উত্তরবঙ্গ |
বাণেশ্বরে গভীর রাতে ভস্মীভূত ১৭ দোকান |
|
নিজস্ব সংবাদদাতা, বাণেশ্বর (কোচবিহার): বিধ্বংসী আগুনে ছাই হয়ে গেল কোচবিহারের বাণেশ্বর রেল স্টেশন লাগোয়া বাজার এলাকার ১৭টি দোকান। সোমবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। কোচবিহার, তুফানগঞ্জ ও আলিপুরদুয়ার থেকে দমকলের ছয়টি ইঞ্জিন প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ওই ঘটনায় প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বল্প সুদে ব্যাঙ্ক ঋণের বন্দোবস্ত করার দাবি তুলেছেন বাণেশ্বর ব্যবসায়ী সমিতির কর্তারা। |
|
সমস্যা মেটাতে আজ বৈঠকে শিক্ষামন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্যা মেটাতে আজ, বুধবার কলকাতায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অফিসে বৈঠক ডাকা হয়েছে। সেখানে উপাচার্য, কর্মচারী সমিতির প্রতিনিধি ও টিচার্স কাউন্সিলের সচিব, বিশ্ববিদ্যালয়ের তৃণমূল শিক্ষা সেলের নেতাকে ডাকা হয়েছে। থাকবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবও। শিক্ষা দফতর সূত্রের খবর, কর্মচারী সমিতি যাতে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা না দেয়, সে জন্য ফের অনুরোধ জানাবেন শিক্ষামন্ত্রী। |
|
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
নিলামেই লিজ
সরকারি জমি,
সিদ্ধান্ত প্রশাসনের |
অনির্বাণ রায়, জলপাইগুড়ি: আর নামমাত্র অর্থে সরকারি জমি লিজ নয়। বেসরকারি বাণিজ্যিক ব্যবহারের জন্য নির্দিষ্ট সরকারি জমি দীর্ঘ মেয়াদি লিজের ক্ষেত্রে বেছে নেওয়া হচ্ছে ‘নিলামি’ প্রক্রিয়াকেই। এই সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। এর ফলে এক দিকে সরকারি জমির হস্তান্তরের ক্ষেত্রটিকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত যেমন রাখা যাবে, তেমনই রাজ্য কোষাগারে বাড়তি অর্থও আসবে বলে প্রশাসন মনে করছে। |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: সিপিএমের পরে দার্জিলিং পাহাড় নিয়ে এ বার ‘বোধোদয়’ হল সিপিআইয়েরও! আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রশ্নে দার্জিলিংকে ষষ্ঠ তফসিলের আওতায় আনা নিয়ে টালবাহানা না-হলে পাহাড়ে জটিলতা হত না বলে মনে করছে এই বাম শরিক। দলের রাজ্য সম্মেলনের তৃতীয় দিনে পাহাড় সংক্রান্ত যে প্রস্তাব নেওয়া হয়েছে, তাতেই বিষয়টি স্পষ্ট হয়েছে। সিপিএমের সদ্যসমাপ্ত দার্জিলিং জেলা সম্মেলনেও পাহাড় সমস্যা নিয়ে এই পৃথক দলিলে একই রকমের ‘স্বীকারোক্তি’ করা হয়েছিল। |
ষষ্ঠ তফসিল বিলম্বে
পাহাড় সমস্যা জটিল,
মত সিপিআইয়েরও |
|
তিন মাস বাগান বন্ধ, বিপাকে চা-শ্রমিকেরা |
|
বাগান লক-আউটে ক্ষোভ |
বেহাল স্টেশন রোড, ক্ষোভ |
|
টুকরো খবর |
|
|
|
|