টুকরো খবর
মারধরের নালিশ
পশ্চিমবঙ্গ আদিবাসী ছাত্র সঙ্ঘের নেতাকে মারধরের অভিযোগ উঠল আদিবাসী বিকাশ পরিষদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটে হাসিমারা চৌপথীতে। মঙ্গলবার হ্যামিল্টনগঞ্জ বাজার এলাকায় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত একঘন্টা পথ অবরোধ করেন সঙ্ঘের সমর্থকরা। হাসিমারা আউট পোস্টের ওসি বিভূতিভূষণ বর্মন জানান, পশ্চিমবঙ্গ আদিবাসী ছাত্র সংঘের নেতা নবীন প্রকাশ কেরকেট্টাকে আদিবাসী বিকাশ পরিসদের সন্দীপ এক্কা সহ কয়েকজন মারধর করেন বলে লিখিত অভিযোগ জমা পড়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সঙ্ঘের রাজ্য সহ সভাপতি নৌসন বেগ বলেন, “এ দিন রাতে হাসিমারায় অটো ধরার জন্য দাঁড়িয়ে থাকা নবীনকে আদিবাসী বিকাশ পরিষদের নেতা সন্দীপ এক্কা ও তার দলবল মারধর করেন। নবীনবাবু শেষ বিধানসভা নিবার্চনে দাঁড়িয়েছিলেন। মারধরের সময় কেন সে বিধানসভা নিবার্চনে দাঁড়িয়েছিল সে প্রশ্ন তোলা হয়। বিষয়টি নিয়ে বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়েছে।” আদিবাসী বিকাশ পরিষদের হাসিমারা জয়গাঁ আঞ্চলিক কমিটির সম্পাদক সন্দীপ এক্কা বলেন, “তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। সোমবার রাতে নবীন প্রকাশ কেরকেট্টার সাথে তাঁর দেখা হয়েছিল ঠিক কিন্তু কোনও ঝামেলা হয়নি। সামনে পঞ্চায়েত নির্বাচন তাই অন্য রাজনৈতিক দলের মদতে পশ্চিমবঙ্গ আদিবাসী ছাত্র সংঘের নেতারা এই ধরনের মিথ্যে অভিযোগ করছেন।”

ভোগান্তি চলছেই
ছবি: সন্দীপ পাল।
১৩টি জায়গায় রাস্তা অবরোধের জেরে মঙ্গলবার জলপাইগুড়ি ও ময়নাগুড়ির মধ্যে যান চলাচল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। যুব কংগ্রেসের তরফে ৩১ ডি জাতীয় সড়কের নানা এলাকায় অবরোধ করা হয়। জাতীয় সড়কের মেরামতি সহ জলপাইগুড়িতে দ্রুত সার্কিট বেঞ্চের উদ্বোধনের দাবিতে অবরোধ করে যুব কংগ্রেস। ফুলবাড়ি, ভক্তিনগর, ময়নাগুড়ি, ধূপগুড়ি এবং অনান্য এলাকার মতো জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা সেতুর দুদিকেও অবরোধ করা হয়। এমনিতেই সেতুতে মেরামতির কাজ চলতে থাকায় প্রতিদিনই যানজট লেগে রয়েছে। সেবকের করোনেশন সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলে বিধি নিষেধ আরোপের ফলে ট্রাক সহ পণ্যবাহী গাড়ি সেতু দিয়েই চলছে। তাতে যানজট আরো বেড়েছে। সোমবারও দ্রুত সেতু মেরামতির দাবিতে জাতীয় সড়কে অবরোধ করে আরএসপির ছাত্র যুব সংগঠন। একই দাবিতে প্রায় প্রতিদিনই অবরোধ থাকায় নিত্যযাত্রীরা তিতিবিরক্ত হয়ে পড়েছেন। যুব কংগ্রেস সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, “যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছি। কিন্তু বুঝতে হবে যাত্রীদের স্বার্থেই আমরা বাধ্য হয়ে অবরোধ করছি। তিস্তা সেতুর মতো গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন বেহাল হয়ে থাকলে মুশকিল। অত্যন্ত ধীর গতিতে মেরামতির কাজ চলছে বলেই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।” যুব কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, আগামী ৬ জানুয়ারি জলপাইগুড়ির আয়কর দফতর এবং বিক্রয় কর দফতর অবরোধ করা হবে। যুব কংগ্রেস সভাপতি সৈকত বাবু বলেন, “জেলা থেকে প্রতিদিন বড় অঙ্কের রাজস্ব সরকারি কোষাগারে জমা পড়বে আর জেলার মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়ক বেহাল হয়ে থাকবে এমন হতে দেওয়া যাবে না। সে জন্য কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই একদিনের জন্য রাজস্ব আদায় বন্ধ করে দেওয়া হবে। দ্রুত সমস্যা না মিটলে লাগাতার রাজস্ব অবরোধ করা হবে।”

প্রতারণার অভিযোগ
কম দামে বৈদ্যুতিন সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু বাসিন্দার কাছ থেকে আগাম টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি সংস্থার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে মাটিগাড়া থানার খাপরাইল বাজারে ওই সংস্থার অফিসে হানা দিয়ে জিনিসপত্র বাজেয়াপ্ত করে পুলিশ। সে সময় অফিসে কিছু বাসিন্দা ভাঙচুরের চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। মাস ছয়েক আগে খাপরাইল বাজারে দক্ষিণ ভারতের একটি সংস্থার পরিচয় দিয়ে ৬ জন একটি অফিস খুলে বসে। কম দামে ‘ফ্রিজ’ সহ বিভিন্ন বৈদ্যুতিন জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আগাম টাকা তোলা শুরু করে তারা। প্রথম কিছুদিন প্রতিশ্রুতি মতো জিনিসপত্র দেওয়া হয়।

যুব সম্মেলন হবে শালুগাড়ায়
ডিওয়াইএফের ১৬ তম দার্জিলিং জেলা সম্মেলন হবে শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়ায়। মঙ্গলবার শিলিগুড়ির হিলকার্ট রোডে সংগঠনের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান ডিওয়াইএফের দার্জিলিং জেলা সম্পাদক শঙ্কর ঘোষ। তিনি জানান, আগামী ৭ ও ৮ জানুয়ারি শালুগাড়ায় সম্মেলন হবে। সেখানে সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক আভাস রায়চৌধুরী। সম্মেলনে প্রায় ৩৫০ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। শঙ্করবাবু বলেন, “সম্মেলনে পাহাড় থেকে ৬৫ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে।”

দলবদল
তৃনমূলের শ্রমিক সংগঠন ছেড়ে আইএনটিইউসিতে যোগদান করল প্রায় ৪০০ চা শ্রমিক। মঙ্গলবার আইএনটিইউসির শাখা সংগঠন এনইউপিডাব্লুর রাজ্য সাধারণ সম্পাদক প্রভাত মুখোপাধ্যায় জানান, কালচিনি ব্লকের ভার্নাবাড়ি চা বাগানের প্রায় চারশো তৃনমূলের শ্রমিক সংগঠনের সমর্থক তাদের দলে যোগ দিয়েছেন। তৃনমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি জোয়াকিম বাক্সলা বলেন, “বিষয়টি জানা নেই।”

সচেতনতা শিবির
সীমা সশস্ত্র বলের উদ্যোগে মঙ্গলবার খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নাজিরজোতে চারদিনের সামাজিক সচেতনতা শিবির শুরু হল। প্রাথমিক স্কুলে আয়োজিত শিবিরের উদ্বোধন করেন ক্রেতা সুরক্ষা বিষয়ক মন্ত্রী সুনীল তিরকি। অনুষ্ঠানে এসএসবি’র রানিডাঙার ডিআইজি এল কে গোঁহাই, জেলার এরিয়া অর্গানাইজার নীলা গুপ্ত ঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।

ত্রাণ দিল কংগ্রেস
৩০ ডিসেম্বর আগুনে পুড়ে যাওয়া চারটি পরিবারকে ত্রাণ দিল আলিপুরদুয়ার টাউন ব্লক কংগ্রেসের সভাপতি। মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের দক্ষিণ সোনারপুর এলাকায় আগুনে পুড়ে যাওয়া পরিবারদের চাল, ত্রিপল ও শীত বস্ত্র দিলেন আলিপুরদুয়ার টাউন ব্লক কংগ্রেসের সভাপতি তথা আলিপুরদুয়ার পুরসভার চেবারম্যান দীপ্ত চট্টোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.