উত্তরবঙ্গ |
রাজ্য ব্রহ্মপুত্র নদী কমিশনের সদস্যপদ চায় |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: উত্তরবঙ্গে নদী-ভাঙন রোখার দায়িত্ব ‘ব্রহ্মপুত্র নদী কমিশন’-এর হাতে তুলে দেওয়ার দাবি জানাল রাজ্য সরকার। সেচমন্ত্রী মানস ভুঁইয়া সম্প্রতি উত্তরবঙ্গে এসে জানিয়েছিলেন, কেন্দ্রের পরিকল্পনা অনুসারে উত্তরবঙ্গের নদীগুলির ভাঙন এবং অন্যান্য সমস্যার উপরে নজরদারি এবং অর্থ বরাদ্দের দায়িত্ব ব্রহ্মপুত্র নদী কমিশনের। কাজেই কমিশনকে এই দায়িত্ব নিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্রহ্মপুত্র নদী কমিশনের সদস্য করার দাবি জানিয়ে মানসবাবু কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীকে চিঠিও দিয়েছেন। |
|
সড়ক দুর্ঘটনা বাড়ছে
অনুপরতন মোহান্ত, বালুরঘাট: রাস্তা চওড়া হয়েছে। বাড়ছে যানবাহনের গতিও। পাল্লা দিয়ে
বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনাও। তাতেই উদ্বিগ্ন দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ-প্রশাসন।
২০১১ সালে জেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে ২৮৬টি। মৃত্যু হয়েছে
১২৬ জনের। জখম হয়েছেন
৩২৯ জন। তার আগের বছরে মৃতের সংখ্যা ছিল ৯০ জন। দুর্ঘটনা ঘটেছিল ২৫০টি। সেই
তুলনায়
২০০৯ সালে সারা বছরে পথ দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছিল। দুর্ঘটনা উত্তরোত্তর বাড়তে
থাকায় উদ্বিগ্ন
দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিরন্তন নাগও। |
|
কমিশনের
ক্যালেন্ডারে |
|
|
যাত্রী সেজে উঠে লুঠপাট |
বাসেই মৃত্যু চালকের |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
‘এতদিন আসেননি কেন?’ প্রশ্নের মুখে অশোক ঘোষ |
|
নিলয় দাস, ঢেকলাপাড়া (বীরপাড়া): বাগান বন্ধ হওয়ার পরে জনপ্রতিনিধি থেকে ইউনিয়নের নেতারা কী ভাবে তাঁদের অবহেলা করেছেন তা ঢেকলাপাড়ার শ্রমিকদের কাছে শুনলেন ইউটিইউসি’র রাজ্য সাধারণ সম্পাদক অশোক ঘোষ। শুক্রবার তিনি ওই চা বাগানে গেলে শ্রমিকেরা আরএসপি’র ট্রেড ইউনিয়ন এবং জনপ্রতিনিধিদের সম্পর্কে ক্ষোভ জানান শ্রমিকেরা। দলের তরফে ত্রুটি স্বীকার করে উত্তেজনা সামাল দেন অশোকবাবু। শ্রমিকদের তিনি বলেন, “বাগানের শ্রমিকদের পাশে আমরা ছিলাম। মাঝে ব্যবধান বেড়ে যাওয়াটা ভুল হয়েছিল। তা না হলে আপনারা আমাদের ছেড়ে যেতেন না।” |
|
সঞ্জয় চক্রবর্তী, শিলিগুড়ি: এক দিনমজুরের আড়াই বিঘা জমি দখল করে বিক্রির অভিযোগে কংগ্রেস পরিচালিত মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী বাগের স্বামী স্যামুয়েল বাগ ওরফে টাইগারের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। মাটিগাড়া থানার পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের নেহালুজোত এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগকারীর নাম বিদ্যাধর সিংহ। প্রায় দেড় দশক ধরে তিনি টাইগারের ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। এমনকী, বিদ্যাধর সিংহের কাছ থেকে সাড়ে তিন বিঘা জমি কিনেই ইটভাটা তৈরি করেছিলেন টাইগার। |
জমি দখল করে বিক্রি,
মামলা রুজু পুলিশের |
|
ধসায় বিপন্ন আলু খেত,
উদ্বেগ বাড়ছে চাষিদের |
অমিল রান্নার
গ্যাস, ক্ষোভ |
|
টুকরো খবর |
|
সংস্কৃতি যেখানে যেমন |
|
চিত্র সংবাদ |
|
|