উত্তরবঙ্গ |
ভিন্ন ধর্মে বিয়ে, সহকর্মীদের‘হেনস্থা’য় স্কুলছাড়া শিক্ষিকা |
|
অরিন্দম সাহা, কোচবিহার: ভিন্ন ধর্মে বিয়ে করায় সহকর্মীদের একাংশের হেনস্থার মুখে পড়ে প্রায় তিন মাস ধরে এক জন শিক্ষিকা স্কুলে যেতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমিতে। ওই শিক্ষিকার নাম ইলোরা ঘোষ। সহকর্মীদের হেনস্থার হাত থেকে তাঁকে বাঁচাতে গিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকেও সহকর্মীদের রোষের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ।
স্কুল সূত্রের খবর, কলকাতার দমদমের বাসিন্দা ইলোরাদেবী ২০০৬ সালে সুনীতি অ্যাকাডেমি স্কুলে বাংলার শিক্ষিকা হিসাবে যোগ দেন। |
|
নিহত কর্মীর পরিবারের পাশে মুকুল |
গৌর আচার্য, মারনাই: পুলিশের সামনেই যথেচ্ছ বোমা-গুলি ছুঁড়ে গ্রাম পঞ্চায়েতের তলবি সভা ভেস্তে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়। মঙ্গলবার সকালে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুকুলবাবু ইটাহারে রিয়াজুদ্দিনের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে ৫০ হাজার টাকা তুলে দেন। সেখানে দলের নেতা-কর্মীরা তাঁর সামনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তা শোনার পরে মুকুলবাবুও পুলিশের একাংশের ভূমিকার সমালোচনা করেন। |
|
|
বঞ্চনায় জোটবদ্ধ বাসিন্দারা |
৩ মাস ধরে বন্ধ পেনশন |
|
দমকলকেন্দ্র গড়ার কাজ
থমকে, ক্ষুব্ধ হরিশ্চন্দ্রপুর |
মমতার নির্দেশে
আশায় গ্রাহকরা |
|
সরকারি প্রতিনিধিদল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
অভিযোগ, আন্দোলন বামফ্রন্টের |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: ক্ষমতা দখলের পরে সাত মাস কেটেছে। তা সত্বেও শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের উন্নয়নমূলক কাজকর্মে রাজ্য সরকার কোনও গতি আনতে পারেনি বলে অভিযোগ করল দার্জিলিং জেলা বামফ্রন্ট। মঙ্গলবার শিলিগুড়িতে ওই অভিযোগ তুলে জানুয়ারি ও ফেব্রুয়ারি, দু’মাস ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের কর্মসূচির কথা ঘোষণা করেছেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব। বামফ্রন্টের দার্জিলিং জেলা আহ্বায়ক অশোক ভট্টাচার্য বলেন, ৮ মাসের সরকার সব কাজ করে দেবে সেটা আমরাও আশা করি না। |
|
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: রাজ্যের সরকার অনুমোদিত স্কুলে পঞ্চম শ্রেণিতে ছাত্রছাত্রীদের ভর্তি করানোর জন্য অভিভাবকদের ছোটাছুটির অন্ত নেই। আসন সংখ্যার তুলনায় ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হওয়ায় তা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ-আন্দোলনও চলছে। একদম উল্টো ছবি ডুয়ার্সের আলিপুরদুয়ারে। সেখানে বাংলা মাধ্যমের একাধিক স্কুলের পঞ্চম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য যথেষ্ট সংখ্যক পড়ুয়ার দেখা মিলছে না। এমনও স্কুল রয়েছে, যেখানে পঞ্চম শ্রেণিতে এখনও একজন পড়ুয়াও ভর্তি হতে চেয়ে আবেদন করেনি। |
পড়ুয়ার অভাব
বাংলা মাধ্যমে |
|
সততায় পুরস্কৃত চালক |
টুকরো খবর |
|
|
|
|