খেলা
সতর্ক থেকেও সাহস দেখাতে চান দুই কোচ
রতন চক্রবর্তী, কলকাতা
:
সুব্রত ভট্টাচার্য বনাম ট্রেভর জেমস মর্গ্যানের স্কোর লাইন কত? ৪-১।
মর্গ্যান বনাম মোহনবাগানের স্কোর লাইন ৪-২।
চলতি মরসুমে ডার্বির স্কোর মোহনবাগানের পক্ষে ২-০। উপরের তিনটি পরিসংখ্যানের সঙ্গে যাঁর উনিশ মাসের কোচিং জীবনের যোগ সেই মর্গ্যান এগুলো শুনে মাছি তাড়ানোর ভঙ্গি করেন। বললেন, “ইতিহাস নিয়ে আমি কখনও মাথা ঘামাই না। গত বছর চারটে ম্যাচ জিতেছি ওদের বিরুদ্ধে। এ বার ওরা জিতেছে। তাতে কী হল? ও সব নিয়ে আপনারা ভাবুন,” মুখের ভঙ্গিতে তীব্র বিরক্তি।
কুণাল বসু, কলকাতা
:
শুক্রবার সকালে অনুশীলন শুরুর খানিক আগে থেকেই প্রচুর সমর্থক হাজির মোহনবাগান গ্যালারিতে। তাঁদের আলোচনায় ঘুরপাক খাচ্ছিল একটাই বিষয়, এ মরসুমে ডার্বি ম্যাচে কি ৩-০ হবে? তার জন্য গোলের আব্দারগুলো জমা পড়ছিল সেই দু’জনের কাছেই। তাঁদের এক জন যুব বয়সে গ্রেমিও-র অ্যাকাডেমিতে কোচ হিসাবে পেয়েছিলেন লুই ফিলিপ স্কোলারিকে। তিনি হোসে রামিরেজ ব্যারেটো। মোহনবাগানের সবচেয়ে দায়িত্বশীল। ভাল কয়েকটা পাস, দু’-একটা মুভ এখনও চোখ টানে। সঙ্গে রয়েছে কার্যকর ফ্রি-কিক। আর মোহনবাগানের এই দলে সবচেয়ে বেশি ডার্বি ম্যাচ খেলার অভিজ্ঞতাও তাঁর ঝুলিতে। তবে ইদানীং তাঁর বিরুদ্ধে যাচ্ছে বয়স। হাঁটুর বয়সি ডিফেন্ডারদের ঠান্ডা মাথায় ডজ করার ক্ষমতা না-হারালেও ক্লান্ত হয়ে পড়ছেন তাড়াতাড়ি।
ওডাফা চুপ, টিকে
থাকার যুদ্ধ ব্যারেটোর
বন্ধুকে পেয়ে তেতে
উঠলেন টোলগে
প্রীতম সাহা, কলকাতা
:
একটার পর একটা শট মেরেই চলেছেন গোলে। টোলগে ওজবেকে শু্যটিং প্র্যাক্টিস করাতে গোলপোস্টের নীচে কখনও রবিন সিংহ, কখনও সুবোধ কুমার। চলছে উদ্দাম হাসি-ঠাট্টা। উল্টো দিকের পোস্টের ছবিটাও প্রায় এক। উগা ওপারা এবং হরমনজিৎ সিংহ খাবরাকে নিয়ে গোলের ঠিকানা খুঁজতে ব্যস্ত পেন। গোল হলে ওপারার কান ফাটানো চিৎকার। গোল না হলে পেনের মাথায় সজোরে চাটি। শুক্রবার সকালে ইস্টবেঙ্গল মাঠের সর্বত্রে যেন ছড়িয়ে-ছিটিয়ে ফুরফুরে আবহাওয়ার আমেজ! যেখানে গা ভাসাতে দ্বিধা করলেন না ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যানও।
ফিল্ডারদের কৃতিত্বই বেশি
সৌরভের বাংলাদেশ অভিযান আটকে গেল বোর্ডের আপত্তিতে
টুকরো খবর
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.