l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
সুশান্ত ঘোষের জামিনের আবেদনের দিন পিছোল
বিস্তারিত...
‘উত্তরবঙ্গে ট্রেকিং’ করতে অপরূপ প্রকৃতির মাঝে
আপনার কলমে
বক্সা টাইগার রিজার্ভ প্রজেক্ট, সুনতালেখোলা আর রকি-আইল্যান্ড।
অন্য দিকে
কেমন সে দেশ
, যার নাম আরাকু ভ্যালি! সঙ্গে থাকছে
ফোটোশপ
-এ বরফের দুর্গম পথে হেমকুণ্ড সাহিব সরোবর।
‘লাইন’ নিয়ে প্রশ্ন, তবু জেলা সম্পাদক দীপকই
বরুণ দে • মেদিনীপুর
নিজে ঘোরতর সমালোচনার শিকার হয়েছেন জেলা সম্মেলনে। আবার খসড়া রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদনে পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম সম্পাদক দীপক সরকার নিজেও রাজ্য নেতৃত্বের কঠোর সমালোচনা করেছেন। যদিও দীপকবাবু নিজেই এখন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য। ‘সমালোচিত’ এবং ‘সমালোচক’ সত্তরোর্ধ্ব সেই দীপকবাবুই টানা অষ্টম বারের জন্য জেলা সম্পাদক পুনর্নির্বাচিত হলেন। আগে জেলা কমিটি ছিল ৮১ জনের। বয়সজনিত কারণে পুরনো কয়েক জনকে বাদ দিয়ে ৭০ জনের জেলা কমিটি গড়া হয়েছে মঙ্গলবার। বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে বন্দি বা ফেরার সুশান্ত ঘোষ, তরুণ রায়, তপন ঘোষ, সুকুর আলি, অনুজ পাণ্ডে, শ্যাম পাণ্ডেরা প্রত্যাশিত ভাবেই জেলা কমিটিতে ফের স্থান পেয়েছেন। আজ, বুধবার সম্মেলন উপলক্ষে মেদিনীপুর কলেজ মাঠে সমাবেশ। সেই উপলক্ষেই রাজ্যে ‘পরিবর্তনে’র পরে এই প্রথম জঙ্গলমহলের জেলায় আসার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। তবে সম্মেলনে দীপকবাবুর পেশ-করা প্রতিবেদনে বুদ্ধবাবুর বিগত সরকারের কড়া সমালোচনাই করা হয়েছে।
বিস্তারিত...
পরপর দু’দিনের সভায় শহর অচল হওয়ার আশঙ্কা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
যুযুধান দুই রাজনৈতিক দলের পিঠোপিঠি সমাবেশ ঘিরে পর পর দু’দিন মেদিনীপুর শহর অচল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শহরবাসীর এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশও। তবে তাদের দাবি, শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে সব রকম চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরা যে সব বাস-লরিতে আসবেন, সেই সব বাস-লরি শহরে ঢুকবে না বলেও আশ্বাস পুলিশের। ধর্মা, আবাসের মতো এলাকায় ওই সব গাড়ি দাঁড় করানো হবে। ইতিমধ্যে সিপিএম ও তৃণমূল, দুই দলের জেলা নেতাদের সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন পুলিশ-প্রশাসনের কর্তারা। পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “দু’দিনই শহরের ট্রাফিক ব্যবস্থা যাতে সচল থাকে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। পথচারীদের যাতে কোনও সমস্যা না হয়, সে দিকেও নজর রাখা হবে।” পুলিশ সূত্রে খবর, এ জন্য বেশ কয়েক জন পুলিশ অফিসারকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে। শহরের ট্রাফিক ব্যবস্থা সার্বিক ভাবে দেখভাল করবেন একজন ডিএসপি।
বিস্তারিত...
বালিকা খুনে পড়শি দম্পতির
যাবজ্জীবন রঘুনাথপুরে
শুভ্রপ্রকাশ মণ্ডল • রঘুনাথপুর
পড়শি বালিকাকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল এক দম্পতির। মঙ্গলবার মলয় ঘোষ ও তাঁর স্ত্রী প্রিয়া ঘোষকে ওই সাজা শোনান পুরুলিয়ার রঘুনাথপুর আদালতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অরূপ বসু। রঘুনাথপুর শহরকে নাড়িয়ে দেওয়া এই খুনের ঘটনার সাত মাসের মধ্যেই বিচারপর্ব ও রায়দান হয়েছে। ২৪ জন সাক্ষী থাকা সত্ত্বেও মাত্র সাত মাসের মধ্যে রায়দান সম্পন্ন হওয়ার ঘটনাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই এ দিন জানিয়েছেন সরকারি আইনজীবী পঙ্কজ গোস্বামী। এবং নির্দিষ্ট সময়ের আগেই পুলিশের চার্জশিট দেওয়া ও সময়মতো সাক্ষীদের উপস্থিতির জন্য বিচারপর্ব দ্রুত সম্পন্ন হয়েছে। পঙ্কজবাবু বলেন, “ওই ঘটনায় পুলিশের সক্রিয়তা এবং এলাকার বাসিন্দাদের সহযোগিতার জন্যই দ্রুত বিচারপর্ব সম্পন্ন হয়েছে।” সাক্ষীদের মধ্যে ছিল আট বছরের স্কুলছাত্রীও। সরকারি আইনজীবী জানান, ভারতীয় দণ্ডবিধির ৩০২/৩৪ (খুন) ধারা অনুযায়ী ওই দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা (অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড) করার পাশাপাশি ২০১/৩৪ (প্রমাণ লোপাটের চেষ্টা) ধারা অনুযায়ী সাত বছর কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানার (অনাদায়ে আরও ৬ মাস জেল) নির্দেশ দিয়েছেন বিচারক।
বিস্তারিত...
সে দিনের ‘অপরাধী’দের কঠোর
শাস্তিই চান কল্পনা, কুন্তিদেবীরা
আনন্দ মণ্ডল • নন্দীগ্রাম
একটাই ঘটনা। অথচ রাজ্য প্রশাসনের দুই শীর্ষ ব্যক্তিত্বের প্রতিক্রিয়া ছিল একেবারেই দুই মেরুর। তদানীন্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধীর বিবৃতিতে ছিল ‘দীপাবলির আলো, আনন্দ ম্লান’ হয়ে যাওয়ার বেদনাবোধ। আর তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, “দে হ্যাভ বিন পেড ব্যাক ইন দিয়ার ওন কয়েন’ (ঢিলের বদলে পাটকেল খেয়েছে)! আর বিমান বসু, শ্যামল চক্রবর্তীর মতো সিপিএমের শীর্ষ নেতারা বলেছিলেন, “নন্দীগ্রামে সূর্যোদয় হয়েছে!” মুখ্যমন্ত্রী তথা শাসকদলের নেতৃত্বের এই মনোভাবেই ‘বিচারের’ সব আশা ছেড়েছিলেন ‘নিখোঁজ’ আদিত্য বেরা, সুবল মাজি, নারায়ণ দাস, সত্যেন গোল, বলরাম সিংহ, ভগীরথ মাইতি-র পরিজনেরা। বাম সরকারের পুলিশ চার বছরেও ‘নিখোঁজ’দের ব্যাপারে যে কিছু জানাতে পারেনিতাতেও তাই বিস্মিত হন না প্রাক্তন সেনাকর্মী আদিত্য-র অশীতিপর কাকিমা কুন্তি বেরা বা জনমজুর ভগীরথের স্ত্রী সুষমা মাইতি। রাজ্যে পালাবদলের সুযোগে বিচারের আশা নিয়ে ওঁরা দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের।
বিস্তারিত...
ক্লাসঘর গড়তে দান অবসরপ্রাপ্ত শিক্ষিকার
সৌমেন দত্ত • কাটোয়া
স্কুলে ঘরের সংখ্যা অপর্যাপ্ত। পড়াশোনা করতে অসুবিধায় পড়ে তাঁরই প্রিয় ছাত্রীরা। টাকার অভাবে নতুন ঘর তৈরির কাজ শুরু করাও যাচ্ছিল না। তাই অবসর নেওয়ার দিন নতুন ক্লাসঘর গড়ার জন্য স্কুল পরিচালন সমিতির হাতে এক লক্ষ টাকার চেক তুলে দিলেন কাটোয়ার শ্রীখণ্ড গ্রামের ঊষাঙ্গিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শ্যামা মজুমদার।
মাধ্যমিক স্তরের এই স্কুলে ছাত্রী-সংখ্যা ৭৫২। সেই অনুপাতে স্কুলে ঘর পর্যাপ্ত নেই। কয়েক বছর আগে স্কুলের শিক্ষিকা ও শিক্ষা-কর্মীরা ৫ কাঠা জায়গা কিনেছিলেন। সম্প্রতি সেখানেই কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিধায়ক এলাকা উন্নয়ন অর্থ প্রকল্প ও সর্বশিক্ষা অভিযানের টাকায় তিনটি ঘর তৈরি হয়েছে। বর্তমানে পুরোনো ও নতুন দু’টি ভবন মিলিয়ে স্কুলে ঘরের সংখ্যা ৮টি হলেও স্কুলের প্রধান শিক্ষিকা লাবণ্যপ্রভা যশ (ঠাকুর) বলেন, “এখনও দু’টি বড় ঘর দরকার। এই অবস্থায় আমাদের শিক্ষিকা শ্যামা মজুমদার এক লক্ষ টাকা দান করায় উপকার হল।
বিস্তারিত...
জেলা সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ তিলকে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ
উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি তথা ইটাহারের বিধায়ক অমল আচার্যের বিরুদ্ধে প্রকাশ্যে ‘বিদ্রোহ’ ঘোষণা করলেন তৃণমূল নেতা তিলক চৌধুরী ও তাঁর অনুগামীরা। মঙ্গলবার রায়গঞ্জের মহাত্মা গাঁধী রোডের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিলকবাবু অভিযোগ করেন, কংগ্রেসের লোকজনকে ‘তৃণমূলের জ্যাকেট’ পরিয়ে ‘অহঙ্কারী’ অমলবাবু দলের ক্ষতি করছেন। সে জন্য প্রদেশ তৃণমূল নেতৃত্বকে সব জানিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন তিলকবাবু। তাঁর বক্তব্য, “রাজ্য নেতৃত্ব অমলবাবুকে জেলা সভাপতির পদে বসিয়েছেন। আমাদের বাধ্য হয়ে সেই সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে। কিন্তু অমলবাবু জেলা সভাপতি হওয়ার যোগ্য নন। তিনি জেলা সভাপতির পদে বসেই কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছেন।” তবে অমলবাবু বলেছেন, “বিষয়টিকে আদৌ কোনও গুরুত্ব দিচ্ছি না। সবই দলের সর্বোচ্চ পর্যায়ে জানিয়েছি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ না-নিয়ে কোনও কাজ আমি করি না।”
বিস্তারিত...
এক নজরে...
হাসপাতালের পাশেই রাস্তা
বেহাল, আতঙ্কিত রোগীরাও
জঞ্জাল প্রশ্ন পুর-সভায়
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বুথে বুথে আন্দোলনের ডাক
বছরভর বাস-অটো
দেখেনি মগরাডাঙি
দক্ষিণবঙ্গ
‘তোলা’ মেলেনি, পাঁচিল
তুলে ঢাকা হল দোকান
গোষ্ঠীকোন্দল বরদাস্ত
হবে না, বললেন পার্থ
বর্ধমান
রেলের জমি অধিগ্রহণে
দরবৃদ্ধি ও চাকরির দাবি
এবড়ো-খেবড়ো
পথে বন্ধ হল বাস
পুরুলিয়া
তান্ত্রিকের মন্দিরে
মিলল হাড়গোড়
আগ্নেয়াস্ত্র-ডিটোনেটর
উদ্ধার খয়রাশোলে
মুর্শিদাবাদ
ধুলোর সঙ্গে লড়াই করেই দিনযাপন মাঙ্গনপাড়ার
সাঁঝেই বন্ধ বাস,
অগম্য তেহট্ট
মেদিনীপুর
পুলিশ ফাঁড়ি চালুর
দাবি আড়গোয়ালে
কারখানায় দুর্ঘটনা,
মৃত তিন শ্রমিক
কলকাতা
২৫.৭/১৩.৬
আজকের দিনে
• ১৯৭১:
ক্রিকেটার
অজয় জাডেজার জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.