টুকরো খবর
অবরোধ
আলিপুরদুয়ারে পথ অবরোধ।
আলু বোঝাই ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রায় দেড়ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুদ্ধ এলাকাবাসী। শুক্রবার ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার শহর সংলগ্ন শোভাগঞ্জে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে যায়। পুলিশ জানায়, এ দিন সকালে শোভাগঞ্জ রেল সেতুর কাছে ট্রাকের ধাক্কায় রীনা বর্মনের (১৪) মৃত্যু হয়। সে কানুরাম বালিকা বিদ্যালয়ের ক্লাস নাইনে পড়ত। রীনা সাইকেলে আলিপুরদুয়ার শহরে প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফিরছিল। ট্রাকটি পিছন থেকে তাকে ধাক্কা মারে। ট্রাকটিকে পুলিশ আটক করেছে। চালক পলাতক। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকার বাসিন্দারা রাস্তায় হাম্প এবং রাস্তা চওড়া করার দাবিতে সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পথ অবরোধ করেন। মৃতার ভাই বিপ্লব বমর্ন বলে, “শোভাগঞ্জ এলাকায় পিছন থেকে একটি ট্রাক দিদিকে ধাক্কা মেরে পালিয়ে যায়।”

বিডিওকে স্মারকলিপি
ফাঁসিদেওয়ায় বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগের তালিকা বাতিল করা হল। শুক্রবার ফাঁসিদেওয়া সিডিপিও দফতরের সিলেকশন কমিটির একটি বৈঠকে ওই তালিকা বাতিল হয়েছে। সিলেকশন কমিটি সূত্রে তা জানানো হয়েছে। ওয়েষ্ট বেঙ্গল সোসাল ওয়েলফেয়ার বোর্ডের প্রতিনিধি চেয়ারপার্সন তথা সিলেকশন কমিটির সদস্য গৌরীশঙ্কর গোস্বামী জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কর্মী নিয়োগের জন্য ২০১০ সালে পরীক্ষা নিয়ে প্রার্থীদের যে তালিকা হয়েছিল, তা নিয়ে এলাকায় বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠায় নিয়োগ পদ্ধতি স্থগিত ছিল। নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিও উঠেছিল। এ দিন সিডিপিও দফতরে ওই বিষয়ে একটি বৈঠকে সর্বসম্মতিক্রমে আগের ওই তালিকা বাতিল করা হয়েছে। এ দিনের বৈঠকে হাজির ছিলেন গৌরিশঙ্করবাবু সহ নতুন কমিটির চেয়ারম্যান ফাঁসিদেওয়ার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী সুনীল তিরকি, ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমিক গঙ্গোপাধ্যায়, সিডিপিও অসীম ঘোষ।

ভোট নিয়ে বৈঠক
মহকুমার ছয়টি কলেজ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কলেজের অধ্যক্ষ ও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন মহকুমাশাসক। শুক্রবার সকালে মহকুমার শাসকের দফতরে ওই বৈঠক হয়। মহকুমা শাসক অমলকান্তি রায় জানান, আগামী ৪ ফ্রেবুয়ারি মহকুমার ছয় কলেজে ছাত্র সংসদের নির্বাচন হবে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য কলেজগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনের আগের দিন কলেজগুলিতে ১৪৪ ধারা জারি করা হবে। ওই দিন আলিপুরদুয়ার কলেজ, বিবেকান্দ কলেজ , কামাক্ষাগুড়ি কলেজ, জয়গাঁ ননীভট্টাচার্য কলেজ, বীরপাড়া এবং ফালাকাটা কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে।

ব্যাঙ্কে চুরির চেষ্টা
জানালার গ্রিল কেটে ঢুকে চুরির চেষ্টা করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর থানার গ্রামীণ ব্যাঙ্কের বেরুবারি শাখায়। ব্যাঙ্কের আলমারি তছনছ করে দুষ্কৃতীরা। তালা ভেঙ্গে স্ট্রং রুমের ভেতরে ঢুকে ভল্ট ভাঙার চেষ্টা করে তারা। জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন বলেন, “ব্যাঙ্কটিতে চুরির চেষ্টা হয়েছিল। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।” বৃহস্পতিবার রাতে চুরির চেষ্টা হলেও শুক্রবার সকালে তা ব্যাঙ্ক কর্তৃপক্ষের নজরে আসে।

প্রজাতন্ত্র দিবস
মহকুমা জুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল প্রজাতন্ত্র দিবস। বৃহস্পতিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমাশাসক অমলকান্তি রায়। প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন দফতরের ট্যাবলো বার হয়। সুবোধ সেন স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়ের তরফে ১৫জন ছাত্রছাত্রী প্যারেডেথ ড্রিল পরিবেশন করেন। রেলের তরফে আলিপুরদুয়ার জংশনে, বিশেষ সংশোধনাগার এবং আলিপুরদুয়ার ব্যবসায়ী সমিতির তরফে অনুষ্ঠান করা হয়েছে।

সেরা মুনলাইট ক্লাব
বেলাকোবার ‘প্রতাপ সঙ্ঘ’ ক্লাবের উদ্যোগে পরিচালিত দু’দিন ব্যাপী দিনরাতের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেলাকোবা মুনলাইট ক্লাব। রানার্স হয়েছে শিলিগুড়ির চামুন্ডা ইলেভেন ক্লাব। চামুণ্ডা প্রথম ব্যাট করে ৬২ রান সংগ্রহ করে। মুনলাইট ৫ উইকেটে জয়ী হয়। ম্যাচ অফ দ্য ম্যাচ হয় মুনলাইট ক্লাবের রিপন সরকার। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় চামুন্ডার পুচু রায়।

ক্ষতির মুখে আলু চাষিরা
রাজগঞ্জ ও বেলাকোবায় আলু খেতে ধসা রোগের প্রকোপ ছড়াচ্ছে বলে জলপাইগুড়ি জেলা কিসান ও খেত মজুর কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় চাষিদের আতঙ্ক তৈরি হয়েছে। সংগঠনের চেয়ারম্যান দুলাল দেবনাথ বলেন, “রাজগঞ্জ ব্লকের শিকারপুর, মান্তাদাড়ি ও সদর ব্লকে আলু খেতে ধসা রোগ শুরু হয়েছে। এখন যদি কৃষি দফতর রোগ ঠেকাতে ব্যবস্থা না নেয়, তাহলে আলু চাষিরা ক্ষতির মুখে পড়বেন।” কৃষি দফতরের তরফে জানানো হয়, সে ভাবে ধসা রোগের খবর পাওয়া যায়নি। তবে রোগ ছড়ালে কী করা উচিত এবং কী ওষুধ দরকার তা জানানো হচ্ছে।

অভিযানে গ্রেফতার ২
মদের আসর চালানোর অভিযোগে পুলিশি অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়াল বাগডোগরা থানার মসজিদপাড়াতে। ওই ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের একটি গাড়ি আটকে ভাঙচুরের চেষ্টা হয় বলে অভিযোগ। ২ পুলিশ কর্মী সামান্য জখম হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই এলাকায় জুয়া ও মদের আসর বসেছে বসে খবর পায় পুলিশ। অভিযান চালাতে গেলে দুটি মোটরবাইক রাস্তায় ফেলে দিয়ে পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা হয়। পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয় বলেও অভিযোগ। মোটরবাইক ২টি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

তৃণমূলের স্মারকলিপি
মদনবাড়ি চা বাগান দ্রুত খোলার দাবিতে শুক্রবার রাজগঞ্জের বিডিও’র কাছে স্মারকলিপি দিল ব্লক তৃণমূল শ্রমিক সংগঠন। পাশাপাশি, মাঝিয়ালি ও সুখানি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সংগঠনের নেতা তপন দে বলেন, “এই মাসের ১৮ তারিখ থেকে বাগান কর্তৃপক্ষ লকআউট ঘোষণায় করায় প্রায় তিনশো শ্রমিক অসহায় পড়েছেন। তাদের অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হচ্ছে। দ্রুত বাগান খোলার ব্যবস্থার দাবি জানানো হয়েছে। কাজ হারা ওই শ্রমিকদের ১০০ দিন প্রকল্পে কাজের ব্যবস্থা স্পেশাল জি আরের ব্যবস্থার দাবিও জানানো হয়েছে।”

দেহ উদ্ধার
শুক্রবার এনজেপি স্টেশন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করছে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হল জানতে তা ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.