সুন্দরবনে বিপাকে পর্যটকরা |
রাজ্য পর্যটন দফতরের প্যাকেজ ভ্রমণে সুন্দরবন গিয়েছিলেন ৩৭ জন পর্যটক। এম ভি চিত্ররেখা নামে একটি লঞ্চে নদীতে ভ্রমণ করছিলেন তারা। হঠাত্ই কোনও কারণে লঞ্চ ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে। ঘটনাটি ঘটে সজনেখালির কাছে। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি করে লঞ্চকর্মীরা ফুটো মেরামত করার চেষ্টা করেন। পর্যটকদের মধ্যে অধিকাংশই ছিলেন বয়স্ক। নৌকা করে তাদের নিরাপদে নদীতীরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন রেঞ্জার। সজনেখালিতেই আটকে রয়েছেন পর্যটকরা। অথচ, এখনও পর্যন্ত পর্যটন দফতরের কোনও কর্তার দেখা মেলেনি। কার্যতই, ক্ষোভ বাড়তে শুরু করেছে পর্যটকদের মধ্যে।
|
এনসিটিসি নিয়ে বেকায়দায় কেন্দ্র |
এনসিটিসি নিয়ে প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আপত্তি জানিয়ে তিনি চিঠিও লিখেছেন প্রধানমন্ত্রীকে। প্রসঙ্গত, এনসিটিসি স্বরাষ্ট্রমন্ত্রকের একটি স্বপ্নের প্রকল্প। আগামী ১ মার্চ থেকে এর কার্যক্রম শুরু হওয়ার কথা। কিন্তু তার আগেই মুখ থুবড়ে পড়ার অবস্থা সৃষ্টি হল। প্রধানমন্ত্রীকে লেখা মমতার চিঠি প্রকাশ করলেন আজ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। চিঠিতে এনসিটিসি-র বিষয়টি পুনর্বিবেচনার কথা বলা হয়েছে। রাজ্য সরকারের অধিকারে যাতে কেন্দ্রের হস্তক্ষেপ না হয় সেই বিষয়েও খতিয়ে দেখার কথা বলা হয়েছে চিঠিতে। ইতিমধ্যেই এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছেন নীতিশ কুমার, জয়ললিতা ও চন্দ্রবাবু নাইডু। দেশের চারটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক দলের বিরোধিতা ইউপিএ সরকারকে রীতিমত বেকায়দায় ফেলে দিল বলে আশঙ্কা করছে রাজনৈতিক শিবির। মমতার এই নীতিতে একমত বিজেপি-ও।
|
আজ কেলেঘাই-সহ একাধিক নদী সংস্কার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। ভগবানপুরের কাঁটাখালিতেও এই প্রকল্পের উদ্বোধক মুখ্যমন্ত্রী স্বয়ং। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। কলকাতা থেকে মেদিনীপুরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ও প্রণববাবু। প্রশাসনিক সূত্রের খবর, বন্যা মোকাবিলায় নদী সংস্কারের জন্য রাজ্যকে ৭৫% অনুদান দেবে কেন্দ্র। বাকি খরচ বহন করবে রাজ্য। ৬৫০ কোটি টাকা ব্যয় করে কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে কেলেঘাই-কপালেশ্বরী নদী সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটি দ্রুত রূপায়নে সেচ দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য—
ক) কয়েকটি পর্যায়ে এই সংস্কার করা হবে।
খ) মানুষের উন্নয়নের স্বার্থেই জমি অধিগ্রহণ করা হবে। তবে তা জোর করে নয়।
গ) কেলেঘাই নদীর উপর বাঁধ দেওয়া হবে।
ঘ) স্লুইস গেটগুলির মেরামতি করা হবে। |
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ড: সিআইডির তলব দুই পদস্থ কর্তাকে |
নন্দীগ্রামে নিখোঁজ কাণ্ড নিয়ে এ বার ভবানী ভবনে তলব করলেন হলদিয়ার তত্কালীন এসডিপিও শিশির দাসকে। ২৩ ফেব্রুয়ারি জেরা করা হবে তাঁকে। অন্যদিকে, ২৪ ফেব্রুয়ারি জেরা করা হবে পূর্ব মেদিনীপুরের তত্কালীন পুলিশ সুপার সত্যশঙ্কর পাণ্ডাকে। প্রয়োজনে ডিজি অনুপভূষণ ভোরাকেও জেরা করা হতে পারে, জানানো হয় সিআইডির তরফ থেকে। মূলত, এই ঘটনার সঙ্গে প্রশাসনের কোনও কর্তাব্যক্তি জড়িত আছেন কি না তা খতিয়ে দেখবে সিআইডি।
|
বৃদ্ধাকে প্রতারণা, গ্রেফতার মহিলা |
বৃদ্ধাকে প্রতারণার দায়ে লেক থানার পুলিশ গ্রেফতার করল এক মহিলাকে। ধৃতের নাম রুমঝুম ব্যানার্জি। সাংবাদিক পরিচয় দিয়ে কলকাতার সাউথ এন্ড পার্কে ওই বৃদ্ধার বাড়িতে ভাড়া নেন তিনি। বৃদ্ধার ঘরে অবাধ যাতায়াতও ছিল তার। গত শনিবার বৃদ্ধার টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেন তিনি।
|
কাঁথির গুদাম থেকে ২টি দেহ উদ্ধার |
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ছত্রধারা বাজারের একটি গুদাম থেকে উদ্ধার দু’টি মৃতদেহ। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দেহ দু’টিকে। পাশেই আহত অবস্থায় পড়ে ছিলেন আরও এক জন। সেই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গুদামের মালিক চিন্তামণি মাহাতো। কোনও ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
লরির ধাক্কায় ছাত্রীর মৃত্যু, উত্তেজনা |
লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুলছাত্রীর। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায়। তেঁতুলিয়া-সংগ্রামপুর রোডে ঘাতক লরিটি পিষে দেয় ছাত্রীটিকে। চালক পলাতক। এই ঘটনায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রাস্তা সারাইয়ের দাবি তুলে পথ অবরোধও করেন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। |