l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
ডায়মন্ড হারবারে ছাত্র খুনে শুরু রাজনৈতিক তরজা
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার
ডায়মন্ড হারবারের পঞ্চগ্রামে স্কুলছাত্র মাসুদ হোসেন লস্কর খুনের ঘটনায় রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে। তাতে বাড়তি মাত্রা যোগ হয়েছে বুধবার দুপুরে পাশের চৌসা গ্রাম থেকে মোয়াজ্জেম শেখ (৪০) নামে এক কংগ্রেস সমর্থকেরও রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায়।মাসুদ খুনের ঘটনায় মূল অভিযুক্ত, স্থানীয় বাসুলডাঙা পঞ্চায়েতের কংগ্রেস উপপ্রধান হাফিজুদ্দিন মোল্লার আত্মীয় হলেন মোয়াজ্জেম। নিহত ছাত্র মাসুদের বাবা ইলিয়াস লস্কর-সহ তাঁর পরিবারের সকলের বিরুদ্ধে থানায় ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেছেন মোয়াজ্জেমের বাবা আনোয়ার আলি শেখ। দু’টি খুনের ঘটনায় কংগ্রেস ও সিপিএম যেমন পরস্পরের বিরুদ্ধে আঙুল তুলেছে, তেমনই জড়িয়ে গিয়েছে তৃণমূলের নাম।বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র এ দিন বলেন, “বিধানসভার ভিতরে ও বাইরে আমরা মাসুদ-খুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাব।” এ দিন সকালে সূর্যবাবুর নেতৃত্বে মাসুদদের বাড়িতে যান সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী, ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ি প্রমুখ নেতারা। মাসুদের বাবা সূর্যবাবুকে বলেন, “সিপিএম করি বলেই আমাদের উপরে এই আক্রমণ চালিয়েছে তৃণমূল ও হাফিজউদ্দিনের দলবল। ওরাই আমার ছেলেকে তুলে নিয়ে গিয়ে খুন করে খালে ফেলে দেয়।”
বিস্তারিত...
বৃদ্ধা খুনে ধৃত আরও ১, পুলিশের দাবি ঘিরে প্রশ্ন
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন
অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেণু সরকার খুনের ঘটনায় তারাপীঠ থেকে আটক করা তিন জনের মধ্যে মঙ্গল সাহানিকে গ্রেফতার করল পুলিশ। সেই গ্রেফতারি ও পুলিশের দাবিকে ঘিরেই উঠল একাধিক প্রশ্ন। খুনের ঘটনায় বাড়ল আরও ধোঁয়াশা।বীরভূমের পুলিশ সুপার হৃষিকেশ মিনা বৃহস্পতিবার দাবি করেন, “চুরি করতে গিয়ে বাধা পেয়েই রেনুদেবীকে খুন করেছে বলে মঙ্গল জেরার মুখে পুলিশের কাছে স্বীকার করেছে। মঙ্গলের সঙ্গে অবশ্য আরও একজন ছিল। তার খোঁজ করা হচ্ছে।” বৃহস্পতিবার বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষ ধৃতকে পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। কলকাতার ভবানীপুরের বাসিন্দা ওই বৃদ্ধা শুক্রবার রাতে শান্তিনিকেতনের বাড়িতে খুন হওয়ার পরে পুলিশ বাড়ির কেয়ারটেকার উজ্জ্বল তপাদারকে গ্রেফতার করেছিল। সেই সময়ও পুলিশ সুপার দাবি করেছিলেন, জেরায় তাঁদের কাছে উজ্জ্বল খুন করার কথা স্বীকার করেছেন। ওই খুনের ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, বা খুনের উদ্দেশ্য কী তা তদন্ত করে দেখা হচ্ছে। আবার এ দিন মঙ্গলও খুনের কথা কবুল করেছে জানানোয় নিহত বৃদ্ধার পরিবারের সদস্যদের মনেও নানা প্রশ্ন জেগেছে।
বিস্তারিত...
‘দুর্ঘটনা’ দেখিয়েই বিষ-মদে মৃত্যুর ক্ষতিপূরণ
শুভাশিস ঘটক • কলকাতা
দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরে চোলাই মদ খেয়ে মৃতদের পরিজনকে ক্ষতিপূরণের প্রায় সাড়ে তিন কোটি টাকা দেওয়া হবে ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’র ত্রাণ তহবিল থেকে। জেলাশাসককে সেই মর্মেই নির্দেশ দেওয়া হয়েছে। মগরাহাটের ওই বিষমদ-কাণ্ডে মৃত ১৭২ জনের পরিবারপিছু দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা গত ১৫ ডিসেম্বর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বুধবার ৩ কোটি ৪৪ লক্ষ টাকা দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে পাঠিয়ে দিয়েছে সরকার। জেলাশাসক নারায়ণস্বরূপ নিগম বৃহস্পতিবার বলেন, “নির্দেশটি পেয়েছি। দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের খাত থেকে এই টাকা দেওয়া হবে।” এত দিন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, নৌকাডুবি, অগ্নিকাণ্ড, বাস দুর্ঘটনা, সাপের কামড় বা বজ্রপাতের মতো কিছু ক্ষেত্রে প্রাণহানি বা আঘাতপ্রাপ্তির ঘটনায় রাজ্য সরকার ওই ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ মিটিয়েছে। কোন কোন ক্ষেত্রে এই তহবিল ব্যবহার করা যায়, তার তালিকাও রয়েছে রাজ্যের হাতে।
বিস্তারিত...
শীতের বাজার ভরে উঠেছে নানা শাকসব্জিতে। কী নেই সেই ভাণ্ডারে! উদাহরণের
সালতামামিতে না গিয়ে সোজা ঢুকে পড়া যাক
আপনার রান্নাঘ
র-এ। ঘটে যাক
স্বাদবদল
। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর নিয়ে
সংবাদের হাওয়াবদল
।
ট্রেনে পাওয়া ২৩ লাখ ফেরালেন সাফাইকর্মী
নিজস্ব সংবাদদাতা • মালদহ
অভাবের তাড়নায় হেঁসেল ছেড়ে উদয়াস্ত ট্রেনের কামরা সাফাইয়ের চাকরি নিতে হয়েছে যাঁকে, সেই বিধবা মহিলাই ২৩ লক্ষ টাকা ভর্তি ব্যাগ পেয়ে হেলায় তা তুলে দিলেন রেলকর্তাদের হাতে। সীমা রাই নামে ওই সাফাইকর্মীর সততার প্রশংসা তাই শোনা যাচ্ছে রেলকর্তাদের মুখে। আর সীমাদেবীর কথায়, “সংসারে যত অভাবই থাকুক, আমি কোনও পাপ করতে পারব না। সারা জীবন না হয় লড়াই করব!” বৃহস্পতিবার সকালে মালদহ স্টেশনের অদূরে ক্যারেজ ওয়াগন শেডে গৌড় এক্সপ্রেস সাফাই করার সময় প্রথম শ্রেণির বাতানুকূল কামরার একটি ক্যুপ থেকে ওই ব্যাগটি পান সীমাদেবী। মালদহের ডিআরএম রবীন্দ্র গুপ্ত বলেন, “আমার ডিভিশনের এক জন সাফাইকর্মী যে দৃষ্টান্তমূলক সততা দেখিয়েছেন, তাতে আমাদের সকলের মাথা উঁচু হয়ে গিয়েছে। আমি গর্বিত। সততার জন্য সীমাদেবীকে পুরস্কৃত করা হবে।” বর্তমানে ওই টাকা মালদহ রেল পুলিশের হেফাজতে রয়েছে। রেল পুলিশের আইসি সুজিত ঘোষ জানান, রাত পর্যন্ত কোনও যাত্রী ওই টাকা দাবি করেননি।
বিস্তারিত...
জমি ও স্বেচ্ছাশ্রমে দুই গ্রামকে
জুড়ে দিলেন বাসিন্দারাই
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম
এত দিন দুই গ্রামের মধ্যে যোগাযোগের উপায় বলতে ছিল একমাত্র আলপথ। তা না হলে প্রায় ৪ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হত। এই অবস্থায় কেতুগ্রামের দুই গ্রামের মধ্যে যোগাযোগ সহজ করতে স্বেচ্ছায় জমি ও শ্রম দিয়ে রাস্তা তৈরি করলেন বাসিন্দারা। কেতুগ্রামের এহিয়াপুর গ্রাম থেকে দধিয়া গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার লম্বা ও ৯ ফুট চওড়া মাটির রাস্তা তৈরি করেছেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা জানান, দধিয়া গ্রামে রয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল। অন্য দিকে, এহিয়াপুর গ্রামে রয়েছে ডাকঘর। তাই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রয়েছে নিত্য যাতায়াত। এছাড়া ফি-বছর মাঘ মাসে শুল্ক পঞ্চমীতে দধিয়া গ্রামে মেলা ঘিরে ভিড় জমান এহিয়াপুরের বাসিন্দারা। এই অবস্থায় একমাত্র আলপথ দিয়ে যাতায়াতে সমস্যায় পড়ছিলেন বাসিন্দারা। তাছাড়া আলপথ ব্যবহার না করলে ঘুরতে হত প্রায় ৪ কিলোমিটার রাস্তা। বেশ কিছু দিন ধরেই এই অবস্থার পরিবর্তন চাইছিলেন দুই গ্রামের বাসিন্দারাই। তাঁরা তৃণমূলের পালটিয়া অঞ্চল সভাপতি খায়রুল জামালের কাছে রাস্তা চওড়া করার দাবি জানান। খায়রুল বলেন, “এর পরে আমরা বাসিন্দাদের স্বেচ্ছায় জমি দিতে বলি। তাঁদের কাছে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি তৈরি করার প্রস্তাব দেওয়া হয়।”
বিস্তারিত...
দলের ‘রাশ’ দীপক সরকারের হাতেই
বরুণ দে • মেদিনীপুর
অন্যতম সম্ভাব্য ‘প্রতিদ্বন্দ্বী’ তরুণ রায় ‘ফেরার’। তরুণবাবুর অনুগামীরাও সে ভাবে ‘সক্রিয়’ নন। ফলে, সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক হিসাবে দীপক সরকারের পুনর্নির্বাচিত হওয়া শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছেন দলের জেলা নেতৃত্বের বড় অংশই। আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে জেলা সম্মেলন। সম্মেলন হবে মেদিনীপুর শহরে। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। শেষ দিন প্রকাশ্য সমাবেশে উপস্থিত থাকার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। প্রথামাফিক জেলা সম্মেলনে সাংগঠনিক রদবদলের বিশেষ কোনও সম্ভাবনা দেখছেন না দলের অধিকাংশ নেতা-কর্মীই। তাঁদের এই ধারণা আরও পোক্ত হয়েছে জোনালস্তরের সম্মেলন-পর্ব শেষ হওয়ার পরে। কোথাও বড় কোনও রদবদল হয়নি। স্ব-পদে থেকে গিয়েছেন দীপক-অনুগামীরা। অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডে থেকে শুরু করে তপন ঘোষ, সুকুর আলি, শ্যাম পাণ্ডের মতো বিতর্কিতরা ‘ফেরার’ থেকেও পুনর্নির্বাচিত হয়েছেন জোনাল কমিটির সম্পাদক বা সদস্য হিসাবে।
বিস্তারিত...
ধান কেনায় গতি নেই, মাথাচাড়া ফড়েদের
রাজদীপ বন্দ্যোপাধ্যায় • বাঁকুড়া
রাজ্য সরকার ধান কেনার জন্য সমবায়গুলিকে এখনও সে ভাবে মাঠে নামাতে না পারায় ফড়েরাজ মাথাচাড়া দিয়েছে। চালকলগুলির মাধ্যমে ধান কেনার কাজও নানা কারণে গতি পায়নি। ফলে ফড়েদের কাছেই চাষিরা সরকার নির্ধারিত সহায়ক মূল্যের কমেই ধান বিক্রি করছেন। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে বাঁকুড়া জেলাতেও এই ছবি দেখা যাচ্ছে। ধান কেনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বামপন্থী কৃষক সংগঠনগুলি ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছে। একই দাবি নিয়ে সরব হয়েছে তৃণমূলের শরিক কংগ্রেসও। তৃণমূল নেতাদের একাংশও ক্ষুব্ধ। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনেরও নাজেহাল অবস্থা। বাঁকুড়া জেলার খাদ্য নিয়ামক শংকরনারায়ণ বাঁকুড়া’র আশ্বাস, “কিছু সমবায় সমিতি ধান কেনা শুরু করেছে। আরও সমবায়ের মাধ্যমে ধান কেনার চেষ্টা করা হচ্ছে।” ধান কেনার পরিস্থিতি যে কী ভয়াবহ তা জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া পরিসংখ্যানে স্পষ্ট। বাঁকুড়ার উপ মুখ্য কৃষি অধিকর্তা অনন্ত হাজরা বলেন, “এ বার জেলায় ১৮ লক্ষ হেক্টরের বেশি ধান উৎপাদন হয়েছে।” সেখান বিক্রির হাল কেমন?
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ভাওয়াইয়া কমিটিতে বাদ সুখবিলাস, ক্ষুব্ধ কংগ্রেস
ঝঞ্ঝা-বৃষ্টিতে কাঁপুনি
বাড়ছে উত্তরে
দক্ষিণবঙ্গ
বসিরহাটে চোলাইয়ের
বিরুদ্ধে অভিযানে ধৃত ২
সাহাগঞ্জে ইটভাটায়
‘আটক’ শ্রমিকদের
উদ্ধার করল প্রশাসন
বর্ধমান
অভিযানে উদ্ধার হাজার
লিটার চোলাই, ধৃত ৩
চার মাস বন্ধ জুট কারখানা,
ক্ষোভ শ্রমিক-কর্মীদের
পুরুলিয়া
৬ ছাত্রের নামে পরোয়ানা
জারি করতে পুলিশের
আর্জি খারিজ
দুর্ঘটনায় মৃত্যু, ট্রাকে
আগুন সিউড়িতে
মুর্শিদাবাদ
ধান কিনেছিল চালকল,
‘বাউন্স’ করে গেল চেক
ফুলিয়ার কাছে
ফের রেল দুর্ঘটনা
মেদিনীপুর
তাজপুরে চলছেই
অবৈধ নির্মাণকাজ
গড়বেতায় সিপিএম
কার্যালয় খুলতে ‘বাধা’
কলকাতা
২৬.৩/১৯.১
আজকের দিনে
•
১৯৬০:
উনিশবার এভারেস্ট
জয়ী নেপালী পর্বতারোহী
আপা শেরপার জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.