষদের কাজের অজুহাতে স্কুল কামাই করেন। জেলা স্কুল পরিদর্শককে বিষয়টি জানানো হবে। জেলা স্কুল পরিদর্শক আব্দুল হাই বলেন, “লিখিত অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” অদ্বৈতবাবুর অবশ্য দাবি, “অভিযোগ মিথ্যা।”
|
অবৈধ কয়লা ‘মজুত’, ধৃত ২ |
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
বেআইনি কয়লা মজুত ও পাচারের অভিযোগে এক ইটভাটার মালিক ও অন্য একটি ভাটার ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। কুলটির ১১ নম্বর ওয়ার্ডে বিদ্যানন্দপুর থেকে ওই দু’জনকে ধরে হিরাপুর থানার পুলিশ। এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, বেআইনি কয়লা মজুত ও পাচারের অভিযোগে ইটভাটার মালিক সচিন রায় ও গৌতম মাজির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কিন্তু তাঁদের পাওয়া যায়নি। ভাটার ম্যানেজার চন্দন রায়কে গ্রেফতার করা হয়েছে। অন্যটির মালিক গৌতম অধিকারীকেও গ্রেফতার করা হয়েছে। ওই ভাটার আর এক মালিক রঞ্জিত মাজির খোঁজ চলছে বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে জামিন না-মঞ্জুর করেন বিচারক।
|
চাকরির নামে ‘প্রতারণা’, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে আসানসোল রেল পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আসানসোলের মহীশিলা কলোনির বাসিন্দা ওই ব্যক্তির নাম শেখর সোম। বারাবনির দোমহানি এলাকার বাসিন্দা ছোটন মণ্ডল অভিযোগ করেন, শেখর তার কাছ থেকে টাকা নিয়ে রেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাখেননি। এর পরেই পুলিশ ছোটনবাবু মারফত অভিযুক্তকে আরও টাকা দেওয়ার লোভ দেখিয়ে আসানসোলের ১ নম্বর প্লাটফর্মে বুধবার রাতে ডেকে পাঠায়। সেখানেই তাকে পাকড়াও করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি প্রায় ২০ জনের সঙ্গে এই ধরনের প্রতারণা করেছে।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
বিয়েবাড়ির মণ্ডপে বিদ্যুৎতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে কাঁকসা থানার পানাগড়ের রেলপাড় সারদাপল্লিতে। মৃতের নাম পটল বাউরি (১৯)। বাড়ি কাঁকসা হাটতলায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠায়।
|
নতুন অতিরিক্ত জেলাশাসক |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোলের নতুন অতিরিক্ত জেলাশাসক হয়েছেন জয়ন্তকুমার আয়কত। বৃহস্পতিবার তিনি পূর্বতন অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ দত্তের কাছ থেকে আসানসোলের দায়িত্বভার বুঝে নিয়েছেন। বিশ্বজিৎবাবু রাজ্য সরকারের পরিবহণ দফতরের ডেপুটি সেক্রেটরি পদে মহাকরণে যোগ দিয়েছেন। তিনি অতিরিক্ত জেলাশাসকের পাশাপাশি আসানসোল পুরসভার কমিশনার ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এমডি-র পদও সামলাচ্ছিলেন।
|
এজেন্ট ঘেরাও |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
পক্ষপাতের অভিযোগে বৃহস্পতিবার পরাশকোল কোলিয়ারির এজেন্ট-সহ চার আধিকারিককে অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি। তাদের দাবি, কর্তৃপক্ষ পক্ষপাতদুষ্ট। সাইডিং থেকে কয়লা চুরি হলেও তাঁরা নির্বিকার। এজেন্ট, ওয়াই প্রসাদ বিষয়টি দেখার আশ্বাস দিলে বিক্ষোভ থামে।
|
নতুন এডিএম |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোলের নতুন অতিরিক্ত জেলাশাসক হয়েছেন জয়ন্তকুমার আয়কত। বৃহস্পতিবার তিনি পূর্বতন অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ দত্তের কাছ থেকে আসানসোলের দায়িত্বভার বুঝে নিয়েছেন। বিশ্বজিৎবাবু রাজ্য সরকারের পরিবহণ দফতরের ডেপুুটি সেক্রেটরি পদে মহাকরণে যোগ দিয়েছেন।
|
অনশনে ৮ কর্মী |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
বকেয়া বেতনের ক্ষেত্রে পুনর্মূল্যায়ন লাগু, বেতন বৃদ্ধি-সহ নানা দাবিতে ২৪ ঘণ্টা অনশন করলেন আসানসোল মাইনস বোর্ড অফ হেলথ-এর ৮ কর্মী। |
|