|
|
|
|
জাতীয় সড়কে লোহা বোঝাই ট্রাকে ছিনতাই, ধৃত আরও ১ |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
মোরগ্রাম-রানিগঞ্জ জাতীয় সড়কে সিউড়ি ও মহম্মদবাজার থানা এলাকায় লোহা বোঝাই একাধিক ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আরও এক ‘রিসিভার’কে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার নানুর থানার খুজুটিপাড়া থেকে মহসিন শেখ ওরফে বাবলু শেখ নামে ‘রিসিভার’কে গ্রেফতার করা হয়। পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী মহসিন শেখের গুদাম থেকে ৬-৭ টন রড উদ্ধার হয়েছে। আজ, শুক্রবার বাবলুকে সিউড়ি আদালতে হাজির করানো হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছিনতাই চক্রে জড়িত অভিযোগে পুলিশ মঙ্গলবার দুই ‘রিসিভার’-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছিল। ধৃতদের বুধবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক সকলকেই তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ধৃতদের মধ্যে দুই ‘রিসিভার’ হলেন সিউড়ির হোটেল ব্যবসায়ী প্রফুল্ল চৌধুরী এবং কড়িধ্যার হার্ডওয়্যার ব্যবসায়ী হিমাংশু ঘোষ। বাকি তিন জন হল মহম্মদবাজারের শেওড়াকুড়ির উজ্জ্বল বাগদি, বাটের বাঁধ গ্রামের লালন শেখ এবং কাপিষ্ঠা-নবগ্রামের প্রশান্ত প্রামাণিক। তিন ‘রিসিভারে’র কাছ থেকে ১৭-১৮ টন রড ও প্রায় তিন লক্ষ টাকা উদ্ধার হয়েছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফারহাত আব্বাস বলেন, “প্রফুল্ল চৌধুরী ও হিমাংশু ঘোষকে জিজ্ঞাসাবাদ করে মহম্মদবাজার থানার ওসি কল্যাণ প্রসাদ মিত্র ও পুলিশ কর্মীরা হিমাংশু ঘোষের গুদাম থেকে কয়েক টন রড উদ্ধার করেছে। আর ওই তিন ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করে সিউড়ি থানার আইসি মীরজামীর কাসেম এবং দুই পুলিশ অফিসারের চেষ্টায় বৃহস্পতিবার নানুর থেকে শেখ মহসিনকে গ্রেফতার করে।” পুলিশের দাবি, ট্রাক ভর্তি রড ছিনতাইয়ের ঘটনায় আরও অনেকে জড়িত আছে। তাঁদের খোঁজে তল্লাসি চলছে। |
|
|
|
|
|