নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সরকারের তিন প্রতিনিধি মঙ্গলবার এখানে পৌঁছেছেন। প্রতিনিধি দলের প্রধান তথা উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মারজিৎ বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা-গবেষণার কাজে যাতে কোনও ভাবে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করবে রাজ্য। তাই সব পক্ষের সঙ্গে কথাবার্তা বলা হবে।” |
এ দিন দুপুরে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে পৌঁছে প্রথমে কর্মচারী সমিতির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। উপাচার্যের অপসারণের দাবিতে সমিতির লাগাতার অবস্থান-বিক্ষোভের জেরে উপাচার্য অরুণাভ বসু মজুমদার অফিসে ঢুকতে পারেননি। তা নিয়ে নানা মহলে হইচই হলে তিন সদস্যের কমিটি গড়া হয়। সেই মতো কমিটি দু’দিনের সফরে এসেছে। কমিটির তরফে ছাত্র পরিষদ, তৃণমূল কর্মচারী সমিতির প্রতিনিধিদের মতামত নেওয়া হয়। রাতে উপাচার্যের সঙ্গে নানা সমস্যা নিয়ে কথা বলেন কমিটির প্রতিনিধিরা।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সেখানে কারা কী ভাবে তাঁকে কাজ করতে বাধা দিচ্ছেন তা তুলে ধরেন উপাচার্য। পাশাপাশি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক দেবীপ্রসাদ বুট জানান, বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার জন্য উপাচার্য কেন
দায়ী, সে কথা তাঁরা কমিটির সামনে তুলে ধরেছেন। আজ, বুধবার কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত নানা মহলের প্রতিনিদিদের সঙ্গে কথা বলবেন। |