|
|
|
|
দুবরাজপুরে ফের ছিনতাই, পুলিশের ভূমিকায় ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ে ছিনতাইকারীদের কবলে পড়লেন এক গয়না ব্যবসাসীয়। টাকা-পয়সা, গয়না কেড়ে নেওয়ার পরে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে দুবরাজপুর থানা এলাকার, নিরাময় যক্ষা হাসপাতালের কাছে। গত ছ’মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার সোনার ব্যবসায়ীরা ছিনতাইকারীদের কবলে পড়লেন। স্বাভাবিক ভাবে পুলিশ প্রশাসনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবকণ্ঠ রুজ সদাইপুর থানা এলাকার যাত্রা এলাকায় একটি দোকান চালান। বুধবার বিকেল পৌনে ৫টা নাগাদ তিনি দোকান বন্ধ করে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। নিরাময় যক্ষা হাসপাতালের কাছাকাছি আসতে তিনি বুঝতে পারেন, কেউ তাঁর পিছু নিয়েছে। ঠিক মতো বুঝে ওঠার আগেই বাইকে থাকা দুষ্কৃতীরা তাঁকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে দেবকণ্ঠবাবু বাইক থেকে পড়ে যান। সেই সময় দুই দুষ্কৃতী তাঁর ঘাড়ে আঘাত করে বাক্স ভেঙে জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।” দেবকণ্ঠবাবুর কথায়, “এত তাড়াতাড়ি ঘটনাটি ঘটে, আমার কিছু করার ছিল না।” প্রায় একই কায়দায় দুবরাজপুর শহরের মধ্যে গত ১৭ ডিসেম্বর রাতে আক্রান্ত হয়েছিলেন অসীম সেন নামে এক সোনার ব্যবসায়ী। অসীমবাবুও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুষ্কৃতীর মারে জখম অসীমবাবুকে সিউড়ি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।গত বছর জুলাই মাসে নিরাময় যক্ষা হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময়ে আক্রান্ত হয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ী কাঞ্চন দাস। এ ক্ষেত্রে তাঁর সঙ্গে থাকা জিনিসপত্র কেড়ে নিয়েছিল। পাশাপাশি তাঁকে বেঁধে রেখে চাবি নিয়ে দুবরাজপুরের দোকানে অবাধে লুঠপাট চালিয়েছিল দুষ্কৃতীরা। প্রত্যেক ক্ষেত্রে থানায় অভিযোগ হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও ঘটনার কিনারা না হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ী, এলাকাবাসী। বাসিন্দাদের দাবি, অবিলম্বে দুষ্কৃতী দলের সন্ধান করে তাদের গ্রেফতার করতে হবে। |
|
|
|
|
|