|
|
|
|
জাতীয় পতাকা না তোলায় বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
গত বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা না তোলার অভিযোগে নবগ্রাম ব্লকের দু’টি পঞ্চায়েত ভবনে এবং ওই ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী পরিদর্শকের কার্যালয় শুক্রবার তালাবন্দি করে বিক্ষোভ দেখায় কংগ্রেস ও তৃণমূল সমর্থকেরা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী পরিদর্শক জিয়াউল ইসলাম বলেন, “বহরমপুর ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী পরিদর্শকের স্থায়ী দায়িত্ব ছাড়াও নবগ্রাম ব্লকের অতিরিক্ত দায়িত্ব রয়েছে আমার উপরে। এ কারণে বহরমপুর কার্যালয়ে আমি নিজে জাতীয় পতাকা উত্তলন করতে পারলেও একই সময়ে অন্য মহকুমায় থাকা নবগ্রামের কার্যালয়ে আমার পক্ষে হাজির থাকা সম্ভব হয়নি। সেটি সম্ভব হবে না জেনেই এক শিক্ষাবন্ধুকে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের জন্য গত বুধবার আগাম নির্দেশ দিয়েছিলাম। তার পরও এমন দুঃখজনক ঘটনা কেন ঘটল তার খোঁজ নিচ্ছি।” নবগ্রামের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিপিএমের প্রদ্যুৎকুমার মণ্ডল বলেন, “আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় ওই দিন পঞ্চায়েত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা যায়নি।” ওই ব্লকের কিরীটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের প্রধান সিপিএমের সুন্দরী সাধুখাঁ বলেন, “এমন ঘটনা ঘটে যাওয়ার জন্য দুঃখিত। তবে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।’’ নবগ্রামের কংগ্রেস নেতা গুড্ডু যাদবের অভিযোগ, “প্রজাতন্ত্র দিবসে পঞ্চায়েত ভবনে জাতীয় পতাকা তোলা হয়নি। তা ছাড়াও ওই প্রধান ৬টি সরকারি শিশু গাছ অবৈধ ভাবে বিক্রি করে দিয়েছেন। এ কারণেও এ দিন তাঁকে ঘেরাও করা হয়।” প্রধান বলেন, ‘‘৩টি গাছ কাটার বদলে ঠিকাদারর কেন ৬টি গাছ কেটেছে তার তদন্ত শুরু হয়েছে।” |
|
|
|
|
|