l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
টুজি: স্বস্তি চিদম্বরমের
আইপিএল নিলাম ২০১২
স্পনসরশিপ তুলে নিল সহারা
মহাত্মা গাঁধী রোডে লরি-সুমোর সংঘর্ষ
চণ্ডীতলায় আত্মঘাতী পুলিশ কর্মী
মাওবাদী-ঘনিষ্ঠ গ্রেফতার
বিস্তারিত...
‘উত্তরবঙ্গে ট্রেকিং’ করতে অপরূপ প্রকৃতির মাঝে
আপনার কলমে
বক্সা টাইগার রিজার্ভ প্রজেক্ট, সুনতালেখোলা আর রকি-আইল্যান্ড।
অন্য দিকে
কেমন সে দেশ
, যার নাম আরাকু ভ্যালি! সঙ্গে থাকছে
ফোটোশপ
-এ বরফের দুর্গম পথে হেমকুণ্ড সাহিব সরোবর।
গলসিতে ২১ ‘ভুয়ো’ চাষি চিহ্নিত, দাবি খাদ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান ও কালনা
নিজের জমি নেই, করেন না ভাগ-চাষও, অথচ চাষি হিসেবে শংসাপত্র দেখিয়ে চালকলে ধান বিক্রি করেছেন। বর্ধমানের গলসির এমনই ২১ জন ‘ভুয়ো’ চাষির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে বলে শুক্রবার জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্ধমানে এ দিন জেলাশাসক, মহকুমাশাসক, জেলার ১৫ জন বিডিও এবং খাদ্য দফতরের রাজ্য ও জেলা স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন খাদ্যমন্ত্রী। সম্প্রতি গলসিতে ধান কেনার জন্য শিবির করলেও বিশেষ সাড়া মেলেনি। উপযুক্ত প্রচারের অভাবেই সেখানে কম সাড়া মিলেছে বলে অভিযোগ উঠেছিল। এ দিন মন্ত্রী জানান, বর্ধমানে ধান সংগ্রহের জন্য ১৫টি ব্লকে শিবির করা হবে। এই সব শিবির শুরুর তিন দিন আগে থেকে ব্লকের প্রতিটি গ্রামে দু’বেলা ধান কেনার কথা মাইকে প্রচার করা হবে। প্রতিটি শিবিরে প্রতিদিন ১,০০০ বস্তা করে ধান কেনা হবে। শিবিরগুলি চলবে চার থেকে পাঁচ দিন। রাজ্যের যেখানেই ধান কেনার শিবির হবে, সব জায়গায় এমন প্রচার চালানো হবে বলেও আশ্বাস দেন তিনি। জ্যোতিপ্রিয়বাবু জানান, বর্ধমানের বিভিন্ন চালকলে বর্তমানে যে পরিমাণ ধান জমে রয়েছে, তা থেকে প্রায় ৩ লক্ষ টন চাল মিলবে।
বিস্তারিত...
সুশান্তের জামিনে স্বস্তি ও সংশয় দুই শিবিরে
বরুণ দে • চন্দ্রকোনা রোড
জানতেন, এ দিনই রায় দেবে সুপ্রিম কোর্ট। সকাল থেকেই ‘অস্থির’ অশীতিপর মৃন্ময়ী ঘোষ। বেনাচাপড়ার বাড়িতে সুশান্ত ঘোষের মা মৃন্ময়ীদেবী বেলা বাড়তেই ঠায় চোখ রেখেছিলেন টিভিতে দুপুরে খবরটা আসার আগে পর্যন্ত খেতেও চাননি। যখন শুনলেন, ছেলের জামিন মঞ্জুর হয়েছে, বৃদ্ধার প্রতিক্রিয়া, “ও লোক মেরে পুঁতে দেবে, এমন কাজ করতেই পারে না।” এ বার ছেলেকে দেখার অপেক্ষাতেই দিন কাটবে, জানালেন বৃদ্ধা। প্রাক্তন মন্ত্রীর স্ত্রী করুণাদেবীর প্রতিক্রিয়া, “বিনা দোষে জেল খাটছিলেন। কাউকে কখনও মারার কথা উনি বলেননি। জামিন হবে বলেই আশা ছিল। খবর শুনে ভাল লাগছে।” করুণাদেবী নিজেও সিপিএম সদস্য। দলের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার ছিলেন কলকাতায়। ফোনে ধরা হলে দীপকবাবু বলেন, “গণতন্ত্রের জয় হল। দেরিতে হলেও জামিনের নির্দেশে খুশি। রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টি সর্বোচ্চ আদালত বুঝতে পেরেছে।”
বিস্তারিত...
অভাবে সন্তান বিক্রির অভিযোগ করণদিঘিতে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
একটি গরু এবং ১৪ হাজার টাকার বিনিময়ে নিজের পুত্রসন্তানকে বিক্রির অভিযোগ উঠল। যিনি বিক্রি করেছেন তিনি দিনমজুর। তাঁর ৯ সন্তান। শেষের দু’জন যমজ। এই যমজ সন্তানের মধ্যে এক পুত্রসন্তানকে তিনি বিক্রি করেছেন এক নিঃসন্তান দম্পতির কাছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের আলতাপুর-১ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর বটতলা এলাকায়। মাস খানেক আগে বিক্রি হলেও শুক্রবার দুপুরে স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত সমিতির কর্তাদের কাছে মৌখিক ভাবে অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শিশুটির বাবা মহম্মদ সইফুদ্দিনের বক্তব্য, “অভাবের সংসার চালাতে না-পেরে শিশুটিকে বিক্রি করে দিয়েছি।” শিশুটিকে কিনেছেন আনারুল হক ও ইযাতুন বিবি। আনারুল ভিন্রাজ্যে দিনমজুরি করেন। ইযাতুন বিবি বলেন, “পনেরো বছরেও আমাদের কোনও ছেলেমেয়ে হয়নি। ১৪ হাজার টাকা ও একটি গরু দিয়ে সইফুদ্দিনের কাছ থেকে একটি ছেলেকে কিনে নিয়েছি। ওকে আমি বড় করতে চাই।”
বিস্তারিত...
কর্মী কমানোর নির্দেশ প্রত্যাহারের
দাবিতে বালুরঘাট ডিপোয় তালা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় ঠিকাদার নিযুক্ত কর্মীর সংখ্যা কমানোর নির্দেশ প্রত্যাহারের দাবিতে এ বার ডিপোয় তালা ঝুলিয়ে দিল কংগ্রেস। শুক্রবার বিকেলে বালুরঘাট ডিপোয় ঘটনাটি ঘটেছে। ডিপো সূত্রের খবর, বেলা ৩টে নাগাদ দক্ষিণ দিনাজপুরের জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়ের নেতৃত্বে ৫০-৬০ জন কংগ্রেস কর্মী-সমর্থক ডিপোয় ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা বালুরঘাট ডিপো ইনচার্জ ও টিকিট কাউন্টারের কর্মীদের বার করে দরজায় তালা ঝুলিয়ে দেন। বিকেল থেকে প্রায় ৩ ঘণ্টা ডিপো অচল হয়ে যায়। ফলে, যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে সংস্থার তরফে জেলা পুলিশ-প্রশাসনকে জানানো হলে আঞ্চলিক পরিবহণ অফিসার পুলিশ নিয়ে সেখানে যান। জেলা প্রশাসনের অনুরোধে সন্ধ্যায় কংগ্রেস সভাপতি চাবি দিলেও রাত পর্যন্ত তালা খোলেনি। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “পরিস্থিতির উপরে নজর রাখা হয়েছে।”
বিস্তারিত...
অপহৃত ১০ মৎস্যজীবী মুক্তি পেলেন বাংলাদেশে
নিজস্ব সংবাদদাতা • ঢাকা ও কাকদ্বীপ
বাংলাদেশি জলদস্যুদের হাতে অপহৃত ১০ ভারতীয় মৎস্যজীবীর খোঁজ মিলল। হদিস মিলেছে নিখোঁজ ট্রলার ‘এফ বি তারা মা’-রও। বৃহস্পতিবার গভীর রাতে বাগেরহাট জেলার সুন্দরবনে শরণখোলা রেঞ্জের শেলারচর ক্যাম্পে একটি ট্রলার থেকে অপহৃত দশ ভারতীয় মৎস্যজীবীকে নামিয়ে দেওয়া হয়। শুক্রবার বাংলাদেশের দুর্ধর্ষ জলদস্যু গামা-র বাহিনী অপহরণ করে নিয়ে যায় এঁদের। কাকদ্বীপের মহকুমাশাসক রাহুল মজুমদার জানিয়েছেন, ওই মৎস্যজীবীরা বাংলাদেশের বন দফতরের হেফাজতে রয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁদের ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বাংলাদেশের সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মিহির কুমার দো বলেন, “ট্রলারের লোকজন নিজেদের বাংলাদেশি জেলে পরিচয় দিয়ে আমাদের জানান, জলদস্যুর কবল থেকে তাঁরা মোট ১৯ জন মুক্তি পেয়েছেন। এর মধ্যে ১০ জন ভারতীয়কে এখানে নামিয়ে দিতে বলা হয়েছে।”
বিস্তারিত...
সংস্কারের অভাব, পড়ে নষ্ট সেচ প্রকল্প
অর্ঘ্য ঘোষ • লাভপুর
প্রশাসনিক ‘উদাসীনতায়’ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সেচ প্রকল্প। এর ফলে মার খাচ্ছে প্রায় চার হাজার একর দোফসলি-তিনফসলি জমির সেচ। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনও কাজ না হাওয়ায় স্থানীয় বাসিন্দারা শেষ পর্যন্ত দ্বারস্থ হয়েছেন বিধায়কের। অবিলম্বে সেচ প্রকল্প চালু করার দাবি তুলেছেন তাঁরা। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়ূরাক্ষী নদীর জলকে চাষের কাজে লাগানোর উদ্দেশ্যে জমিদারি আমলে লাভপুর থানার গুণুটিয়া, দাঁড়কা, মীরবাঁধ থেকে দরবারপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ একটি সেচ খাল কাটা হয়েছিল। পরবর্তী কালে ওই সেচ খালটি চাষিদের দুর্ভোগের মাত্রা বাড়িয়েছিল। কারণ, জল নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা না থাকায় বর্ষাকালে প্লাবনে সেচ খাল দিয়ে ময়ূরাক্ষী নদীর জল ভাসিয়ে দিত মাঠের ফসল, লাগোয়া জনপদ। আবার সেচ খালে জল ধরে রাখার ব্যবস্থা না থাকায় তা নদীপথে নেমে গিয়ে সৃষ্টি করত সেচ সঙ্কট। এই অসুবিধা দূর করতে সংশ্লিষ্ট লাভপুর পঞ্চায়েত সমিতি ১৯৯৬-৯৭ আর্থিক বছরে গুণুটিয়ায় সেচ খালের মুখে ময়ূরাক্ষী নদী বাঁধে প্রায় ২৬ লক্ষ টাকা ব্যায়ে একটি কপাট বাঁধ (সুইস গেট) নির্মাণ করেছিল।
বিস্তারিত...
এক নজরে
• সংসারে অনটন, শ্রমিক অসন্তোষ বেড়েই চলেছে বহু এলাকায়
• কর্ণসুবর্ণের স্কুলে সিপিএমের ‘পার্টি অফিস’, দাবি তৃণমূলের
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
দু’মাস বেতন
নেই সুতোকলে
আজ ছাত্র সংসদ নির্বাচনে
১৭ কলেজে ১৪৪
দক্ষিণবঙ্গ
রায়দিঘিতে নদীবাঁধের
জমি দেওয়ার আগে
পুনর্বাসনের দাবি
মদে মৃত্যুর সিবিআই
তদন্ত দাবি হাইকোর্টে
বর্ধমান
চাকরির দাবি, বিক্ষোভ
নির্মীয়মাণ সার কারখানায়
ঠিকাশ্রমিক নিয়োগ নিয়ে
দ্বন্দ্ব আইএনটিটিইউসি-র
পুরুলিয়া
হারানো শিশুর
ঠাঁই হল হোমে
ডাল পাচার কাণ্ডে ‘শো
কজ’ অঙ্গনওয়াড়ি কর্মী
মুর্শিদাবাদ
চর পিরোজপুরে কুপিয়ে
খুন বালককে
টানা আন্দোলনে শিক্ষকেরা,
শিকেয় উঠল পঠন-পাঠন
মেদিনীপুর
সেই রাইমণি জামিনে মুক্ত
বন্দর নিয়ে আশার কথাই
শোনালেন জাহাজ প্রতিমন্ত্রী
কলকাতা
২৫.৫/১১.৬
আজকের দিনে
•
বিশ্ব ক্যানসার দিবস।
•
১৯২২:
ধ্রুপদী গায়ক
পণ্ডিত ভীমসেন যোশীর জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.