অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ২টি গুদাম ঘর ও ১টি পানশালা বন্ধ করে দিল দমকল। মঙ্গলবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি শহরে। পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে সকাল ১১টা নাগাদ অভিযানে নামেন দমকল কর্তারা। প্রথমে তাঁরা হিলকার্ট রোডের মহানন্দা সেতু লাগোয়া মোড়ের একটি জুতোর গুদাম সিল করেন। তার পরে বিধান মার্কেটে মুরগিহাটির কাছে একটি অটোমোবাইলের গুদাম সিল করা হয়। শেষে মহাবীরস্থানে একটি হোটেলের রান্নাঘর এবং পানশালা সিল করা হয়। শিলিগুড়ির ফায়ার প্রিভেনশন অফিসার সুভাষ চন্দ্র ঘোষ বলেন, “অগ্নিনির্বাপক ব্যবস্থা গুদামগুলি এবং পানশানায় ছিল না। বহুবার সতর্ক করার পরেও কাজ হয়নি বলে সিল করে দেওয়া হয়েছে।” দমকল সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে বেশ কয়েকটি নার্সিংহোম এবং বহুতলেও অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। কলকাতায় আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসে প্রশাসন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ও শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য বিষয়টি নিয়ে বৈঠক করেন। সম্প্রতি বিধান মার্কেট ও হিলকার্ট রোড সংলগ্ন দুটি গুদামে আগুন লাগে। দুটি ক্ষেত্রেই এফআইআর করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মহাবীরস্থানের ওই হোটেলটিকে ২০০৬ সাল থেকে কয়েক দফায় অগ্নিনির্বাপক ব্যবস্থা করার কথা জানিয়ে নোটিশ দেয় দমকল। ধারাবাহিক অভিযান চলবে বলে দমকলের পক্ষে জানানো হয়েছে।
|
হাট থেকে পঞ্চায়েতের কর আদায় হয়। কিন্তু আদায় করা করের পুরোটা পঞ্চায়েত দফতরে জমা পড়ে না। মঙ্গলবার এই ব্যাপারে অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দিলেন রানিগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের হান্দ্রু ওরাঁও। এদিন রানিগঞ্জ পানিশালি অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে এই ব্যাপারে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ করা হয়। কংগ্রেসের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মীরা দু’মাস অন্তর পঞ্চায়েত দফতর থেকে একটি করে কর আদায়ের কুপন বই সংগ্রহ করেন। অথচ প্রতি হাটে অন্তত ৪টি কুপন বই দরকার। অঞ্চল কংগ্রেস সভাপতি অরবিন্দ ভট্টাচার্য বলেন, “আমরা খোঁজ নিয়ে জেনেছি, প্রতি হাটেই ব্যবসায়ীরা কর দিচ্ছেন। কিন্তু সেই টাকা নয়ছয় করা হচ্ছে বলে আমাদের সন্দেহ। সেটাই প্রধানকে বলে তদন্তের দাবি করেছি। দ্রুত ব্যবস্থা নেওয়া না-হলে লাগাতার আন্দোলনে নামা হবে।” প্রধান বলেন, “প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা মিলেছে। প্রয়োজনে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে। সরকারি টাকা নয়ছয়ের চেষ্টা হলে কোনও ভাবেই ছাড়া হবে না।” খড়িবাড়ি ব্লক কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান মহম্মদ পুতুল রহমান এবং অঞ্চল সম্পাদক গোপাল সরকার বলেন, “কিছু স্বার্থান্বেষী লোক গ্রাম পঞ্চায়েতকে ব্যবহার করে এই ধরনের দুর্নীতি করছে বলে আমাদের সন্দেহ। প্রধানকে বিস্তারিত জানানো হয়েছে। তদন্তের দাবিতে প্রয়োজনে ব্লক প্রশাসনের দ্বারস্থ হব।”
|
টাকা জমা দেওয়ার পরেও গত এক বছরেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ না হওয়ায় ফাঁসিদেওয়া বিদ্যুৎ পর্ষদ দফতরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। মঙ্গলবার বেলা ২টো নাগাদ বড় হেলাগছ গ্রামের শ’খানেক বাসিন্দা প্রায় ১ ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান। আকাশ সাহা, আবদুল রশিদ, মহম্মদ তৈমুদ্দিন মহম্মদ বলেন, “আমাদের গ্রাম সংলগ্ন কিছু গ্রামে বিদ্যুৎ এলেও আমরা সেই তিমিরে রয়েছি। বহু আন্দোলনের পর বিদ্যুতের ব্যবস্থা হবে বলে ১ বছর আগে ফাঁসিদেওয়া বিদ্যুৎ পর্ষদ দফতর প্রত্যেকের কাছে ওই বাবদ টাকা জমা নিয়েছিল। প্রায় ৭০ জনের মতো টাকা জমা দিয়েছি। কিন্তু এতদিনেও বিদ্যুতের খুঁটি পর্যন্ত ফেলা হয়নি।” ফাঁসিদেওয়া বিদ্যুৎ পর্ষদের স্টেশন ম্যানেজার কৌশিক মোক্তান বলেন, “পরিকাঠামোর অভাবে ওই গ্রামে বিদ্যুৎ পৌঁছনো যায়নি। রাজীব গাঁধী যোজনা প্রকল্পের মাধ্যমে ওই গ্রামে দ্রুত বিদ্যুৎ পৌঁছনোর ব্যবস্থা করা হবে।”
|
রাজ্যে পালাবদলের হাওয়া লাগল না গয়েরকাটা গার্লস হাই স্কুলের নির্বাচনে। ৬টি আসনের সবকটিই ফের দখলে রাখলেন বামফ্রন্টের প্রার্থীরা। সোমবার স্কুলের নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃণমূল ও কংগ্রেস ব্যাপক প্রচার চালালেও রাতে ভোট গণনার সময় সবকটি আসন পেয়ে জয়ী হয় বাম প্রার্থীরা। গতবারও সব কটি আসন বামেদের দখলে ছিল।
|
স্পিরিট সহ জাল মদ তৈরির সরঞ্জাম আটক করল আবগারি দফতর। সোমবার রাতে কালিম্পং লোহাপুল এলাকায় ঘটনাটি ঘটেছে। আবগারি দফতরের জলপাইগুড়ি ডিভিশনের ডেপুটি কমিশনার প্রেমনাথ শিরিং ভুটিয়া জানান, একটি দোকান থেকে ৫০ লিটারের ৫টি ও ৪০ লিটারের ১১টি ড্রাম আটক করা হয়েছে। তাতে ৬৯০ লিটার স্পিরিট ছিল।
|
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হল। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ ফাঁসিদেওয়া থানার লিচুবাগান এলাকায় বাইপাস সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম মহীন্দ্রনাথ রায় (৪৫)। বাড়ি স্থানীয় করণগছ এলাকায়। পেশায় রাজমিস্ত্রী মহিনবাবু এ দিন সাইকেল চালিয়ে ঘোষপুকুর এলাকায় কাজে যাচ্ছিলেন। শিলিগুড়িগামী একটি ১০ চাকার গাড়ি তাঁকে ধাক্কা মারলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। গাড়ির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চালক সহ গাড়িটিকে আটক করা হয়েছে। |