l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
নিলামেই লিজ সরকারি জমি, সিদ্ধান্ত প্রশাসনের
অনির্বাণ রায় • জলপাইগুড়ি
আর নামমাত্র অর্থে সরকারি জমি লিজ নয়। বেসরকারি বাণিজ্যিক ব্যবহারের জন্য নির্দিষ্ট সরকারি জমি দীর্ঘ মেয়াদি লিজের ক্ষেত্রে বেছে নেওয়া হচ্ছে ‘নিলামি’ প্রক্রিয়াকেই। এই সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। এর ফলে এক দিকে সরকারি জমির হস্তান্তরের ক্ষেত্রটিকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত যেমন রাখা যাবে, তেমনই রাজ্য কোষাগারে বাড়তি অর্থও আসবে বলে প্রশাসন মনে করছে। কর নয়, কর-বহির্ভূত রাজস্ব বাড়িয়ে সরকারি কোষাগারের ঘাটতি পূরণের যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারি কর্তারা নিয়েছে তা রূপায়ণের লক্ষ্যে জলপাইগুড়ি জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ক্ষমতায় এসে তৃণমূল সরকারের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন, সাধারণ মানুষের উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে এমন কোনও কর সরকার বসাবে না। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে টান পড়েছে রাজ্য কোষাগারে। পরিস্থিতি সামাল দিতে মাস দুয়েক আগে মহাকরণে বেশ কয়েকটি দফতরের অফিসারদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই ঠিক হয়, সরকারি বিভিন্ন দফতর তাদের কর-বহির্ভূত রাজস্ব বাড়ানোর জন্য স্ব-স্ব সম্পদগুলিকে পুরোমাত্রায় ব্যবহার করবে।
বিস্তারিত...
খড়দহে নিহত ‘দুষ্কৃতী’র দেহ
নিয়ে মিছিলে তৃণমূল নেতারা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
খড়দহে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনায় আহতদের মধ্যে এক জন মঙ্গলবার মারা গিয়েছে। পুলিশ জানায়, তার নাম ভ্রমর দাস ওরফে ভোমরা (৩২)। পুলিশের খাতায় সে সমাজবিরোধী বলেই চিহ্নিত। তৃণমূলের স্থানীয় নেতারা জানিয়েছিলেন, দু’দল সমাজবিরোধীর মধ্যে আক্রমণ এবং পাল্টা আক্রমণের জেরেই রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত খড়দহের বাবুঘাট এলাকায় বোমাবাজি এবং গুলি চলেছিল। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় দেখা যায়, ভোমরার মৃতদেহ নিয়ে তৃণমূলের দলীয় পতাকা মোটরবাইকে বেঁধে শোকমিছিল বেরিয়েছে। টিটাগড়ের টাটা গেট থেকে ব্যারাকপুরের রাসমণি ঘাট পর্যন্ত ওই মিছিলে ছিলেন তৃণমূলের স্থানীয় কয়েক জন নেতা-কর্মীও। পুলিশ ও কমব্যাট ফোর্সের পাহারায় মিছিল পৌঁছয় শ্মশানে। সেখানে যান টিটাগড় পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরী। ঘটনাচক্রে এ দিনই ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিধায়কদের ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দিয়েছেন, দলে সমাজবিরোধীদের ঠাঁই দেওয়া চলবে না। এই ব্যাপারে দলীয় জনপ্রতিনিধিদের রীতিমতো সতর্ক করে দেন তিনি।
বিস্তারিত...
দিনমজুরদের মারধর করল মাওবাদীরা
নিজস্ব সংবাদদাতা • বলরামপুর
পুরুলিয়ার বলরামপুরের ঘাটবেড়া এলাকায় ফের মাওবাদীরা হামলা চালাল। তৃণমূল সমর্থক অভিযোগে সোমবার রাতে এলাকার কয়েক জন দিনমজুরকে তারা মারধর করে। পরে স্থানীয় কর্মা গ্রামে এক তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে হামলার চেষ্টা হয়। ওই নেতা ও তাঁর পরিবার তির চালিয়ে হামলাকারীদের ঠেকিয়ে রাখেন। যৌথবাহিনী পৌঁছলে মাওবাদীরা পালায়। দু’পক্ষের মধ্যে কিছু ক্ষণ গুলি বিনিময় হয় বলে স্থানীয় মানুষ জানিয়েছেন। তবে গুলি বিনিময়ের কথা স্বীকার করেনি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সি সুধাকর বলেন, “কর্মা গ্রামের এক জনের বাড়িতে ১০-১২ জন মাওবাদী হামলা চালিয়েছিল। যৌথবাহিনী সেখানে পৌঁছনোর আগে তারা বেড়সার দিকে পালায়।” তিনি জানান, ওই এলাকায় মঙ্গলবার বাহিনী তল্লাশি চালায়। মাও-নাশকতায় যুক্ত থাকার অভিযোগে রবি ও সোমবার এই এলাকা থেকেই পুলিশ তিন যুবককে ধরেছিল। স্থানীয় সূত্রের খবর, সোমবার সন্ধে সাতটায় মাওবাদীদের দলটি হানা দেয় ঘাটবেড়ার উপরপাড়ায়। কয়েক জন দিনমজুরকে তারা মারধর করে।
বিস্তারিত...
বাণেশ্বরে গভীর রাতে ভস্মীভূত ১৭ দোকান
নিজস্ব সংবাদদাতা • বাণেশ্বর (কোচবিহার)
বিধ্বংসী আগুনে ছাই হয়ে গেল কোচবিহারের বাণেশ্বর রেল স্টেশন লাগোয়া বাজার এলাকার ১৭টি দোকান। সোমবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। কোচবিহার, তুফানগঞ্জ ও আলিপুরদুয়ার থেকে দমকলের ছয়টি ইঞ্জিন প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ওই ঘটনায় প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বল্প সুদে ব্যাঙ্ক ঋণের বন্দোবস্ত করার দাবি তুলেছেন বাণেশ্বর ব্যবসায়ী সমিতির কর্তারা। এ দিন বাণেশ্বর বাজারের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পরে কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধীকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। জেলাশাসক বলেন, “ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত ত্রিপল-সহ প্রাথমিক ত্রাণ সাহায্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পুরো বিবরণ তৈরির কাজ চলছে। ক্ষতিগ্রস্তেরা ব্যাঙ্কে ঋণের আবেদন জানালে যাতে কোনও সমস্যা না হয় তা দেখা হবে।’’ কোচবিহার দমকল কেন্দ্রের ওসি মলয় ঘোষ বলেন, “দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়েছে। শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।”
বিস্তারিত..
.
সিপিএমের ‘গোপন’ কেশপুর সম্মেলন
বরুণ দে • মেদিনীপুর
এ যেন ‘গভর্নমেন্ট ইন এক্সাইল’নির্বাসিত সরকার। একদা ‘দুর্গ’ থেকে নির্বাসিত। গোপন আস্তানায় হয়েছে ঠাঁই। সেখান থেকেই পরিচালিত হচ্ছে ফিরে আসার লড়াই। তবে কেশপুর-দুর্গের নিয়ন্ত্রণ ফিরে পাওয়াটা যে ‘সহজ নয়’, মেদিনীপুর শহরের কৃষকভবনে মঙ্গলবার অনুষ্ঠিত সিপিএমের কেশপুর জোনাল সম্মেলনে সে কথাই আলোচিত হল সবিস্তারে। স্মরণকালের মধ্যে এই প্রথম সিপিএমের কেশপুর জোনাল কমিটির সম্মেলন হল বাইরে। দলের পশ্চিম মেদিনীপুর জেলা কার্যালয়ের লাগোয়াই ‘কৃষকভবন’। সেখানেই প্রায় শ’দেড়েক সদস্য-প্রতিনিধির উপস্থিতিতে সম্মেলন চলে বেলা এগারোটা থেকে দু’টো পর্যন্ত। প্রতিনিধিদের অনেকেই রাজ্যে পালাবদলের পর থেকে কেশপুর ছাড়া। ঠাঁই মূলত মেদিনীপুর শহর ও জেলার অন্য কয়েক জায়গায়। সে-সব আপাত গোপন আস্তানা থেকেই শ’দেড়েক প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে আসেন। সদস্যদের গতিবিধি কেউ যাতে আন্দাজ করতে না-পারেন, সে জন্য কৃষকভবনের সামনে আলাদা ভাবে ‘নজরদারি’র ব্যবস্থা করাও হয়েছিল। সিপিএম কর্মীরাই চালান এই ‘নজরদারি’।
বিস্তারিত...
ষষ্ঠ তফসিল বিলম্বে পাহাড় সমস্যা
জটিল, মত সিপিআইয়েরও
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
সিপিএমের পরে দার্জিলিং পাহাড় নিয়ে এ বার ‘বোধোদয়’ হল সিপিআইয়েরও! আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রশ্নে দার্জিলিংকে ষষ্ঠ তফসিলের আওতায় আনা নিয়ে টালবাহানা না-হলে পাহাড়ে জটিলতা হত না বলে মনে করছে এই বাম শরিক। দলের রাজ্য সম্মেলনের তৃতীয় দিনে পাহাড় সংক্রান্ত যে প্রস্তাব নেওয়া হয়েছে, তাতেই বিষয়টি স্পষ্ট হয়েছে। সিপিএমের সদ্যসমাপ্ত দার্জিলিং জেলা সম্মেলনেও পাহাড় সমস্যা নিয়ে এই পৃথক দলিলে একই রকমের ‘স্বীকারোক্তি’ করা হয়েছিল। শিলিগুড়িতে সম্মেলনে পাশ-হওয়া ওই প্রস্তাব প্রসঙ্গে সিপিআইয়ের রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার বলেন, “ষষ্ঠ তফসিল বিলটি দ্রুত পাশ করে পাহাড়কে এর আওতায় আনলে সমস্যা এতটা বাড়ত না। পাশাপাশি, পার্বত্য পরিষদের চেয়ারম্যান হিসাবে সুবাস ঘিসিঙের মেয়াদ বৃদ্ধিও ঠিক হয়নি। পাহাড়ের মানুষের আবেগ আমরা বুঝতে পারিনি।” এর জন্য তিনি কেন্দ্রীয় সরকার তো বটেই, পূর্বতন ফ্রন্ট সরকারের ‘ব্যর্থতা’কেও দায়ী করেছেন। তবে পাহাড় সমস্যা এখনও মেটেনি বলেই সিপিআইয়ের মত। মঞ্জুবাবুর কথায়, “ওঁরা (মোর্চা) ফের আলাদা রাজ্যের দাবি তুলেছেন। এখন কেন্দ্র ও রাজ্যের উচিত, দ্রুত আঞ্চলিক স্বায়ত্তশাসন চালু করা। নইলে সমস্যা বাড়তে পারে।”
বিস্তারিত...
কলেজ ভোটে সংঘর্ষ, ইটে জখম পুলিশও
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি ছড়াল কাটোয়ার চন্দ্রপুর কলেজে। মঙ্গলবার টিএমসিপি-ছাত্র পরিষদ জোটের সঙ্গে সংঘর্ষ বাধে এসএফআইয়ের। গণ্ডগোল রুখতে গিয়ে ইটের আঘাতে জখম হলে কাটোয়ার সার্কেল ইনস্পেক্টর শচীন্দ্রনাথ পুড়িয়া, ওসি রাজর্ষি দত্ত-সহ চার পুলিশ কর্মী। এই ঘটনার পরে পুলিশ ছাত্রদের উপরে লাঠি চালায় বলে অভিযোগ দু’পক্ষেরই। জখম হন ২৫ জন ছাত্র। তাঁদের মধ্যে ১০ জনকে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে দু’জনকে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর অবশ্য লাঠি চালানোর কথা অস্বীকার করেন। এ দিন চন্দ্রপুর কলেজে ছাত্র সংসদ নির্বাচন ছিল। কলেজ শুরুর সময় থেকে ২০০৩ সাল পর্যন্ত ছাত্র সংসদ ছিল ছাত্র পরিষদের হাতে। ২০০৪ সালে ক্ষমতায় আসে এসএফআই। অভিযোগ, সে বার ছাত্র পরিষদকে চক্রান্ত করে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। সে বার থেকে টানা সাত বছর ক্ষমতায় ছিল এসএফআই। এ বার টিএমসিপি এবং ছাত্র পরিষদ জোট গড়ে এসএফআইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
সমস্যা মেটাতে
আজ বৈঠকে শিক্ষামন্ত্রী
তিন মাস বাগান বন্ধ,
বিপাকে চা-শ্রমিকেরা
দক্ষিণবঙ্গ
নতুন করে‘বাদশা’র ছবি
আঁকাতে হল সিআইডি-কে
মদ্যপ যুবকদের মারে চোখে চোট ওএনজিসি কর্তার
বর্ধমান
চালকল ধান না
কেনায় অবরোধ
দেবোত্তর পুকুর
‘বিক্রি’ নিয়ে ক্ষোভ
পুরুলিয়া
দলের গোষ্ঠীদ্বন্দ্ব
প্রকট সাঁতুড়িতে
স্কুল পালানো দুই শিশুকে
থানায় নামালেন লরিচালক
মুর্শিদাবাদ
লালবাগে সিটু-তৃণমূল টাঙা ইউনিয়নের সংঘর্ষে জখম ৮
তৃণমূলের দুই সংগঠনের
বিবাদে বন্ধ বাস
মেদিনীপুর
জেলা সফরে
বিধানসভার প্রতিনিধিদল
থমকে গ্রামীণ
বিদ্যুদয়নের কাজ
কলকাতা
২৬.৩/১২.৬
আজকের দিনে
•১৮৮৫:
ভারতের জাতীয়
কংগ্রেসের প্রতিষ্ঠা।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এ সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.