যাক, শেষ পর্যন্ত নিজেদের টেনে তুলল ভারত! বোলার আর ফিল্ডারদেরই কৃতিত্বটা বেশি করে দিতে হচ্ছে। অস্ট্রেলিয়াকে খুব কম রানে বেঁধে ফেলল ওরা। ব্যাটিংয়ে হাজার অস্বস্তি থাকলে কী হবে, টার্গেট এত অল্প যে বিপদের কোনও সুযোগই ছিল না শুক্রবার এমসিজি-তে।
অস্ট্রেলিয়া শেষ টি-টোয়েন্টিতে অনেকগুলো পরীক্ষা করতে চেয়েছিল। দলে তিনটে বদল। ব্যাটিং অর্ডার নিয়েও পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। কিন্তু ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়ার মতো কখনওই কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া।
ধোনিকে অধিনায়ক হিসেবে বেশ চনমনে লাগল। মিডিয়াম পেসারদের শুরুর দিকে ভাল ব্যবহার করেছে, তিনটে স্লিপও রেখেছে। বিনয়কে দৌড়ে গিয়ে পরামর্শ দিয়েছে। যা হালফিলে ভারত অধিনায়কের কাছ থেকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছিলেন আমার সাংবাদিক বন্ধুরা। ব্যাটিং অর্ডারেও নিজেকে চারে তুলে আনল যাতে জয়ের রান তুলতে অহেতুক ঝামেলায় না পড়তে হয়। টেস্ট দলেও ক’জন তরুণ ক্রিকেটার ঢুকলে ধোনিকে অন্য রকম অধিনায়ক মনে হবে। |
প্রবীণ আর বিনয় ভাল বল করেছে। প্রবীণ বুদ্ধিমান বোলার। বিনয়ের হাতে ভাল বৈচিত্র আছে, স্লোয়ার দিতে পারে। অশ্বিন আর রাহুল জুটিকে বেশ ভালই দেখাচ্ছে। রবীন্দ্র জাডেজাও মাঝে এসে একটা-দুটো উইকেট তুলে নিয়ে যাচ্ছে।
কিন্তু সবচেয়ে দেখে ভাল লাগল রান আউটগুলো। এমসিজি-র মতো বিশাল মাঠে ভারতীয়দের ফিল্ডিংয়ের উপর খুব বেশি ভরসা ছিল না। কিন্তু তরুণ-ব্রিগেড সেটাই করে দেখাল। অস্ট্রেলীয় ব্যাটসম্যানদেরই উইকেটের মাঝে তাদের গতি নিয়ে ধন্ধে ফেলে দিল ভারতীয়রা। ম্যাথু ওয়েড আর অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়ার ইনিংসে যে দু’জনের রান সবচেয়ে বেশি, দু’জনকেই ফিরতে হল রান আউট হয়ে। যা বোঝাল এই ফর্ম্যাটেও ফিল্ডিংয়ের গুরুত্ব কতটা।
গম্ভীর ও সহবাগকে অনেক দিন পর দেখলাম উইকেটে টিকে থাকতে। গম্ভীরের ইনিংস ওয়ান ডে সিরিজের আগে স্বস্তি দেবে ভারতকে। সহবাগকে ফিরতে হল শর্ট কভারে একটা দুর্দান্ত ক্যাচে। অস্ট্রেলীয় বোলিং-ফিল্ডিংয়ের উপরেও ছড়ি ঘোরাতে দেখলাম ভারতকে। অন্তত একটা বিকেলের জন্য হলেও কাহিনিটা অন্য রকম হল।
এই জয় ভারতীয়দের অনেকটা তাতিয়ে দেবে। ওয়ান ডে সিরিজের আগে এই ফুলকিটা দরকার ছিল। এতে ওয়ান ডে সিরিজে ভারতের দুই প্রতিদ্বন্দ্বী ওদের নিয়ে ভাবতে বাধ্য হবে। |
মেলবোর্নের স্কোর |
অস্ট্রেলিয়া: ১৩১ (১৯.৪ ওভারে)
ভারত: ১৩৫-২ (১৯.৪ ওভারে) |
অস্ট্রেলিয়া |
ওয়ার্নার ক গম্ভীর বো প্রবীণ ৮
ফিঞ্চ রান আউট ৩৬
শন ক ধোনি বো প্রবীণ ০
হাসি ক ও বো জাডেজা ২৪
বেলি রান আউট ৩
ওয়েড রান আউট ৩২
মিচেল স্টা ধোনি বো রাহুল ১৩
লি ন.আ. ৬
ম্যাককে ক ধোনি বো বিনয় ০
হগ এলবিডব্লিউ রাহুল ৪
ডোহার্টি রান আউট ১
অতিরিক্ত ৪
মোট ১৯.৪ ওভারে ১৩১
পতন: ১৯, ২০, ৪৯, ৫৪, ৯৩, ১১৯, ১২১, ১২১, ১৩০
বোলিং: প্রবীণ ৩-০-২১-২, বিনয় ৪-০-২৫-১, কোহলি ১-০-৭-০, জাডেজা ৩-০-১৬-১, রাহুল ৩.৪-০-২৯-২, রায়না ১-০-১০-০, অশ্বিন ৪-০-২৩-০। |
ভারত |
গম্ভীর ন.আ. ৫৬
সহবাগ ক শন বো হগ ২৩
কোহলি ক ওয়েড বো মিচেল ৩১
ধোনি ন.আ. ২১
অতিরিক্ত ৪
মোট ১৯.৪ ওভারে ১৩৫-২
পতন: ৪৩, ৯৭
বোলিং: লি ৪-০-২৪-০, ম্যাককে ৩.৪-০-২৫-০, ডোহার্টি ৩-০-২৯-০, হগ ৩-০-১৯-১, মিচেল ৪-০-৩০-১, হাসি ২-০-৮-০। |
|