ঝাড়খণ্ড লাগোয়া খয়রাশোলের বারাবন জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র ও ডিটোনেটর উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে জঙ্গলের ভিতরে একটি পুকুর পাড়ে থাকা অস্থায়ী ঝুপড়ি থেকে একটি দোনলা বন্দুক, ৫০-৫৫টি ডিটোনেটর, কিছু জিলেটিন স্টিক, তার, শিশির মধ্যে পেট্রোল, ব্যাটারি ও বন্দি মুক্তি কমিটির ম্যাগাজিন উদ্ধার হয়েছে। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “মাওবাদী না অন্য কোনও অপরাধীর হাত আছে, সঠিক ভাবে বলা সম্ভব নয়। তবে যে সব জিনিস পাওয়া গিয়েছে, সেগুলি দিয়ে বিস্ফোরণ ঘটানো যেতেই পারত। আমরা সব দিক খতিয়ে দেখছি। ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।” |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে পুলিশ খবর পায় খয়রাশোল থেকে রাজনগর যাওয়ার রাস্তায় ওই জঙ্গলের মধ্যে বাসা পুকুরের পাড়ে সন্দেহভাজন কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। ওই জায়গা থেকে দু’কিলোমিটার দূরে ঝাড়খণ্ড সীমানা। পুলিশ সুপার জানান, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ওই এলাকা ঘিরে তল্লাশি চালানো হয়।
অন্য দিকে, এ দিন বিকেলে নানুরের সেহালা গ্রাম থেকে চারটি ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। এ দিন বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে আম বাগানের মাটি খুঁড়ে চারটি ড্রামে রাখা বোমা ও একটি হাতকামান উদ্ধার করে। পুলিশ জানায়, কারা কী কারণে বোমাগুলি রেখেছিল তদন্ত করে দেখা হচ্ছে। |