টুকরো খবর
ভাইঝিকে বাঁচিয়ে কাকার মৃত্যু পুঞ্চায়
জোড়ের জল থেকে ডুবন্ত ভাইঝিকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল কাকার। পুঞ্চা থানার পাড়ুই গ্রামে সোমবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌমিত্র বন্দ্যোপাধ্যায় (৩১)। তাঁর বাড়ি ধানবাদে। আসবাবপত্রের ব্যবসায়ী সৌমিত্র মামারবাড়ি পাড়ুইয়ে কয়েক দিন আগে বেড়াতে এসেছিলেন। সোমবার বিকেলে তিনি মামাতো দাদা অরূপের বছর দশেকের মেয়ে তিতলি ও মামাতো বোন মৌসুমীকে নিয়ে ঘুরতে বেরিয়ে ছিলেন। তিতলির কথায়, “পায়ে কাদা লেগেছিল বলে রাস্তার ধারে জোড়ের দলে পা ধুতে নেমেছিলাম। হঠাৎ পা পিছলে দলে নেমে যাই। ডুবে যাচ্ছিলাম। কাকা ঝাঁপ দিয়ে জলে নেমে আমাকে পাড়ে তুলে দেয়। কিন্তু কাকা মারা গেল।” তিতলির চিৎকার শুনে সৌমিত্রকে স্থানীয়রা উদ্ধার করেন। তাঁদের মধ্যে পিন্টু ভূঁইয়া, টিন্টু সিংহ বলেন, “তিতলিকে তুলে দেওয়ার পরে সৌমিত্র জলে তলিয়ে যাচ্ছিলেন। আমরা তাঁকে পাড়ে তুলে এনে দেখি অচেতন হয়ে পড়েছেন। পুঞ্চা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।” সৌমিত্রের বড় দাদা টোটনবাবু বলেন, “ভাই সাঁতার জানত না। সে সময় পেলেই মামার বাড়িতে চলে আসত। কিন্তু এ ভাবে যে তার মৃত্যু হবে, ভাবতে পারছি না।”

তৃণমূল কর্মী খুনে গ্রেফতার আরও চার
তৃণমূলকর্মী গোলাম শেখকে খুন করার ঘটনায় আরও চারজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। গত দু’দিনে এই ঘটনায় মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা সকলেই তৃণমূলের কর্মী। ধৃতদের মধ্যে এ দিন পাঁচ জনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। রবিবার সন্ধ্যায় জয়পুর থানার হরিণাশুলি গ্রামে খুনের ঘটনাটি হয়। অভিযোগ, তৃণমূলের জয়পুর ব্লকের কার্যকরী সভাপতি দিলীপ খাঁ গোষ্ঠীর গোলাম শেখকে কুড়ুল ও টাঙ্গি দিয়ে কুপিয়ে খুন করে দলেরই ব্লক নেতা রবিউল মিদ্যা গোষ্ঠীর লোকজন। নিহতের দাদা ইউসুফ শেখ পুলিশের কাছে রবিউল-সহ ৪০ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। বিষ্ণুপুরের এসডিপিও দিব্যজ্যোতি দাস বলেন, “দু’দিন ধরে খুনের ঘটনায় অভিযুক্ত মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।” দলীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ওই কর্মীর জন্য দলের কর্মী-সমর্থকরা এ দিন শোক মিছিল করেন। এলাকায় শান্তি ফেরাতে হরিণাশুলি, মুরলিগঞ্জ, হাতবাড়ি ইত্যাদি গ্রামে পুলিশ টহল দেয়।

ট্রেলারের ধাক্কায় মৃত্যু দু’জনের
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। জখম আরও এক জন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়কে বড়জোড়া মোড়ের কাছে। পুলিশ জানায়, মৃতেরা হলেন সুরেশ রুইদাস (৪০) ও অমিত রুইদাস (২৮)। জখম হন দীপক রুইদাস। তিন জনই দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, ওই তিন জন এ দিন মোটরবাইকে দুর্গাপুর থেকে বাঁকুড়া যাচ্ছিলেন। বড়জোড়া মোড়ে একটি ট্রেলারের সঙ্গে মোটরবাইকটির মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান সুরেশ ও অমিত। দীপককে আহত অবস্থায় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। দীপক বলেন, “রডের কাজ করতে আমরা তিন বন্ধু বড়জোড়া যাচ্ছিলাম। হঠাৎই ট্রেলারের সঙ্গে ধাক্কা। আর কিছু মনে নেই।” দুর্ঘটনার খবর পেয়ে সুরেশের দাদা থিনেশ রুইদাস বাঁকুড়ায় আসেন। পুলিশ জানিয়েছে, ট্রেলারটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক।

পদোন্নতির দাবি এআইটিইউসি-র
বাঁকুড়ার পুর-কর্মীদের গ্রেড-ভিত্তিক পদোন্নতির দাবি তুলল এআইটিইউসি। মঙ্গলবার দলের প্রায় ৪০০ কর্মী এই দাবি তুলে বাঁকুড়া পুরসভায় অবস্থান-বিক্ষোভ করেন। এআইটিইউসি-র জেলা সহ-সম্পাদক ভাস্কর সিংহ বলেন, “আমাদের দাবি গ্রেডভিত্তিক পদোন্নতি ঘটাতে হবে পুরকর্মীদের এবং তার ফলে নিচুতলায় সৃষ্টি হওয়া শূন্য পদে অস্থায়ীদের তালিকায় নাম থাকা কর্মীদের নিয়ে আসতে হবে। দাবি না মানলে বৃহত্তর আন্দোলন হবে।” বাঁকুড়ার পুরপ্রধান শম্পা দরিপা বলেন, “দীর্ঘ ২০ বছর এই পুরসভার কোনও কর্মীরই পদোন্নতি ঘটানো হয়নি। তবে এ বার তা হবে। ইতিমধ্যেই সে বিষয়ে পদক্ষেপ করা হয়েছে। সৃষ্টি হওয়া শূন্যপদে ওই তালিকা থেকেই কর্মী নেওয়া হবে। তবে ১৫ বছর বা তার চেয়ে বেশি সময় পুরসভায় কাজ করা কর্মীদের এ ক্ষেত্রে প্রাধান্য দিতে চাই।”

মুকুটমণিপুর মেলা রবিবার থেকে
মুকুটমণিপুর মেলা শুরু হচ্ছে আগামী রবিবার। চলবে তিন দিন। মেলার মূলমঞ্চে প্রতিদিনই লোক সংস্কৃতির নানা অনুষ্ঠান হবে। স্থানীয় লোক শিল্পীদের পাশাপাশি কলকাতার কয়েকজন শিল্পীও অংশগ্রহণ করবেন। আদিবাসী নৃত্য, রণপা নৃত্য থেকে ঝুমুর, ভাদু, টুসু গান পরিবেশন করবেন শিল্পীরা। এবার মেলা ১৪ বছর পূর্ণ করবে। প্রতিবছর এই মেলা শুরু হত ১ জানুয়ারি থেকে মুকুটমণিপুর জলাধার লাগোয়া এলাকায়। এ বার ঘটল ব্যতিক্রম। মেলা পরিচালন কমিটির সম্পাদক তথা খাতড়ার মহকুমাশাসক দেবপ্রিয় বিশ্বাস মঙ্গলবার বলেন, “বিশেষ কারণে এবার ১ জানুয়ারির পরিবর্তে আগামী ৮ জানুয়ারি থেকে মেলার আয়োজন করা হয়েছে। মেলার আনুমানিক খরচ বরাদ্দ হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা।” মেলা পরিচালনার জন্য ৩৭ জনের একটি কমিটি গঠন হয়েছে। তাঁদের মধ্যে কার্যকরী কমিটিতে রয়েছেন ৯ জন। বাঁকুড়ার জেলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা আসেন। বেড়ানোর পাশাপাশি কেনাকাটায় মেতে ওঠেন পর্যটকেরা।

ধান নিয়ে বিক্ষোভ
চালকলে ধান বিক্রি করতে গেলে ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না, এই অভিযোগ তুলে মঙ্গলবার বাঁকুড়া-দুর্গাপুর সড়কের হাটআশুড়িয়া মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। বাঁকুড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অরূপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “একে রাজ্য জুড়ে ধান বিক্রি করতে হিমশিম খাচ্ছেন চাষিরা। আবার বিক্রি করতে গিয়েও চালকল থেকে তাঁরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।” এ দিন সকাল সাড়ে ১০টা থেকে প্রায় আধঘণ্টা অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। যদিও ন্যায্য মূল্য না মেলার অভিযোগ অস্বীকার করেছেন জেলা চালকল মালিক সংগঠনের সম্পাদক সুশীল সিংহ।

তৃণমূলের বিক্ষোভ
১০০ দিনের কাজের প্রকল্পে এলাকার গরিব মানুষকে আরও বেশি করে কাজ দেওয়া-সহ নানা দাবিতে আরএসপি পরিচালিত পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল তৃণমূল। মঙ্গলবার রাইপুর ব্লকের ফুলকুসুমা পঞ্চায়েতে এই বিক্ষোভ হয়। এ দিন শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক মিছিল করেন। রাইপুর ব্লক যুব তৃণমূলের আহ্বায়ক সঞ্জয় লাহা’র অভিযোগ, “এই পঞ্চায়েতে উন্নয়নের কাজ বন্ধ হয়ে গিয়েছে। বার্ধক্য ভাতা, ইন্দিরা আবাস যোজনায় ব্যাপক দলবাজি চলছে।”

স্কুলে গোলমাল
পড়ুয়াদের বই বিলি না করায় প্রধান শিক্ষক ও অভিভাবকের একাংশের মধ্যে গোলমাল বাধল। বরাবাজারের বান্দোয়ান বানজোড়া হাইস্কুলের ঘটনা। স্কুলের অভিভাবক সমিতির সম্পাদক রোহিনীচন্দ্র মাহাতো’র অভিযোগ, “সোমবার থেকে রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের বই বিলি করার কথা। কিন্তু এই স্কুলের প্রধান শিক্ষক বই বিলি করছেন না।” বরাবাজারের বিডিও দেবজিৎ বসু বলেন, “বই বিলি না করায় ওই স্কুলে সমস্যা হয়েছে বলে শুনেছি। জেলা শিক্ষা দফতরকে বিষয়টি জানাবো।”

পংক্তিভোজ
মনসাপুজোয় পংক্তিভোজ হল বিষ্ণুপুরের তেজপাল গ্রামে। মঙ্গলবার সেখানে কয়েক হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেন। এখানকার মনসা মন্দির চত্বরে প্রতিবছর এই পঙ্ক্তিভোজের আয়োজন করা হয়। এক প্রকার মিলননেলায় পরিণত হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.