জেলা সফরে বিধানসভার প্রতিনিধিদল
জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে এসেছিল বিধানসভার দু’টি স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিদল। পঞ্চায়েত-গ্রামোন্নয়ন এবং ভূমি ও ভূমি সংস্কার দফতর বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতির নেতৃত্বে চার বিধায়ক জেলা প্রশাসনিক অফিসে বৈঠক করেন। বৈঠকে জেলা সভাধিপতি, সহ-সভাধিপতি, জেলাশাসক-সহ পদস্থ কর্তাদের উপস্থিতিতে একশো দিনের কাজের প্রকল্প, ইন্দিরা আবাস যোজনা, আশ্রয় প্রভৃতি প্রকল্পের কাজ খতিয়ে দেখেন স্ট্যান্ডিং কমিটির সদস্যেরা।
তমলুকে গ্রামোন্নয়ন বিষয়ে স্ট্যান্ডিং কমিটির বৈঠক। নিজস্ব চিত্র।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, একশো দিনের কাজ প্রকল্পে চলতি আর্থিক বছরে গত নভেম্বর পর্যন্ত জেলায় গড়ে ২০ দিন মাত্র কাজ পেয়েছেন শ্রমিকেরা। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশ কম। এই প্রকল্পে পিছিয়ে পড়ার কারণ নিয়ে জেলা পরিষদের সদস্যরা অবশ্য জেলা প্রশাসনের অসহযোগিতাকে দায়ী করেছেন। জেলা প্রশাসনের কর্তারা তা মানতে চাননি। বৈঠকে জেলা পরিষদের সদস্যরা ভূমি সংস্কার দফতরের কাজ নিয়েও ঢিলেমির অভিযোগ তুলেছেন। বিধানসভার প্রতিনিধিরা জেলা পরিষদ ও প্রশাসনিক কর্তাদের সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেন। এ দিনই জেলায় এসেছে বিধানসভার কৃষি ও কৃষি বিপণন এবং মৎস্য দফতর বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিদল। বর্ধমানের বিধায়ক বনমালি হাজরার নেতৃত্বে ওই স্ট্যান্ডিং কমিটির সদস্যেরা এ দিন সকালে তমলুকের নোনাকুড়ি নিয়ন্ত্রিত বাজার পরিদর্শনে যান। বাজার ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন। বাজারে ঢোকার রাস্তায় গাড়ি রাখার ফলে যাতায়াতে অসুবিধা, বাজারের অনেক দোকানঘর এখনও খালি থাকা-সহ বেশ কিছু অভিযোগ জানান ব্যবসায়ীরা। সমস্ত খালি দোকাঘর বিলি করে কৃষি বিপণন দফতরের আধিকারিকদের ওই বাজার চালু করার পরামর্শ দিয়েছেন প্রতিনিধিদলের সদস্যরা। ওই প্রতিনিধিদলের আজ, বুধবার কাঁথিতে শুকনো মাছ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করার কথা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.