আজকের শিরোনাম
টুজি: স্বস্তি চিদম্বরমের
টুজি কাণ্ডে আপাতত স্বস্তিতে কেন্দ্র। চিদম্বরমের বিরুদ্ধে জনতা দল নেতা সুব্রহ্মণ্যম স্বামীর আনা মামলা খারিজ করল পাতিয়ালা হাউস কোর্ট। বিশেষ বিচারক ও পি সাইনি যথেষ্ট সাক্ষ্য প্রমাণের অভাবে চিদম্বরম, তাঁর স্ত্রী ও আপ্ত সহায়কের বিরুদ্ধে আনা মামলাটি খারিজ করেন। রায় শুনে স্পষ্টতই হতাশ স্বামী। আরও তথ্য প্রমাণ-সহ মামলাটি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করলেন তিনি।

আইপিএল নিলাম ২০১২
ম্যাকালামকে ৪.৪১ কোটি টাকায় কিনল নাইট রাইডার্স।
রবীন্দ্র জাডেজাকে ৯.৭২ কোটি টাকায় কিনল চেন্নাই সুপার কিংস।
মুরলীধরণকে ১.০৭ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।
মাহেলা জয়বর্ধনেকে ৬.৮৬ কোটি টাকায় কিনল দিল্লি ডেয়ার ডেভিলস।

হার্শেল গিবসকে ২৪.৫ লাখ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ানস।
ব্র্যাড হজকে ২.৩ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস।
পার্থিব পটেলকে ৩.১৫ কোটি টাকায় কিনল ডেকান চার্জার্স।
দীনেশ চান্দিমলকে ২৪.৫ লাখ টাকায় কিনল রাজস্থান।
আন্দ্রে রাসেলকে ২.২৫ কোটি টাকায় কিনল দিল্লি ডেয়ার ডেভিলস।
মিচেল জনসনকে ১.৫ কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ানস।

আর পি সিংহকে ৩ কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ানস।
বিনয় কুমারকে ৫ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।
শ্রীসন্থকে ২ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস।
রমেশ পওয়ারকে ৮০ লাখ টাকায় কিনল কিংস ইলেভেন পঞ্জাব।
ব্র্যাড হগকে ৯০ লাখ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।

সুনীল নারিনকে ৩.৫ কোটি টাকায় কিনল নাইট রাইডার্স।
রবিন পিটারসনকে ৫০ লাখ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ানস।
ড্যানিয়েল হ্যারিসকে ৩৫ লাখ টাকায় কিনল ডেকান চার্জার্স।
কেভন কুপারকে ২৫ লাখ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।
জেমস ফকনারকে ৯৫ লাখ টাকায় কিনল কিংস ইলেভেন পঞ্জাব।

স্পনসরশিপ তুলে নিল সহারা
ভারতীয় ক্রিকেট দল থেকে স্পনসরশিপ তুলে নিতে চলেছে সহারা ইন্ডিয়া। পুণে ওয়ারিয়র্সকেও বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। মাত্র এক বছর আগে সতেরোশো দু’কোটি টাকা দিয়ে সহারা পুণে ওয়ারিয়র্সকে কিনেছিল। সম্ভবত যুবরাজ সিংহকে নিয়ে বিসিসিআই-এর সঙ্গে বিতর্কের জেরেই সমস্ত রকম স্পনসরশিপ থেকে হাত তুলে নিল সহারা। এর ফলে চূড়ান্ত ডামাডোলে আইপিএল ও ভারতীয় ক্রিকেট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যত নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা । প্রসঙ্গত, ২০০১ সাল থেকে ভারতীয় ক্রিকেট দলকে স্পনসর করে চলেছে সহারা।

মহাত্মা গাঁধী রোডে লরি-সুমোর সংঘর্ষ
আজ ভোর ৪ টে নাগাদ মহাত্মা গাঁধী রোড ও রবীন্দ্র সরণি ক্রসিংয়ে টাটা সুমো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মৃত ৬, আহত ২। মৃতদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। মারা যান টাটা সুমোর চালকও। মৃতদের পরিচয় জানা যায়নি। আহতদের মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। লরির চালক মদ্যপ অবস্থায় ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

চণ্ডীতলায় আত্মঘাতী পুলিশ কর্মী
হুগলির চণ্ডীতলার বেনেপাড়ায় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক পুলিশ কর্মী। মৃতের নাম অনুপ রায়, ওরফে অপু রায়। বিদ্যুৎমন্ত্রীর দেহরক্ষী ছিলেন তিনি। গুলিতে আহত তাঁর ভাই বিদেশ রায়। ছেলে বিদেশকে বাঁচাতে গিয়ে মায়ের হাতেও গুলি লাগে। পারিবারিক কারণের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।

মাওবাদী-ঘনিষ্ঠ গ্রেফতার
গতকাল রাতে ময়দান এলাকা থেকে এক মাওবাদী ঘনিষ্ঠকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার প্রচুর কার্তুজ। কলকাতার ওয়াটগঞ্জে তার বাড়ি। ধৃতের নাম রঘু। বিভিন্ন রাজ্য পুলিশের খাতায় নাম ছিল তার। ওড়িশা, মণিপুর, অসম ও ঝাড়খণ্ড—এই চার রাজ্যের পুলিশের খাতায় ফেরার বলে জানা যায়। মাওবাদীদের অস্ত্র জোগান দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.