ডনের দেশে কাটানোর হাফসেঞ্চুরি পূর্ণ করার ঠিক পরের দিন ৫১তম দিনে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়ের স্বাদ পেল ধোনির টিম ইন্ডিয়া। ১৫ ডিসেম্বর ছিল সফরের প্রথম ম্যাচ। কিন্তু ভারত জয়ের মুখ দেখল ৩ ফেব্রুয়ারি। টি-টোয়েন্টি সিরিজ ১-১ ড্র রেখে মহেন্দ্র সিংহ ধোনি বলেছেন, “ছেলেরা অসাধারণ ফিল্ডিং করেছে। সম্ভবত আমার দেখা সেরা ফিল্ডিং এটাই। এবং এ রকম চেষ্টাকে হার মানানো খুবই কঠিন।” অস্ট্রেলিয়ার চার জন ব্যাটসম্যান এ দিন রান আউট হন। ম্যান অব দ্য ম্যাচ হন রবীন্দ্র জাডেজা। যিনি ১৬ রানে ১ উইকেট নেওয়ার পাশাপাশি অস্ট্রেলীয় অধিনায়ক বেলি এবং ওপেনার ফিঞ্চকে রান আউট করেন। জাডেজা বলেন, “ইনিংসের গোড়ার দিকে অস্ট্রেলিয়ার কয়েকটা উইকেট হারানো এবং চার-চারটে রান আউট ওদের ব্যাকফুটে ঠেলে দিয়েছিল।” প্রবীণ কুমারের ভাল বোলিং এবং ভারতীয় ওপেনারদের ভাল শুরুকেও জয়ের কারণ হিসেবে উল্লেখ করেছেন ধোনি। “আমরা ভাল শুরুর উপর খুব বেশি নির্ভরশীল। সেটা শুধুই রানের বিচারে নয়। একটা ভাল, স্বস্তিদায়ক শুরুর দিকেই আমরা বেশি করে তাকিয়ে থাকি।” সঙ্গে যোগ করেছেন, “প্রবীণ নতুন বলে ওদের ওপেনারদের ভুল করতে বাধ্য করেছে।”
|
কেন্দ্রীয় তথ্য ও যোগাযোগ মন্ত্রকের ইন্ডিয়া পোস্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে হবে ৬-১০ ফেব্রুয়ারি। উদ্বোধনের দিন পলি উমরিগড়, ফাইনালের দিন মনসুর আলি খান পটৌডির নামে ‘স্পেশ্যাল কভার’ প্রকাশ হবে। বিশেষ অতিথি থাকবেন শর্মিলা ঠাকুর।
|
কোটলায় শনিবার থেকে উত্তরাঞ্চলের বিরুদ্ধে দলীপ ট্রফি সেমিফাইনালে পূর্বাঞ্চলের সেরা আকর্ষণ ঋদ্ধিমান সাহা। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান দলীপে নামায় পূর্বাঞ্চলের শক্তি বেড়েছে। ঋদ্ধি ঢুকছেন শ্রীবৎস গোস্বামীর জায়গায়। অধিনায়ক ওড়িশার নটরাজ বেহরা-ই। ঋদ্ধি বললেন, “অধিনায়ক হতে আমি অনিচ্ছুক। নেতৃত্বের দায়িত্ব থাকলে আমার নিজের খেলার উপর প্রভাব পড়ে।”
|
পাকিস্তানকে ৯৯ রানে অলআউট করেও তৃতীয় টেস্টে অস্বস্তিতে ইংল্যান্ড। প্রথম দিনের শেষে ইংল্যান্ড ১০৪-৬। টস জিতে প্রথমে ব্যাট করে স্টুয়ার্ট ব্রড (৪-৩৬) ও জেমস অ্যান্ডারসনের (৩-৩৫) বিরুদ্ধে ভেঙে পড়ে পাকিস্তান। ইংল্যান্ডও এক সময় ৫ ওভারে ৭-২ ছিল। দিনের শেষে ক্রিজে অ্যান্ড্রু স্ট্রস (৪১ ব্যাটিং) ও অ্যান্ডারসন (৩ ব্যাটিং)। আব্দুর রহমান নেন ৩-২৩।
|
বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগে ইংল্যান্ডের নেতৃত্ব খোয়ালেন জন টেরি। শুক্রবার তাঁকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল ফুটবল অ্যাসোসিয়েশন। মাঠের বাইরের কারণের জন্য দ্বিতীয় বার নেতৃত্ব হারালেন টেরি।
|
পুরনো দল হিসপানিয়া রেসিংয়ের সঙ্গেই ২০১২ মরসুমের চুক্তি হল নারায়ণ কার্তিকেয়নের। নতুন মরসুমে নতুন ম্যানেজমেন্ট স্পেনের ফর্মুলা ওয়ান দলে। চুক্তির পর কার্তিকেয়ন বলেছেন, “চার-পাঁচজন ড্রাইভার জায়গাটার জন্য লড়ছিল। টিম ম্যানেজমেন্ট আমাকে বাছায় আমি ভীষণ খুশি।” |