l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আরও একটা নতুন বছর! আরও কিছু নতুন জায়গার বর্ণনা, ঝুলিতে আরও কিছু নতুন অভিজ্ঞতা— ঘোরা, দেখা, ছবি তোলা আর অবশ্যই খাওয়াদাওয়া। সব কিছু মিলিয়ে এ বছরের প্রথম মাসে বিদেশের তিনটি শহরের বিশেষ বিবরণ নিয়ে
‘বিদেশ বিভুঁই’
। আর আছে
‘উত্তরের ভেনিস’
স্টকহোমের গল্প— ছবিতে।
ভিন্ন ধর্মে বিয়ে, সহকর্মীদের
‘হেনস্থা’য় স্কুলছাড়া শিক্ষিকা
অরিন্দম সাহা • কোচবিহার
ভিন্ন ধর্মে বিয়ে করায় সহকর্মীদের একাংশের হেনস্থার মুখে পড়ে প্রায় তিন মাস ধরে এক জন শিক্ষিকা স্কুলে যেতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমিতে। ওই শিক্ষিকার নাম ইলোরা ঘোষ। সহকর্মীদের হেনস্থার হাত থেকে তাঁকে বাঁচাতে গিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকেও সহকর্মীদের রোষের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। স্কুল সূত্রের খবর, কলকাতার দমদমের বাসিন্দা ইলোরাদেবী ২০০৬ সালে সুনীতি অ্যাকাডেমি স্কুলে বাংলার শিক্ষিকা হিসাবে যোগ দেন। তাঁর প্রথম বিয়ে টেকেনি। বিচ্ছেদের পরে ২০০৯ সালে তিনি কলকাতার একটি মাদ্রাসার শিক্ষক তাজগের আলিকে বিয়ে করেন। তার পর থেকে কয়েকজন সহকর্মী তার উপর নানা ভাবে মানসিক নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ। এখন তিনি ছুটিতে রয়েছেন।
বিস্তারিত...
অভিযোগ, আন্দোলন বামফ্রন্টের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
ক্ষমতা দখলের পরে সাত মাস কেটেছে। তা সত্বেও শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের উন্নয়নমূলক কাজকর্মে রাজ্য সরকার কোনও গতি আনতে পারেনি বলে অভিযোগ করল দার্জিলিং জেলা বামফ্রন্ট। মঙ্গলবার শিলিগুড়িতে ওই অভিযোগ তুলে জানুয়ারি ও ফেব্রুয়ারি, দু’মাস ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের কর্মসূচির কথা ঘোষণা করেছেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব। বামফ্রন্টের দার্জিলিং জেলা আহ্বায়ক অশোক ভট্টাচার্য বলেন, “৮ মাসের সরকার সব কাজ করে দেবে সেটা আমরাও আশা করি না। কিন্তু এই সরকার কেবল প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। গত কয়েক মাসে এই সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করতে এক লক্ষ কোটি টাকা দরকার। অথচ কৃষকেরা ধান, আলুর লাভজনক দর পাচ্ছেন না। কৃষকেরা আত্মহত্যা করছে। লাগাতার আন্দোলন চালিয়ে মানুষের কাছে এই সরকারের প্রকৃত চেহারা তুলে ধরা হবে।”
বিস্তারিত...
পরস্পরের বিরুদ্ধে হামলার
অভিযোগ সিপিএম-তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
তৃণমূল কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে বর্ধমানের জিয়ার-বড় কাশিয়াড়া গ্রামে। এই ঘটনায় জখম তিন তৃণমূল সমর্থককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করে সিপিএমের পাল্টা দাবি, ওই দিন তৃণমূলের হামলায় তাদেরই ১২ জন সমর্থক জখম হয়েছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হাসপাতালে ভর্তি, তৃণমূলের ছাত্র নেতা সুশান্ত পালের অভিযোগ, “চাষিদের কাছ থেকে সরকার নির্ধারিত দামে ধান কেনা, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদির প্রতিবাদে সিপিএম রাজ্যের গ্রামীণ এলাকায় আজ, বুধবার বন্ধ ডেকেছে। রবিবার এই বন্ধের সমর্থনে সিপিএম একটি মিছিল করে এলাকায়। সোমবার তৃণমূলের পক্ষ থেকে এর বিরোধিতা করে পাল্টা মিছিল করা হয় ওই গ্রামে। বড় কাশিয়াড়ার পাথরপুকুরের কাছে মিছিলটি পৌঁছলে সিপিএমের শতাধিক সমর্থক ওই হামলা চালায়।”
বিস্তারিত...
দুর্ঘটনা কমাতে স্বতন্ত্র ট্রাফিক
পরিকাঠামো কমিশনারেটের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
নতুন বছরের শুরু থেকেই পৃথক ট্রাফিক পরিকাঠামো গড়ার কাজ শুরু করে দিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এখন থেকে স্থানীয় থানার নিয়ন্ত্রণে নয়, ট্রাফিক পুলিশ কাজ করবে স্বতন্ত্রভাবে। এছাড়া এলাকায় পথ দুর্ঘটনা এড়াতে জরিমানা আদায়ের পাশাপাশি ট্রাফিক বিধি নিয়ে মানুষকে লাগাতার সচেতন করতে উদ্যোগী হয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ। মঙ্গলবার দুর্গাপুরে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে এক সচেতনতা মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দ-সহ পুলিশের অন্যান্য পদাধিকারিরা। এ দিন ট্রাফিক সপ্তাহ পালন অনুষ্ঠানে পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, “মানুষ সচেতন না হলে দুর্ঘটনার হার কমানো যাবে না। তাই ধারাবাহিকভাবে সচেতনতা গড়ে তোলার কাজ চলবে।”
বিস্তারিত...
এসএসসি-র ফর্ম সংগ্রহ ঘিরে ধুন্ধুমার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
সময় শেষ হয়ে গিয়েছে বলে ফেরানো চলবে না, লাইনে দাঁড়ানো সবাইকেই ফর্ম দিতে হবে। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরীক্ষার ফর্ম বিলির প্রথম দিন, মঙ্গলবার এই দাবি ঘিরেই বিক্ষোভে উত্তাল হল মেদিনীপুর। কিন্তু দিনের নির্দিষ্ট সময় পেরিয়ে গিয়েছে, এই ‘যুক্তি’তে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ফর্ম দিতে রাজি হননি। এতে বিক্ষোভ আরও বাড়তে থাকে। সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশ ও আরআইবি জওয়ানদের। এরই মধ্যে মাওবাদীদের নাম করে কেউ একটা বলে ওঠেন, ‘ওদের হুমকিতে কাজ হত’। ব্যস, আর যায় কোথায়! ক্ষিপ্ত হয়ে ওঠেন জওয়ানেরা। শুরু করেন তুমুল লাঠিচার্জ। তাতে তিন বিক্ষোভকারী আহত হন। এর পরেই শুরু হয় অবরোধ। দীর্ঘক্ষণ অবরোধ চলে। যানজটের সৃষ্টি হয়। শহরের পথে বেরোনো মানুষ চরম সমস্যায় পড়েন। ঘুরপথে যাতায়াত করতে হয়।
বিস্তারিত...
চার কিশোরের দেহ মিলল খালে
শুভাশিস সৈয়দ • রানিতলা
ভগবানগোলায় বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মোষমারা খালের পাশে মঙ্গলবার সকালে পাওয়া গেল চার কিশোরের দেহ। সুকুমার মণ্ডল (১৭), হরিপদ মণ্ডল (১৬) রাজু মণ্ডল (১৫) এবং বাবু শেখ (১৫)--সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ ওই চার জনকেই গরু ‘পাচারকারী’ বলে দাবি করেছে। স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেও প্রায় একই তথ্য মিলেছে। সীমান্তরক্ষীদের (বিএসএফ) দাবি, কোনও বাবে মোষমারা খালের জলে তলিয়ে গিয়েই মারা গিয়েছে তারা। তবে মৃতদেহগুলিতে অবশ্য জলে ডোবার কোনও লক্ষণ দেখা যায়নি। আবার, তাদের শরীরে মেলেনি গুলির কোনও স্পষ্ট চিহ্নও। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার বলেন, “ওই চার জনের দেহ পড়ে থাকার খবর সোমবার রাতেই বিএসএফ দিয়েছিল। তবে এলাকাটি বেশ দুর্গম। তাই সে রাতে আর যাওয়া যায়নি। মঙ্গলবার সকালে রানিনতলার পুলিশ গিয়ে দেহগুলি নিয়ে আসে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দয়ের করা হয়েছে। তবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়।”
বিস্তারিত...
ব্লক অফিস ঘেরাও পাথর শ্রমিকদের
নিজস্ব সংবাদদাতা • নলহাটি ও রামপুরহাট
এ বার জটিলতা নলহাটি পাথর শিল্পাঞ্চলে। পাথর শিল্পাঞ্চলে ক্রাশারে পাথর বোঝাই করা নিয়ে শ্রমিক-মালিক বিরোধে মঙ্গলবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠল নলহাটি ১ ব্লক অফিস চত্বর। ওই জট কাটাতেই তখন চলছিল প্রশাসনিক বৈঠক। মীমাংসাসূত্র বেরনো তো দূর অস্ত, বরং বিরোধের জেরে বৈঠকই কার্যত ভন্ডুল হয়ে যায়। ব্লক অফিসে অবস্থান-বিক্ষোভে বসেন দু’টি শ্রমিক সংগঠনের সদস্যেরা। রাত পর্যন্ত অফিসে ঘেরাও হয়ে থাকেন বিডিও এবং পাথর মালিক সংগঠনের প্রতিনিধিরা। আটকে আছেন শ্রমিক সংগঠনের নেতারাও। মালিক পক্ষের অভিযোগ, আলোচনা চলাকালীন শ্রমিক সংগঠনের কিছু সদস্য মালিকদের মারধর করেন। এই নিয়ে মালিক পক্ষ নলহাটি থানায় অভিযোগ দায়ের করেছে। নিরাপত্তার দাবিতে থানায় অবস্থান করছেন মালিক পক্ষের কিছু প্রতিনিধি।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
নিহত কর্মীর পরিবারের
পাশে মুকুল
পড়ুয়ার অভাব
বাংলা মাধ্যমে
দক্ষিণবঙ্গ
হাবরায় রেলের হকার
উচ্ছেদ অভিযান নির্বিঘ্নেই
রাস্তার হাল খারাপ,
সমস্যায় নিত্যযাত্রী
বর্ধমান
সংস্কার হয় না স্টেডিয়াম
পাম্প না চলায় অসুবিধা
সেচে, সমস্যায় চাষিরা
পুরুলিয়া
মাওবাদী হানায় হত,
দেওয়া হল ক্ষতিপূরণ
ডিম ও চাল পাচারের
অভিযোগ ধৃত কর্মী-
সহায়িকার জামিন মঞ্জুর
মুর্শিদাবাদ
হাঁসুয়ার কোপ দিয়ে
স্ত্রীকে খুন কান্দিতে
মহিলার অনুরোধে
দুল ফেরাল ডাকাত
মেদিনীপুর
অনিয়মের অভিযোগে ভর্তি
স্থগিত ঝাড়গ্রামের স্কুলে
সিপিএম নেতার বাড়িতে
আগুন, দোকানে লুঠপাট
কলকাতা
২৬.১/১৭.৪
আজকের দিনে
• ১৯৩৫:
মার্কিন মুষ্টিযোদ্ধা
ফ্লয়েড প্যাটারসনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এ সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.