মাওবাদী হামলায় ২০০৯-’১০ সালে নিহত পাঁচ জনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার। মঙ্গলবার পুরুলিয়ার জেলাশাসকের অফিস থেকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ‘চেক’ তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাধমুণ্ডি থানার রবীন্দ্রনাথ মুড়া, কোটশিলা থানার অশ্বিনী মাহাতো ও বলরামপুর থানার গঙ্গাধর মাহাতো, দীনেশচন্দ্র মাহাতো, সন্তোষ মাঝিদের মাওবাদীরা খুন করেছিল। এ দিন তাঁদের পরিবারকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়। প্রসঙ্গত এখনও পর্যন্ত মাওবাদীদের হাতে খুন হওয়া ব্যক্তিদের মধ্যে জেলার ২৫ জনের পরিবারকে কেন্দ্র ও রাজ্য সরকারের দেওয়া আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
অন্য দিকে, পুরুলিয়ায় জেলায় প্রথম আত্মসমর্পণকারী মাওবাদী দুর্যোধন রাজোয়াড় ও আকরি সহিসকে আত্মসমর্পণের ‘প্যাকেজ’ হিসেবে অর্থ দেওয়ার নির্দেশ এসেছে বলে জেলাপ্রশাসন সূত্রে জানা গিয়েছে। তাঁদের দু’জনকে দেড় লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা দেওয়া হবে। এ ছাড়া তিন বছর পর্যন্ত দু’জনকেই মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে।
জেলাশাসক অবনীন্দ্র সিংহ বলেন, “ওই দু’জনকে আত্মসমর্পণের প্যাকেজ দেওয়ার নির্দেশ রাজ্য সরকার পাঠিয়েছে। শীঘ্রই পুলিশ সুপারের অফিস থেকে তাঁদের ওই টাকা দেওয়া হবে।” গত বছরের ৬ নভেম্বর পুরুলিয়ার পুলিশ সুপারের অফিসে এসে আত্মসমর্পণ করেছিলেন ওই মাওবাদী দম্পতি। দুর্যোধন ওরফে সুজন ও আকরি ওরফে ললিতা- মাওবাদীদের আযোধ্যা পাহাড় স্কোয়াডের সেকশন কমান্ডার ছিলেন। |