টুকরো খবর
স্কুলের করণিক ধৃত
সরকারি টাকা তছরুপে অভিযুক্ত হাইস্কুলের করণিককে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের নাজিরপুর হাইস্কুলের ঘটনা। ধৃতের নাম দিলীপ চৌধুরী। গত বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই অভিযোগে রমেন মালি নামে ওই স্কুলের নৈশ প্রহরীকে পুলিশ গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক প্রণবকিশোর সাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ দাবি করেছে। স্থানীয় হরেন বর্মন পুলিশের কাছে লিখিত অভিযোগ করে জানিয়েছেন, তাঁর ছেলে অষ্টম শ্রেণির পড়ুয়া রামকৃঞ্চ বর্মনের নাম ওই স্কুলের ছাত্রাবাসে নথিভুক্ত রয়েছে। অথচ রামকৃষ্ণ লাগোয়া খাঁপুর হাইস্কুলের ছাত্র। এইভাবে ভুয়ো আবাসিক ছাত্র দেখিয়ে টাকা দীর্ঘদিন ধরে তছরুপ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপরই নাজিরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক, করণিক সহ ৬ জনের নামে মামলা করে তদন্তে নামে পুলিশ।

এসএলআর দিয়ে আত্মঘাতী জওয়ান
কর্তব্যরত এক বিএসএফ জওয়ান এসএলআর দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে মালদহের বামনগোলা থানার আদ্রাডাঙা সীমান্তে এই ঘটনাটি ঘটেছে। মৃত জওয়ানের নাম অশোক কুমার (২৪)। বাড়ি উত্তরপ্রদেশের কনৌজে। জেলার পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “কী কারণে ওই বিএসএফ জওয়ান আত্মহত্যা করেছে তা জানা যায়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।” পুলিশ সূত্রে জানা যায়, ৬৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান অশোক কুমার আদ্রাডাঙা বিওপিতে কাজ করতেন। বৃহস্পতি বার নাইট ডিউটি সেরে সহকর্মীর সঙ্গে সাইকেলে চড়ে ক্যাম্পে ফিরছিলেন। সেই সময় সাইকেল থামিয়ে হঠাৎই নিজের এসএলআর বুকে ঠেকিয়ে পরপর তিনটি গুলি করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ক্ষমতায় তৃণমূল
দলত্যাগী তিন সিপিএম সদস্যকে নিয়ে একটি গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখল করল তৃণমূল। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জাহাঙ্গিরপুর পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। গত ডিসেম্বর মাসে সিপিএমের দখলে থাকা পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। সেই সময় ওই তিনজন যোগ দেন বলেও তৃণমলের তরফে জানানো হয়েছে।

লুঠের চেষ্টা
তালা ভেঙে ব্যাঙ্কে ঢুকে লুঠের চেষ্টা করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে একটি গ্রামীণ ব্যাঙ্কের খোলটা শাখায়। বৃহস্পতিবার রাতে একদল দুস্কৃতি ওই ব্যাঙ্কের স্ট্রংরুমের তালা ভেঙ্গে ভেতরে ঢোকে। ব্যাঙ্কের ভল্ট ভেঙ্গে লুঠের চেষ্টাও করে তারা।

কোচবিহারের ব্যবসায়ীদের প্রতিনিধি দল কলকাতায়
বেহাল রাস্তা সংস্কার, লোডশেডিং বন্ধ করা সহ কয়েকদফা সমস্যা মেটাতে রাজ্যের অর্থমন্ত্রীর দ্বারস্থ হলেন ব্যবসায়ীরা। শুক্রবার কলকাতায় রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে দেখা করেন উত্তরবঙ্গের ব্যবসায়ী সংগঠন ফোসিনের সম্পাদক বিশ্বজিৎ দাস, দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামীর নেতৃত্বে ব্যাবসায়ীদের এক প্রতিনিধি দল। কলকাতায় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে ওই সব সমস্যা মেটানোর আর্জি জানান। দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, “অর্থমন্ত্রী প্রতিটি সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.