l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
মৎস্যজীবীদের ট্রলারে জলদস্যু হামলা, নিহত চার
কালিকাপুরে ডাকাতি
বর্ধমানে ফের আত্মঘাতী কৃষক
বেহালার বেকারিতে আগুন
ট্রেনে জাল নোট উদ্ধার
বিস্তারিত...
ট্রেনে ডাকাতের হামলা,
বাধা দিতে গিয়ে গুলিতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সমশেরগঞ্জ ও রামপুরহাট
চলন্ত ট্রেনে ডাকাতেরা ভাইয়ের উপরে চড়াও হয়েছে দেখে বাধা দিতে গিয়েছিলেন দাদা। ডাকাতেরা তাঁকে রেয়াত করেনি। গুলিতে তাঁর মাথা ফুঁড়ে দিয়ে, লুঠপাট শেষ করে নেমে পড়ে চলন্ত ট্রেন থেকে। ট্রেনের কামরার মধ্যেই পড়ে থাকেন সুখচাঁদ শেখ (৩০) নামে চেন্নাই ফেরত ওই যাত্রী। প্রবল রক্তক্ষরণে কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। সুখচাঁদের সহযাত্রীদের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে ওই ঘটনার পরে আপ রামপুরহাট-বারহাড়োয়া ওই প্যাসেঞ্জার ট্রেনটি রাজগ্রাম স্টেশনে পৌঁছলে ‘দায় এড়িয়েছিলেন’ রেল কর্তৃপক্ষ। স্টেশন ম্যানেজারের ‘পরামর্শ’ ছিল, ‘আপনারা বরং পাকুড় স্টেশনে গিয়ে অভিযোগ জানান।’ কেন? রাজগ্রামের স্টেশন ম্যানেজার মনোজ সাউয়ের বক্তব্য, “রাজগ্রামে রেল পুলিশ থাকে না। তাই হাওড়া কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলে ওঁদের দেহটি পাকুড়ে নিয়ে যেতে বলি।” গভীর রাতে ঝাড়খণ্ডের পাকুড় স্টেশনে রেল পুলিশ দেহটি নামায়। সুখচাঁদের সহযাত্রীরা ডাকাতির অভিযোগ দায়ের করেন। ওই খুনের ঘটনা এবং যাত্রীদের অভিযোগ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন ডিআরএম (হাওড়া) পার্থসারথি মণ্ডল।
বিস্তারিত...
কংগ্রেস ও তৃণমূলে বিরোধ, গোলাগুলি ক্যানিংয়ে
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং ও কলকাতা
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে কংগ্রেসকর্মীদের উপরে গুলিচালনার ঘটনায় টানাপোড়েন বাড়ল শাসক জোটে। কংগ্রেসের অভিযোগের তির শরিক তৃণমূলের দিকে। তৃণমূল ‘জোটধর্ম পালন করছে না’ বলে অভিযোগ তুলেছে তারা। তৃণমূল পাল্টা বলেছে, ‘দরজা খোলা আছে, চলে যেতে পারেন’! বুধবার রাতে প্যান্ডেলের টাকা নিয়ে এক কংগ্রেসকর্মীর সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের বিবাদ বাধে ক্যানিংয়ের আন্ধারিয়া গ্রামে। বিবাদের পরিণতিতে কংগ্রেসকর্মীদের উপরে তৃণমূলের লোকেরা গুলি চালানোয় তাঁদের চার কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে কংগ্রেস নেতৃত্ব শুক্রবার অভিযোগ করেছেন। অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রাতে ক্যানিংয়ের কুমড়োখালি গ্রামে পুলিশ দুরন্ত মণ্ডল নামে এক তৃণমূলকর্মীকে গ্রেফতার করে। দুরন্ত-সহ ছ’জন তৃণমূল কর্মী-সমর্থকের নামে অভিযোগ দায়ের হয়েছিল থানায়। এ দিকে, তাঁদের দলীয় কর্মীকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফাঁসানো হয়েছে’ বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতা কিশলয় মণ্ডল।
বিস্তারিত...
কলেজের আংশিক সময়ের
শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদন
নিজের বাড়িতে আংশিক সময়ের এক কলেজ-শিক্ষিকার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে অশোকনগরে। পুলিশ জানায়, মৃতার নাম অগ্নিবীণা দেব (৩০)। তিনি বাঘা যতীন সম্মিলনী মহাবিদ্যালয়ে আংশিক সময়ের বাংলার শিক্ষিকা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ওই মহিলা। তবে আংশিক সময়ের শিক্ষকদের একটি সংগঠনের অভিযোগ, রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই তাঁদের বেতন বাবদ অর্থ দিচ্ছে না। অগ্নিবীণাদেবী অনটনের কারণেই আত্মঘাতী হয়েছেন। পুলিশি সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিবীণাদেবীর দাদা এবং কয়েক জন প্রতিবেশী ঘরের সিলিং থেকে ওই শিক্ষিকাকে ঝুলতে দেখেন। পুলিশ গিয়ে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে তাঁকে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকেরা অগ্নিবীণাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। পরে তাঁর দেহটি ময়না-তদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
বিস্তারিত...
অবরোধে আটকে ধান কেনার আশ্বাস মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন
ধান বিক্রি করতে না পারা চাষিদের অবরোধের জেরে যানজটে হাজার-হাজার যাত্রীর সঙ্গে ঘটনাচক্রে আটকে পড়ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকও। চার দিন বিশেষ শিবির করে ধান কেনা হবে বলে তিনি আশ্বাস দিলে চাষিরা রাস্তা ছাড়েন। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ বর্ধমানের গলসি থানার পারাজের কাছে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন চাষিরা। সঙ্গে ছিলেন কংগ্রেসের স্থানীয় নেতারা। চাষিদের আত্মহত্যা এবং ঢেকলাপাড়া চা বাগানে শ্রমিক-মৃত্যুর প্রতিবাদে আগামী ২২ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত রাজ্য জুড়ে পথ অবরোধের ডাক দিয়েছে বিজেপি-ও। নিজের শহর আসানসোলে প্রজাতন্ত্র দিবস কাটানোর পরে সকালে কলকাতায় যাচ্ছিলেন মলয়বাবু। পানাগড়ে পুলিশ তাঁর কনভয় অন্য দিক দিয়ে ঘুরিয়ে নেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু মন্ত্রী তাতে রাজি হননি। পরে অবরোধের জেরে যানজটে গাড়ি আটকালে তিনি নেমে এক দলীয় সমর্থকের মোটরবাইকে চেপে ঘটনাস্থলে যান। ডেকে নেন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনাকেও।
বিস্তারিত...
রাজ্য ব্রহ্মপুত্র নদী কমিশনের সদস্যপদ চায়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
উত্তরবঙ্গে নদী-ভাঙন রোখার দায়িত্ব ‘ব্রহ্মপুত্র নদী কমিশন’-এর হাতে তুলে দেওয়ার দাবি জানাল রাজ্য সরকার। সেচমন্ত্রী মানস ভুঁইয়া সম্প্রতি উত্তরবঙ্গে এসে জানিয়েছিলেন, কেন্দ্রের পরিকল্পনা অনুসারে উত্তরবঙ্গের নদীগুলির ভাঙন এবং অন্যান্য সমস্যার উপরে নজরদারি এবং অর্থ বরাদ্দের দায়িত্ব ব্রহ্মপুত্র নদী কমিশনের। কাজেই কমিশনকে এই দায়িত্ব নিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্রহ্মপুত্র নদী কমিশনের সদস্য করার দাবি জানিয়ে মানসবাবু কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীকে চিঠিও দিয়েছেন। শুক্রবার উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পরে একই দাবি তোলা হয়েছে। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, ওই নদী কমিশনে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা সদস্য হিসাবে থাকলেও পশ্চিমবঙ্গের কেউ নেই। আগের বাম আমলেই উত্তরবঙ্গের নদী-ভাঙন সমস্যা মেটানোর জন্য ব্রহ্মপুত্র নদী কমিশনের কাছে অর্থ বরাদ্দের দাবি করা হয়েছিল। তবে কেন্দ্র কখনওই বিষয়টি আমল দেয়নি। কংগ্রেস-তৃণমূল জোট ক্ষমতায় আসার পরে সেচমন্ত্রী মানস ভুঁইয়া ফের এ ব্যাপারে উদ্যোগী হন। মানসবাবুর যুক্তি, উত্তরবঙ্গের কুলিক থেকে তিস্তা, অধিকাংশ নদীই ব্রহ্মপুত্রে গিয়ে মিশেছে। কাজেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সেই কমিশনের সদস্য করা হোক।
বিস্তারিত...
তৃণমূলের পুরবোর্ড থেকে সরে গেল কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
রাজ্যে জোট-জটিলতায় নতুন মাত্রা যোগ করল খড়গপুর। ‘দুর্নীতি’র অভিযোগ এনে খড়গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড থেকে সমর্থন তুলে নিল কংগ্রেস। তৃণমূল ২০১০-এর পুর-নির্বাচনের পর থেকে ওই পুরসভার বোর্ড চালাচ্ছিল। বাইরে থেকে সমর্থন করছিল কংগ্রেস। ৩৫ আসনের পুরসভায় তৃণমূলের কাউন্সিলর ১৫ জন। কংগ্রেসের টিকিটে জিতে-আসা কাউন্সিলরের সংখ্যা ১২। কংগ্রেসের সমর্থন না-পেলে পুরবোর্ডে সংখ্যালঘু হয়ে পড়ার কথা তৃণমূলের। ইতিমধ্যে আবার দুই বাম কাউন্সিলর এবং এক নির্দল কাউন্সিলর কংগ্রেস-শিবিরেই যোগ দিয়েছেন। এই মুহূর্তে তাই পুরসভায় তৃণমূল ও কংগ্রেস দু’পক্ষই ১৫-১৫। আর রয়েছেন ৪ বাম ও এক বিজেপি কাউন্সিলর। তাঁদের উপরে অনেকখানিই নির্ভর করবে বোর্ডের ভবিষ্যৎ। সমর্থন তুললেও কংগ্রেস নেতৃত্ব অবশ্য এখনই অনাস্থা আনার ব্যাপারে কিছু বলেননি। তবে স্থানীয় সূত্রের খবর, অদূর ভবিষ্যতে কংগ্রেস অনাস্থা প্রস্তাব এনে তৃণমূলের বোর্ড ফেলে দিতে পারে। সে ক্ষেত্রে ৪ বাম কাউন্সিলরের সমর্থনও ‘গুরুত্বপূর্ণ’ হয়ে দাঁড়াবে। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব সমর্থন তুলে নেওয়ার কথা বললেও প্রদেশ নেতৃত্ব অবশ্য ওই পুরসভায় আপাতত অনাস্থা প্রস্তাব না-আনারই ‘নির্দেশ’ দিয়েছেন।
বিস্তারিত...
তিন বার খাতা দেখার পরেও নিয়োগ ঝুলে
নুরুল আবসার • কলকাতা
পরীক্ষা দিয়েছেন এক বার। খাতা দেখা হয়েছে তিন বার। কিন্তু তাতেও চাকরি মেলেনি প্রার্থীদের। হাওড়া জেলায় প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে জটিলতা কিছুতেই কাটছে না। এতে প্রার্থীরা যেমন হতাশ, তেমনই প্রাথমিক স্কুলে শিক্ষকের অভাবও পূরণ হচ্ছে না। ২০১০ সালের শেষে জেলা প্রাথমিক স্কুল সংসদ লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের ভিত্তিতে চাকুরিপ্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলেছিল। পরীক্ষা দিয়েছিলেন ২৯ হাজার প্রার্থী। তার পরে গত এক বছর ধরে কখনও আদালতের রায়ে, কখনও বিভাগীয় মন্ত্রীর নির্দেশে পরীক্ষার্থীদের উত্তরপত্র বার বার খতিয়ে দেখা হয়েছে। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে হাওড়াতেও শিক্ষক নিয়োগ করার জন্য জেলা প্রাথমিক স্কুল সংসদ বিজ্ঞাপন দেয় ২০০৯-এর গোড়ায়। তখন মোট শূন্য পদ ছিল ১৮৭৪। শূন্য পদের ১৫ গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষায় ডাকে সংসদ। লিখিত পরীক্ষা হয় ২০১০-এর ৬ জুন। লিখিত পরীক্ষার পরে শূন্য পদের পাঁচ গুণ প্রার্থীকে জুলাই-অগস্ট মাসে সাক্ষাৎকারে ডাকা হয়। সাক্ষাৎকারে ডাক পাননি এমন কয়েক জন প্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেন। আদালত নির্দেশ দেয়, সবার উত্তরপত্র খতিয়ে দেখতে হবে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কমিশনের ক্যালেন্ডারে
ক্ষোভ কমাতে ভুল স্বীকার
দক্ষিণবঙ্গ
ক্ষতিপূরণে কেন হস্তক্ষেপ
করব, প্রশ্ন হাইকোর্টের
জাতীয় পতাকা উল্টো,
‘শো-কজ’ করা হল
মহকুমা ভূমি-কর্তাকে
বর্ধমান
প্রতিমার শোলার সাজ
জোটে না শোলাগ্রামেই
কার জমিতে আবাসন, অসঙ্গতি মেয়র
ও চেয়ারম্যানের বক্তব্যে
পুরুলিয়া
অনুষ্ঠান নিয়ে
সংঘর্ষ তৃণমূলে
প্রজাতন্ত্র দিবসে
মাতল বলরামপুর
মুর্শিদাবাদ
দুষ্কৃতীদের তাণ্ডবের নালিশ সীমান্তের চাষিদের
জাতীয় পতাকা না
তোলায় বিক্ষোভ
মেদিনীপুর
বন্ধ মাটি-পরীক্ষাগার
চালুর উদ্যোগ পশ্চিমে
রেলশহরে খুনের
ঘটনায় গ্রেফতার ৩
কলকাতা
২৬.৬/১৪.৫
আজকের দিনে
• ১৯৮৬:
অভিনেত্রী শ্রুতি
হাসানের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.