|
|
|
|
কারখানায় দুর্ঘটনা, মৃত তিন শ্রমিক |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জল পরিশোধনের কুয়োয় নেমে মৃত্যু হল ৩ শ্রমিকের। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ঝাড়গ্রামের দুবরাজপুর মোড়ে ‘ইউনি গ্লোবাল’ পেপার মিলে। কুয়োয় জমে থাকা বিষাক্ত গ্যাসেই তিন শ্রমিকের প্রাণ গিয়েছে বলে প্রাথমিক ভাবে আনুমান পুলিশের। তবে মৃতদের দেহের ময়না-তদন্ত রিপোর্ট না-আসা পর্যন্ত পুলিশও নিশ্চিত হতে পারছে না। ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার গৌরব শর্মার বক্তব্য, “কেন এমন ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।” মৃত ৩ শ্রমিকের নাম কালীপদ মাহাতো (৪২), দিলীপ মাহাতো (৪০) ও তপন মাহাতো (৩৮)। কালীপদর বাড়ি জামবনির টেঙ্গিয়ায়। দিলীপের বাড়ি ঝাড়গ্রামের জামবেদিয়ায়। তপনের বাড়ি ঝাড়গ্রামের মধুপুরে। |
|
ছবি: দেবরাজ ঘোষ। |
মঙ্গলবার যে জল-পরিশোধন কুয়োয় দুর্ঘটনাটি ঘটে, সেটির সঙ্গে যুক্ত পাম্পটি সোমবারই খারাপ হয়েছিল। কী কারণে পাম্প বিকল হল তা দেখতেই প্রথমে কালীপদবাবু সিঁড়ি বেয়ে ১২ ফুট গভীর ওই কুয়োয় নামেন। কিন্তু দীর্ঘক্ষণ তিনি না ওঠায় এবং সাড়াশব্দও না মেলায় কুয়োয় নামেন দিলীপবাবু ও তপনবাবু। তাঁরাও আর কুয়ো থেকে ওঠেননি। অন্য শ্রমিক-কর্মীদের কাছ থেকে এ কথাই জেনেছেন পুলিশ ও দমকলের কর্মীরা। এর থেকে পুলিশ-দমকলের অনুমান, কুয়োয় জমে থাকা বিষাক্ত গ্যাসে প্রাণ গিয়ে থাকতে পারে তিন শ্রমিকের। কারখানার পার্সোনেল ম্যানেজার তাপস দে বলেন, “নিরাপত্তারক্ষীদের কাছ থেকেই জানতে পারি, জল পরিশোধনের কুয়োয় দুর্ঘটনা ঘটেছে। তিন শ্রমিক কুয়োয় নেমে আর ওঠেননি। খবর পেয়ে দ্রুত সেখানে যাই। পুলিশ-দমকলে খবর দিই।” কারখানার ভাইস প্রেসিডেন্ট রাহুল টিকমানি বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা মৃত শ্রমিকদের পরিবারের পাশে থাকব।” তিন সহকর্মীকে হারিয়ে শ্রমিক-মহলেও শোকের ছায়া। |
|
|
|
|
|