ভগবানগোলায় বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মোষমারা খালের পাশে মঙ্গলবার সকালে পাওয়া গেল চার কিশোরের দেহ। সুকুমার মণ্ডল (১৭), হরিপদ মণ্ডল (১৬) রাজু মণ্ডল (১৫) এবং বাবু শেখ (১৫)--সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ ওই চার জনকেই গরু ‘পাচারকারী’ বলে দাবি করেছে। স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেও প্রায় একই তথ্য মিলেছে।
সীমান্তরক্ষীদের (বিএসএফ) দাবি, কোনও বাবে মোষমারা খালের জলে তলিয়ে গিয়েই মারা গিয়েছে তারা। তবে মৃতদেহগুলিতে অবশ্য জলে ডোবার কোনও লক্ষণ দেখা যায়নি। আবার, তাদের শরীরে মেলেনি গুলির কোনও স্পষ্ট চিহ্নও। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার বলেন, “ওই চার জনের দেহ পড়ে থাকার খবর সোমবার রাতেই বিএসএফ দিয়েছিল। তবে এলাকাটি বেশ দুর্গম। তাই সে রাতে আর যাওয়া যায়নি। মঙ্গলবার সকালে রানিনতলার পুলিশ গিয়ে দেহগুলি নিয়ে আসে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দয়ের করা হয়েছে। তবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়।” ফলে, ডোমকলের রানিনগর এলাকার পরিচিত ওই কিশোরদের মৃত্যুর কারণ সম্পর্কে রয়েছে ধোঁয়াশা, উঠেছে বেশ কিছু প্রশ্নও।
স্কুল-ছুট ওই কিশোরের দল যে এলাকায় ডাকাবুকো ‘কমিশনার’ হিসেবে ত্রাস ছিল, তা মেনে নিয়েছেন রানিনগরের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামের বাসিন্দারা। তারা সকলেই চরদুর্গাপুর জুনিয়র হাইস্কুলের ছাত্র ছিল। অষ্টম শ্রেণির পরে তারা পড়াশোনায় দাঁড়ি টেনে দেয়। ক্রমে তারা জড়িয়ে পড়েছিল পাচারকারীদের সঙ্গে। তারপরে রাতের অন্ধকারে স্থানীয় আর পাঁচটা রাখাল বালকের মতো গরু খেদিয়ে সীমান্তে পৌঁছে পাচারকারীদের হাতে তুলে দিয়ে ‘হাত পাকালেও’ পরে ওই চার জনই হয়ে উঠেছিল ‘কমিশনার।’ অর্থাৎ বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা গরুর পাল নির্দিষ্ট কমিশনের বিনিময়ে পারপার করিয়ে দিত তারা। স্থানীয় পরিভাষায় কমিশনার।
রাতের অন্ধকারেও এলাকার রাস্তাঘাট থেকে জলা-জঙ্গল, হাতের তালুর মতো চেনা ওই চার কিশোর জলে ডুবে মারা গেল কী করে? রীতিমতো পাকা সাঁতারু ওই চার জনের পক্ষে কোমর জলের মোষমারা খাল পারাপার যে কোনও কঠিন কাজ নয়, গ্রামবাসীরা অকপটেই তা জানিয়েছেন। তাহলে? গ্রামবাসীদের একাংশ জানান, মানবাধিকার রক্ষা সংগঠনগুলির ক্রমাগত চাপে সীমান্তের প্রহরীরা এখন বিশেষ প্রয়োজন ছানা গুলি করেন না। তাহলে? হারুডাঙা, চরদুর্গাপুর, চরবাঁশগড়া (এই গ্রামগুলিতেই ওই চার কিশোরের বাড়ি) গ্রামের বাসিন্দাদের একাংশ অবশ্য অভিযোগ করেছেন, সীমান্তরক্ষীরা ওই চার কিশোরকে ‘খুন’ করে জলে ডুবে যাওয়ার ‘গল্প’ ফাঁদছেন। স্থানীয় নির্মলচরের বাসিন্দারা জানান, বাংলাদেশ সীমান্ত লাগোয়া রানিনগরের চরহারুডাঙা ও নির্মলচরের মধ্যে দূরত্ব খুব বেশি নয়। ওই সীমান্ত এলাকা দিয়ে প্রতি দিন শয়ে শয়ে গরু পাচার হয়। বিএসএফের তা অজানা নয়। সব কিছু জেনেও তারা চুপ করে থাকে বলে অভিযোগ।
শনিবার থেকেই ওই চার কিশোর নিখোঁজ ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানান। সোমবার রাতে সীমান্তরক্ষীদের ১০৫ নম্বর ব্যাটেলিয়নের বার্তা আসে, মোষমারা খালের পাশে পড়ে রয়েছে, চারটি দেহ। সে রাতে না পারলেও এ দিন সকালেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
ফরওয়ার্ড ব্লকের যুব লিগের রানিতলা লোকাল কমিটির সম্পাদক সুনীল মণ্ডল বলেন, “যে জায়গায় দেহগুলি পড়ে ছিল বলে শুনেছি, সেটি রানিতলা থানা থেকে প্রায় ২৫-৩০ কিলোমিটার দূরে। সেখানেই পড়ে ছিল দেহগুলি।” কিন্তু ওই খালে ডুবে মৃত্যু নিয়ে ধন্দ রয়েছে তাঁরও। |