বেহাল সেচে বিপাকে চাষি
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
বেহাল সেচ ব্যবস্থা নিয়ে বিপাকে জলপাইগুড়ির নগর বেরুবারি গ্রাম পঞ্চায়েতের কৃষকেরা। আশেপাশে সবকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় শীতকালে প্রচুর রবিশস্য উপন্ন হলেও সেচের অভাবে বেরুবারির কৃষকেরা কিছুই করতে পারছেন না। এই ব্যাপারে সরব নগর বেরুবারি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং বিরোধী দলনেতা। সমস্যার সমাধানে রাজ্য সরকারের পক্ষ থেকে ভরতুকি দিয়ে পাম্প সেট বিলির দাবি তুলেছেন তাঁরা। পঞ্চায়েতের প্রধান সিপিএমের প্রমীলা বর্মন এবং বিরোধী দলনেতা কংগ্রেসের নতিবর রহমান বলেন, “কৃষি দফতর এবং সেচ দফতরে আমাদের এলাকার কৃষকদের সেচের সমস্যার কথা জানিয়েছি। প্রয়োজনে কৃষকদের একজোট করে আন্দোলনে নামা হবে।” কৃষকেরা জানান, এই এলাকায় অল্প মাটি খুঁড়ে জল পাওয়া যায় না। গভীর কুয়ো খুঁড়লে জলের সন্ধান মেলে। সরকার থেকেও সমস্যা সমাধানের জন্য কোনও ব্যবস্থা হয়নি। কৃষকদের সংগঠন দীনবন্ধু ফার্মার্স ক্লাবের সদস্য সংখ্যা ২২৭ জন। এই ক্লাবের সম্পাদক অষনা রায় বলেন, “সেচ না-থাকায় কেউ চাষ করতে পারেন না। সদর ব্লকের কৃষি আধিকারিক নবেন্দু বসাক বলেন, “কৃষি দফতর থেকে ভরতুকিতে কৃষকদের পাম্প সেট দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এলাকার কৃষকেরা সমবেত ভাবে চাইলে তা পেতে পারেন।”
|
হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার ১১
নিজস্ব সংবাদদাতা • হরিশ্চন্দ্রপুর |
জুয়া ও চোলাইয়ের ঠেকে হানা হানা দিয়ে ৬ ব্যবসায়ী সহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুরে। পুলিশ জানায়, ধৃতদের মধ্যে ইটভাটার এক মালিক রয়েছেন। জুয়ার ঠেক থেকে ১০৪১৫ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পানপাতার পাইকারি এক ব্যবসায়ীর বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসত। কিছু ব্যবসায়ী ওই ঠেকের সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ। এ দিন রাতে ওই আসরে হানা দিয়ে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে ৬ জনকে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।
|
দাবি দ্বিতীয় রেল গেটের
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
হলদিবাড়ি শহরে থাকা রেলগেটে যানজট থাকায় বাসিন্দারা দুর্ভোগে পড়ছেন। পুরসভার চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ বলেন, “আমরা রেল দফতরের কাছে হলদিবাড়ি স্টেশনের দক্ষিণ অংশে আর একটি রেলগেট তৈরির জন্যে দাবি জানিয়েছি।” রেল দফতরের এনজেপি এরিয়া ম্যানেজার পার্থ শীল জানান, “রাজ্য সরকার চার কোটি টাকা বহন করলেই স্টেশনের দক্ষিণ অংশে রেলগেট তৈরি হতে পারে।”
|
আন্দোলন
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুর জেলায় প্রাথমিক শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ ও সংগঠনের প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকারের দাবিতে আন্দোলনে নামল ওয়েস্ট বেঙ্গল ডিএড অ্যাসোসিয়েশনের জেলা কমিটি। মঙ্গলবার দুপুরে সংগঠনের কয়েকশো সদস্য রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক অফিসের সামনে এক ঘণ্টা বিক্ষোভ দেখান। জেলা সম্পাদক অরুণাভ শূর বলেন, “জেলার বিভিন্ন প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে নিয়োগে ডিএড প্রশিক্ষনপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া-সহ ৮ দফা দাবিতে আন্দোলনে নামা হল।” |