ব্যর্থতায় সরব অশোক
অভিযোগ, আন্দোলন বামফ্রন্টের
ক্ষমতা দখলের পরে সাত মাস কেটেছে। তা সত্বেও শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের উন্নয়নমূলক কাজকর্মে রাজ্য সরকার কোনও গতি আনতে পারেনি বলে অভিযোগ করল দার্জিলিং জেলা বামফ্রন্ট। মঙ্গলবার শিলিগুড়িতে ওই অভিযোগ তুলে জানুয়ারি ও ফেব্রুয়ারি, দু’মাস ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের কর্মসূচির কথা ঘোষণা করেছেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব। বামফ্রন্টের দার্জিলিং জেলা আহ্বায়ক অশোক ভট্টাচার্য বলেন, “৮ মাসের সরকার সব কাজ করে দেবে সেটা আমরাও আশা করি না। কিন্তু এই সরকার কেবল প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। গত কয়েক মাসে এই সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করতে এক লক্ষ কোটি টাকা দরকার। অথচ কৃষকেরা ধান, আলুর লাভজনক দর পাচ্ছেন না। কৃষকেরা আত্মহত্যা করছে। লাগাতার আন্দোলন চালিয়ে মানুষের কাছে এই সরকারের প্রকৃত চেহারা তুলে ধরা হবে।” এই ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “চৌত্রিশ বছরে কী হয়েছে তা মানুষ বুঝেছেন বলেই ওঁদের ছুটি দিয়েছেন। ওঁরা অন্তত দশটা বছর চুপ করে থাকলেই ভাল করবেন।
পাহাড় ও ডুয়ার্সে শান্তি ফিরেছে। জোর গতিতে উন্নয়নের কাজ চলছে। তা বাধা সৃষ্টির চেষ্টা মানুষ বরদাস্ত করবেন না। তবে আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার সকলেরই রয়েছে। ওঁরা চাইলে করতে পারেন। আমার শুভেচ্ছা রইল।” আজ, বুধবার কৃষক সভার ডাকা কৃষি ধর্মঘটে সামিল হচ্ছে দার্জিলিং জেলা বামফ্রন্ট। কৃষকদের দাবিকে সমর্থন জানিয়ে ১০ জানুয়ারি শিলিগুড়ি শহরে মিছিল করবেন বামেরা। শিলিগুড়ি শহরে উন্নয়নের দাবিতে ১৬ জানুয়ারি এসজেডিএ অভিযান করা হবে। পঞ্চায়েত এবং পুরসভাগুলিকে রাজ্য সরকার গুরুত্বহীন করে রাখছে অভিযোগ তুলে ৬ ফেব্রুয়ারি শিলিগুড়িতে আলোচনা সভার ডাক দেওয়া হয়েছে। ওই সভায় রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র আসবেন। ডাকা হবে উত্তরবঙ্গের ৬ জেলার সভাধিপতিদের। অশোকবাবু বলেন, “রাজ্যের নয়া সরকার এত রকমের বিষয় নিয়ে কথা বলছে অথচ কৃষকদের প্রতি কোনও নজর নেই। ফসলের দাম না-পেয়ে কৃষকেরা আত্মহত্যা করলেও রাজ্য সরকার পুরোপুরি নীরব।” কংগ্রেস তৃণমূল জোট অবশ্য রাজ্যের বেহাল কৃষির জন্য বামফ্রন্টের ৩৪ বছরের শাসনকালকে দায়ী করেছেন। প্রাক্তন পুরমন্ত্রীর দাবি, “আমাদের শাসনকালে কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেনি। কৃষকের আত্মহত্যা রোধ করতে রাজ্য সরকারকে দায়িত্ব নিতেই হবে।” পাহাড় নিয়ে তৃণমূল ও মোর্চার ‘গটআপ’ চলছে বলে অভিযোগ করল দার্জিলিং জেলা বামফ্রন্ট। তাঁদের অভিযোগ, জিটিএ চুক্তি হলেও রাজ্য সরকার প্যাকেজে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করা হচ্ছে না। নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে না। সিপিআই এবং সিআইডি ইদানিং নানা মামলার তদন্তে তৎপরতা দেখালেও গোর্খা লিগ নেতা মদন তামাং খুনের মামলায় কোনও অগ্রগতি হচ্ছে না। বরং এই মামলায় এক অভিযুক্ত পুলিশের হেপাজত থেকে গা ঢাকা দিয়েছেন। অন্যজন খুন হয়েছেন। বামেরা এই দুটি ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা করছে। প্রাক্তন পুরমন্ত্রী বলেন, “না-হলে কেন মদন তামাং খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না।” মদন তামাংয়ের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার বলে দাবি করেন তিনি। সাংবাদিক বৈঠকে প্রবীণ সিপিএম নেতা অনিল সাহা, জীবেশ সরকার, নুরুল ইসলাম ছিলেন।

—নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.