মাত্র ১২ দিনের মাথায় ফের রেল দুর্ঘটনা হল পূর্ব রেলের রানাঘাট-শান্তিপুর শাখায়। শান্তিপুরের প্রফুল্লনগর রেলগেটের কাছে ফুলিয়াগামী একটি লোকাল ট্রেনের সঙ্গে ধাক্কা লাগল একটি লরির। বৃহস্পতিবার দুপুরে পৌনে একটা নাগাদ এই দুর্ঘটনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানি না ঘটলেও লোকাল ট্রেনটির চালকের কেবিনের সামনের একটি জানলা ভেঙে যায়। ট্রেনের সামনের অংশে সামান্য চিড়ও ধরেছে বলে রেল সূত্রের খবর।
গত ৭ জানুয়ারি শান্তিপুরের ফুলিয়াতেই স্টেশনে দাঁড়িয়ে থাকা আপ শান্তিপুর লোকালকে ধাক্কা দেয় শিয়ালদহগামী ডাউন শান্তিপুর লোকাল। বিপদ বুঝে দুর্ঘটনা বাঁচাতে গিয়ে মারা যান রেলকর্মী পূর্ণেন্দু মণ্ডল। ফুলিয়ার মানুষের মন থেকে সেই স্মৃতি মোছার আগেই ফের এই দিন আবার এই দুর্ঘটনা হল। এলাকায় এর জেরে আতঙ্ক ছড়িয়েছে।
শিয়ালদহ শাখার ডিআরএম সুচিত্ত দাস বলেন, “বৃহস্পতিবারের ঘটনায় বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কেউ আহতও হননি। শুধু ট্রেনের সামনের একটি কাচের জানলায় ফাটল ধরেছে। ট্রেনের গায়ে চিড়ও ধরেছে। বড়সর কোনও ক্ষতি না হলেও কোনওরকম ঝুঁকি না নিয়ে ওই ট্রেনটি শান্তিপুর পৌঁছনোর পরে সঙ্গে সঙ্গে সেটিকে আর ডাউন ট্রেন হিসেবে চালানো হয়নি। ওই ডাউন শান্তিপুর লোকালটি বাতিল করে দেওয়া হয়। তারপর থেকে অবশ্য ট্রেন চলাচল স্বাভাবিক।” |
রেল সূত্রের খবর, এই দুর্ঘটনার পরে লরিটি এক পাশে ছিটকে পড়ে। লাইনের ধারে রাখা বালিতে গিয়ে আটকে যায় সেটি। লরিটির পিছন দিকটি ভেঙে গিয়েছে।
এই দিন বেলা ১২টা ৫২ নাগাদ আপ লোকাল ট্রেনটি আসার সময়ে রেললাইনের উপরেই উঠে আসে ওই লরিটি। রেলেরই ডবল লাইন করার কাজ চলছিল ওই এলাকায়। সেই কাজেই পাথর নিয়ে এসে ফেলার পরে খালি লরিটি ঘোরানোর সময়ে ওই বিপত্তি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরির পিছনের কিছুটা অংশ রেললাইনের উপরে উঠে যায়। প্রত্যক্ষদর্শী পঙ্কজ সরকার বলেন, “লরির খালাসি লাইনের পাশেই ছিলেন। ট্রেনটি আসতে দেখে তিনি নিজের নীল সোয়েটার খুলে নাড়াতে থাকেন ট্রেন চালকের দৃষ্টি আকর্ষণের জন্য। ট্রেন চালকও লরিটিকে দেখতে পেয়েছিলেন। ট্রেনের গতি তিনি কমিয়ে দিলেও শেষ পর্যন্ত ধাক্কা এড়াতে পারেননি।”
রেল সূত্রে জানা গিয়েছে, প্রায় মিনিট সাতেক ট্রেনটি ওখানে দাঁড়িয়ে থেকে চলে যায়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “ট্রেনটি কালীনারায়ণপুর ছাড়ার পরে ফুলিয়ার কাছে রেললাইনের উপরে উঠে আসা লরিটিকে ধাক্কা দেয়। তবে তাতে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।” |