আজ ছাত্র সংসদ নির্বাচনে ১৭ কলেজে ১৪৪
জ, শনিবার একযোগে উত্তরবঙ্গের ১৭টি কলেজে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোলমাল এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। প্রশাসন সূত্রের খবর, তার মধ্যে জলপাইগুড়ি জেলার ১৩টি কলেজ এবং শিলিগুড়ির ৪টি কলেজে রয়েছে। অধিকাংশ কলেজে ছাত্র পরিষদ, টিএমসিপি ও এসএফআইয়ের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। জলপাইগুড়িতে বাইরের জেলা থেকে অতিরিক্ত ৩০০ পুলিশ কর্মী আনা হয়েছে। কলেজ চত্বরের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জলপাইগুড়ি শহরের আনন্দচন্দ্র (এসি) কলেজ, প্রসন্নদেব মহিলা (পিডি) কলেজ সহ ধূপগুড়ি কলেজ, ফালাকাটা কলেজ এবং আলিপুরদুয়ারের দুটি কলেজ এবং শিলিগুড়ি লাগোয়া সূর্য সেন কলেজে গণ্ডগোলের আশঙ্কা করছে পুলিশ। শুক্রবার দুপুরে জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন বিভিন্ন কলেজ পরিদর্শন করেন। তিনি বলেন, “জেলার ১৩টি কলেজের নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। কলেজের ভেতর থেকে শুরু করে বিভিন্ন ধাপে নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। গোটা নির্বাচনী প্রক্রিয়ার ছবি তুলে রাখা হবে। কলেজের আশেপাশেও যাতে গোলমাল ছড়াতে না পারে সে কারণে মোবাইল পুলিশ ভ্যান মোতায়েন থাকবে।”
জলপাইগুড়ি পি ডি কলেজে পুলিশ প্রহরা। শুক্রবার ছবিটি তুলেছেন সন্দীপ পাল।
পুলিশবাহিনীর পাশাপাশি প্রতিটি কলেজে একজন করে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিক থাকবেন। কলেজের অধ্যক্ষদের নিয়ে জেলাশাসক স্মারকি মহাপাত্র নিজে বৈঠক করেছেন। সদর মহকুমাশাসক সাগর চক্রবর্ত্তী বলেন, “পুলিশের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী কয়েকটি কলেজে একদিন আগে থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া নির্বাচনের দিন সব কলেজেই ১৪৪ ধারা জারি থাকবে।” জেলা সদরের দুটি কলেজ এসি ও পিডি কলেজে বিগত কয়েকবছরে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে পিডি কলেজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসন। কলেজের বাইরে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে গোটা কলেজ চত্বর ঘিরে দেওয়া হয়েছে। কলেজে প্রবেশের মূল গেটের কিছুটা দূরে ব্যারিকেড রয়েছে। গেটের ভেতরেও ব্যারিকেড তৈরি করা হয়েছে। এদিন টিএমসিপির সূর্য সেন কলেজের ২ ছাত্র প্রার্থীকে এসএফআই মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এসএফআই অভিযোগ অস্বীকার করেছে। শিলিগুড়ি মহকুমার ৪টি কলেজে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি কলেজ, মহিলা কলেজ, পলিটেকনিক কলেজ এবং বাগডোগরা কলেজে নির্বাচন হবে। চারটি কলেজেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সবকয়টি কলেজে এসএফআই ছাত্র সংসদ দখল রাখতে প্রচারে নেমেছে। পাশাপাশি ছাত্র সংসদের দখল নিতে ডানপন্থী দুই ছাত্র সংগঠনও মরিয়া হয়ে উঠেছে। মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে ইতিমধ্যে শিলিগুড়ি কলেজে এসএফআই ও টিএমসিপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “শান্তিপূর্ণ ভাবে যাতে ছাত্র সংসদ নির্বাচন হয় সেদিকে লক্ষ রাখা হচ্ছে। নিরাপত্তা সবরকমন ব্যবস্থা করা হয়েছে। পরিচয় পত্র দেখে ছাত্রছাত্রীদের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হবে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা থেকে ভোট শুরু হবে। ১টা পর্যন্ত ছাত্রছাত্রীরা ভেতরে ঢোকার অনুমতি পাবেন। ওইদিনই গণনা হবে। শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ মলয় করঞ্জাই। তিনি বলেন, “সমস্ত নিয়ম আগাম জানিয়ে দেওয়া হয়েছে। ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরে গণনা হবে। ওইদিনই ফল ঘোষণা করা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.