নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
গত তিন মাস ধরে পেনশন মিলছে না। মিলছে না অবসরকালীন নানা আর্থিক সুযোগ সুবিধেও। বারবার কর্তৃপক্ষের কাছে দরবার করেও কোনও লাভ না হওয়ায় এবারে আন্দোলনে নামলেন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে সংগঠনের কয়েকশো সদস্য টানা তিন ঘন্টা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জ ডিপো চত্বরে বিক্ষোভ দেখান। অ্যাসোসিয়েশনের তরফে নিগমের রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজারকে ঘেরাও করে তাঁর মাধ্যমে ম্যানেজিং ডিরেক্টরের কাছে স্মারকলিপিও পাঠানো হয়। পরে কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানুয়ারি মাসের মধ্যে বকেয়া পেনশন-সহ অবসরকালীন আর্থিক সুবিধা দেওয়া না হলে অ্যাসোসিয়েশনের তরফে ফ্রেব্রুয়ারি মাস থেকে রায়গঞ্জ ডিভিশনের অন্তর্গত উত্তর দিনাজপুর, দক্ষিন দিনাজপুর ও মালদহ জেলার নিগমের ৫টি ডিপোয় অনির্দিষ্টকালের জন্য ‘চাক্কা জ্যাম’ করার হুমকি দেওয়া হয়েছে। তার আগে আগামী ১৭ জানুয়ারি অ্যাসোসিয়েশনের সদস্যরা কলকাতায় মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়ে সমস্ত বিষয় জানাবেন বলেও এদিন অ্যাসোসিয়েশনের তরফে ঘোষণা করা হয়েছে। নিগমের রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার সুবীর দেবরায় বলেন, “অবসরপ্রাপ্ত কর্মীদের দাবি পূরণের এক্তিয়ার আমার নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।” অ্যাসোসিয়েশনের অভিযোগ, সংস্থার প্রায় ২৬০০ জন অবসরপ্রাপ্ত কর্মী গত অক্টোবর মাস থেকে পেনশন পাচ্ছেন না। এ ছাড়াও গত ২০০৮ সাল থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা গ্র্যাচুইটি, লিভ স্যালারি ও পেনশন বিক্রি বাবদ প্রায় ৩৫ কোটি টাকা পাচ্ছেন না। গত দু মাস ধরে বহু বার সমস্যার কথা নিগম কর্তৃপক্ষ ও রাজ্য সরকারকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে এদিন অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ তোলা হয়। অ্যাসোসিয়েশনের রায়গঞ্জ ডিভিশনের আহ্বায়ক পরিতোষ দেবনাথ বলেন, “গত তিনমাস ধরে পেনশন না পেয়ে আমরা চরম আর্থিক সঙ্কটের মুখে পড়েছি। টাকার অভাবে অনেকে চিকিৎসা করাতে পারছেন না। অবসরপ্রাপ্ত কর্মীদের সংসার চালানোই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সমস্যার কথা বহু বার কর্তৃপক্ষকে জানিয়ে কোনও লাভ না হওয়ায় আন্দোলনে নামা হল। জানুয়ারি মাসের মধ্যে বকেয়া পেনশন-সহ বিলি, পুনরায় পেনশন চালু এবং অবসরকালীন বকেয়া আর্থিক সুবিধা দেওয়া না হলে ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সরকারি বাসের চাক্কা জ্যাম করার সিদ্ধান্ত হয়েছে।” |