|
|
|
|
দুর্ঘটনায় মৃত্যু, ট্রাকে আগুন সিউড়িতে |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ট্রাকে আগুন লাগানোর ঘটনা ঘটল সিউড়ির খটঙ্গা এলাকার রণপুরে। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ সিউড়ি-আমজোড়া রাস্তায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম সুবোধ চক্রবর্তী (৫৫)। বাড়ি খটঙ্গার লাঙ্গুলিয়া গ্রামে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রহরীর কাজ করতেন। স্থানীয় লোকজনের দাবি, খটঙ্গা এলাকায় ময়ূরাক্ষী নদীতে বেশ কয়েকটি বালি ঘাট আছে। বালি নিতে আসা ট্রাকগুলি বেপরোয়া ভাবে চলাচল করে। এ দিনের দুর্ঘটনার কারণও তাই। তা ছাড়া, অতিরিক্ত বালি বোঝাইয়ের কারণে রাস্তার অবস্থাও শোচনীয়। ভূমি ও ভূমি সংস্কার দফতরে জানিয়েও লাভ হয়নি। |
|
ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়। |
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সাইকেলে করে সুবোধ চক্রবর্তী কর্মস্থল থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় রণপুরে একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ওই ট্রাকটিকে বাসিন্দারা ধরতে না পারলেও অন্য একটি বালির ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এর পরে ক্ষুব্ধ লোকজন উপযুক্ত ক্ষতিপূরণ ও বালিঘাট সংক্রান্ত সমস্যা মেটানোর দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। দমকল দফতরের কর্তব্যরত অফিসার দিলীপকুমার ঘোষাল বলেন, “সন্ধ্যা ৭টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।” পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধারের পরেই বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয়েছে। তবে যে ট্রাকে আগুন ধারানো হয়েছে, বেগতিক দেখে চালক ও খালাসি পালিয়ে যায়। জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক শ্যামাশিস রায় বলেন, “ওই এলাকায় বালি ঘাটের সমস্ত পারমিট অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দেওয়া হয়েছে। ওই রাস্তা দিয়ে যাতে কোনও বালির গাড়ি যাতায়াত না করে সে ব্যাপারে সংশ্লিষ্ট দফতর ও পুলিশকে দেখার জন্য বলা হয়েছে।” ওভারলোডিং সংক্রান্ত যে অভিযোগ, সে ব্যাপাকরে তিনি বলেন, “মাঝে মধ্যে অভিযান চালানো হয়।” |
|
|
|
|
|