টুকরো খবর |
ট্রেনে বেঁহুশ যুবক উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাট স্টেশন থেকে এক যুবককে বেঁহুশ অবস্থায় উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই যুবককে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করে রেল পুলিশ। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সাধারণ কামরা থেকে ওই যুবককে বেঁহুশ অবস্থায় কে বা কারা রামপুরহাটের ২ নম্বর প্ল্যার্টফর্মে নামিয়ে দিয়ে যায়। খবর পেয়ে রেল পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে এ দিন সকাল সাড়ে ৭টায় হাসপাতালে ভর্তি করেন। যুবকটির আনুমানিক বয়স পঁয়ত্রিশ বছর। তার কাছ থেকে ১৮ জানুয়ারি বেলকোবা স্টেশন থেকে শিয়ালদহ যাওয়ার একটি ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে। রামপুরহাট মহকুমা হাসপাতালের চিকিৎসক অরিন্দম চট্টোপাধ্যায় জানান, যুবকটিকে কোন মাদকজাতীয় খাবার খাওয়ানো হয়েছিল। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। রেল পুলিশের অনুমান, কাঞ্চনকন্যা এক্সপ্রেসে তাঁকে মাদক মেশানো খাবার খাইয়ে সঙ্গে থাকা জিনিসপত্র লুঠ করা হয়েছিল।
|
বিদেশি টাকা উদ্ধার, ধৃত ৩ |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
বিদেশি টাকা বিক্রি করতে এসে রামপুরহাটে ধরা পড়ল এক যুবক-সহ তিনজন। ধৃতরা তিনজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। ধৃত হুমায়ুন শেখের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার হিরণপুরে। তার সঙ্গী গয়ারাম সাহাও হিরণপুরের বাসিন্দা। অন্যজন মোহন সাহার বাড়ি রাজমহল থানার নিমগাছিতে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে রামপুরহাট বাসস্ট্যাণ্ড লাগোয়া একটি লজ থেকে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে পুলিশ তুরস্ক, জিম্বাবোয়ে, যুগোস্লাভিয়া ও আমেরিকার প্রচুর টাকা ও তার ‘ফটোকপি’ উদ্ধার করেছে। বিদেশি টাকা ও তার ফটোকপিগুলি আসল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রামপুরহাট আদালতে বৃহস্পতিবার ধৃতদের তোলা হলে আদালত তাদের পাঁচ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।
|
বহিষ্কৃত ১২ কলেজ পড়ুয়া |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
কলেজের ছাত্রাবাসে অশালীন কাজ করার অভিযোগে ১২ জন ছাত্রকে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিল কলেজ কর্তৃপক্ষ। সিউড়ি বিদ্যাসাগর কলেজের ছাত্রাবাসের ঘটনা। কলেজের অধ্যক্ষ লক্ষ্মীনারায়ণ মণ্ডল বলেন, “ছাত্রাবাসে অশালীন কাজের অভিযোগ শোনা যাচ্ছিল। বুধবার গভীর রাতে ছাত্রাবাসে গিয়ে এর প্রমাণ মিলেছে। বৃহস্পতিবার কলেজের শৃঙ্খলা রক্ষ্য কমিটি ওই ছাত্রদের ছাত্রাবাস ছাড়ার নোটিশ দেয়।” তিনি জানান, ওই ছাত্রদের শুক্রবার সকাল ১০টার মধ্যে ছাত্রাবাস ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ছাত্ররা দ্বিতীয় ও তৃতীয় বর্ষের। যদিও ওই ছাত্রদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
|
নালার দাবি |
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল |
গ্রামের রাস্তায় জল নিকাশি নালা তৈরি করতে হবে। এই দাবি তুলেছেন খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের বহড়াটিকুলি গ্রামের বাসিন্দারা। প্রায় সাতশো বাসিন্দার বাস এই গ্রামে। তাঁদের দাবি, নিকাশি নালার অভাবে বর্ষাকালে তো বটেই এমন কী বছরের অন্যান্য সময়েও রাস্তায় জল জমে চলাচলের অসুবিধা হয়। বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েতকে জানিয়েও কোন লাভ হয়নি। সম্প্রতি তৃণমূল এ ব্যাপারে পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দিয়েছে। পঞ্চায়েত প্রধান সিপিএমের পবন অঙ্কুর বলেন, “ওই এলাকায় নিকাশি নালার প্রয়োজনীয়তা রয়েছে। বাসিন্দাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।”
|
স্নানঘাটের দাবি |
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল |
এলাকার পুকুরগুলির স্নানঘাট বাঁধানোর দাবি তুলল তৃণমূল। তাদের অভিযোগ, খয়রাশোলের কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে পুকুরগুলির ঘাট না বাঁধানোয় বাসিন্দারা সমস্যায় পড়ছেন। অনেকে পুকুরে নামতে গিয়ে পড়ে গিয়ে চোট পাচ্ছেন। সিপিএম পরিচালিত কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের প্রধান পবন অঙ্কুর বলেন, “অনেক পুকুরঘাট বাঁধানোর জন্য দরপত্র ডাকা হয়েছে। কিছু ক্ষেত্রে কাজও শুরু হওয়ার মুখে।” তাঁর অভিযোগ, কিছু ক্ষেত্রে এলাকার বাসিন্দাদের একাংশ বাধা দিচ্ছেন। তাই কাজে গতি আনা সম্ভব হচ্ছে না।
|
আবেদন পত্র বিলি |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
নানাবিধ সরকারি প্রকল্পের জনকল্যাণমুখী কর্মসূচী প্রচার করে আবেদনপত্র বিলি করা হল। বুধবার বিকালে বোলপুর ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরপুরে জনসচেতনতা বাড়ানোর এই প্রচার কর্মসূচি ছিল। বাসিন্দাদের কিষাণ ক্রেডিট কার্ড, একশো দিনের কাজের প্রকল্প, স্বল্পমূল্যে বিদ্যুৎ সংযোগ, ব্যক্তিগত উপভোক্তা প্রকল্প-সহ একাধিক বিষয়ে আবেদন পত্র বিলি করা হয়। |
|