মৎস্যজীবীদের ট্রলারে জলদস্যু হামলা, নিহত চার |
বঙ্গোপসাগর লাগোয়া সুন্দরবনের কেঁদোদ্বীপে ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারে হামলা চালাল বাংলাদেশি জলদস্যুরা। দস্যুদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারান ৪ মৎস্যজীবী। আহত বেশ কয়েকজন। আরও ১৪ জন মৎস্যজীবীকে অপহরণ করে নিয়ে যায় তারা। তবে ৫ জন জলদস্যুকে তাড়া করে ধরে ফেলে মৎস্যজীবীরা। জখম মৎস্যজীবীদের চিকিৎসার জন্য কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত অপহৃত মৎস্যজীবীদের কোনও খোঁজ নেই।
|
আজ ভোররাতে কলকাতার কালিকাপুরে সুদর্শন নস্কর নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে বেঁধে লুঠপাট চালায় ডাকাতেরা। নগদ ৭৩ হাজার টাকা ও ২০ ভরি সোনা নিয়ে চম্পট দেয় তারা। ঘটনার তদন্তে পূর্ব যাদবপুর থানার পুলিশ।
|
বর্ধমানে ফের আত্মঘাতী কৃষক |
বর্ধমানের কেতুগ্রামের কৌরিতে ফের আত্মঘাতী হলেন এক কৃষক। নাম ভূতনাথ পাল। ফসল বিক্রি করতে না পারায় অবসাদে ভুগছিলেন তিনি। আর্থিক অনটনও চলছিল। রাত থেকে নিখোঁজ ছিলেন ভূতনাথবাবু। আজ সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে কেতুগ্রাম থানার পুলিশ।
|
আজ সকাল ৬.৩০ নাগাদ বেহালার এক বেকারিতে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু যন্ত্রপাতি। তবে এই ঘটনায় কেউ হতাহত হয় নি।
|
জামালপুর এক্সপ্রেস থেকে লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার করল রেল পুলিশ। এই ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে জিআরপি। |