রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর কোচবিহারে ১০০ দিনের কাজ প্রকল্পে গতি আনতে তৎপরতা শুরু করল জেলা প্রশাসন। সোমবার জেনকিন্স স্কুলের সার্ধশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা খতিয়ে দেখতে পুলিশ-প্রশাসনের কর্তাদের নিয়ে সার্কিট হাউসে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যপাল এম কে নারায়ণন। বৈঠকে কোচবিহার রাজ্যের দাবিদারদের আন্দোলনের বর্তমান পরিস্থিতির পাশাপাশি জেলার একশো দিনের কাজ প্রকল্পের মতো নানাবিধ বিষয় পর্যালোচনা করেন রাজ্যপাল। সেখানেই কোচবিহার জেলায় চলতি আর্থিক বছরে জবকার্ডধারীরা গড়ে মাত্র ১০ দিন কাজ পেয়েছেন জেনে ওই প্রকল্পে গতি আনার নির্দেশ দেন রাজ্যপাল। জেলা প্রশাসনের তরফেও ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ১০০ দিনের কাজে বাড়তি জোর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। মঙ্গলবার কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “রাজ্যপাল জেলার ১০০ দিনের কাজ প্রকল্প নিয়ে বৈঠকে খোঁজ নিয়েছেন। আমরা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ওই প্রকল্পে কাজের দিন বাড়ানোর পরিকল্পনা নিয়েছি। আশা করছি টাকার কোনও সমস্যা হবে না।” সোমবারের বৈঠকে রাজ্যপাল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোঁজ নিতে গিয়ে বংশীবদন বর্মন জামিনে ছাড়া পাওয়ার পরে কোচবিহার রাজ্যের দাবিদার বিভিন্ন সংগঠন কী ভাবে এগোতে চাইছে সেসব নিয়ে পুলিশ কর্তাদের কাছে জানতে চান। জিসিপিএ, জিসিডিপি, কেপিপির বর্তমান আন্দোলন পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও পুলিশের তরফে রাজ্যপালকে জানানো হয়। শিলিগুড়ি-কোচবিহার রাস্তা সারাইয়ের ব্যাপারে কেন্দ্রের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন তিনি।
|
আজ, বুধবার জেনকিন্স স্কুলের সার্ধ শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানের পুনর্মিলন উৎসবে মাতবেন দেশবিদেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তন ছাত্ররা। কোচবিহারের ওই ঐতিহ্যবাহী স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা, জার্মানি-সহ বিদেশের বিভিন্ন জায়গা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তনীদের অনেকে ইতিমধ্যে শহরে পৌঁছে গিয়েছেন। স্কুলের সার্ধ শতবর্ষ উৎসব কমিটির সম্পাদক তথা ওই স্কুলের প্রধান শিক্ষক কার্ত্তিকচন্দ্র পাত্র বলেন, “আমেরিকা ও জার্মানির একাধিক প্রাক্তন ছাত্র ইতিমধ্যে কোচবিহারে চলে এসেছেন। বুধবার সকাল ৯টায় পুনর্মিলন উৎসব শুরুর আগে আরও অনেকে চলে আসবেন বলে আশা করছি।’’ ২৬ ডিসেম্বর শুরু হওয়া ওই সমাপ্তি অনুষ্ঠান ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। রাজ্যপাল এম কে নারায়নণ সোমবার ওই সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ বছরের ৩ ফেব্রুয়ারি জেনকিন্স স্কুলের বর্ষব্যাপী ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান শুরু হয়েছিল। এ বার সমাপ্তি অনুষ্ঠানে আলোচনাচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, বহিরাগত শিল্পীদের গানের আসর, প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের নাটক, প্রদর্শনী-সহ বিভিন্ন সূচি রয়েছে। প্রসঙ্গত, ১৮৬১ সালে ৩ ফেব্রুয়ারি জেনকিন্স স্কুল প্রতিষ্ঠিত হয়। স্কুলের সঙ্গে ব্রিটিশ সরকারের তরফে কোচবিহার রাজ্য দেখভালের দ্বায়িত্বে থাকা মেজর ফ্রান্সিস জেনকিন্সের স্মৃতি জড়িয়ে রয়েছে। কোচবিহারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজেও তাঁর অবদান ছিল। এ জন্য মহারাজ তাঁকে আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেন। জেনকিন্স সাহেব শিক্ষা প্রতিষ্ঠান তৈরির আগ্রহ প্রকাশ করলে মহারাজা নরেন্দ্রনারায়ণ স্কুলটি নির্মাণ করে জেনকিন্সের নামে উৎসর্গ করেন।
|
রাজ্য যুব কল্যাণ দফতর আয়োজিত উত্তর দিনাজপুর জেলা ছাত্র-যুব উৎসবে তৃণমূলের বিরুদ্ধে ‘দলতন্ত্র’র অভিযোগ তুলে সরব রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। মঙ্গলবার রায়গঞ্জের দেবীনগর গয়ালাল হাই স্কুলে ওই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক দিব্যেন্দু দাস। মোহিতবাবু বলেন, “তৃণমূল নেতারা সরকারি অনুষ্ঠানে দলতন্ত্র কায়েম করেছেন। বিধায়ক হিসাবে আমায় সরকারি নিয়ম মেনে আমন্ত্রণ জানানো হয়নি। আমলাদের সামনে রেখে তৃণমূল ও টিএমসিপি নেতা কর্মীদের কমিটিতে রাখা হয়েছে। এর প্রতিবাদে অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত হয়েছে।” রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তপন নাগ বলেন, “মোহিতবাবু ও সিপিএম নেতারা তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালাতেই মিথ্যা অভিযোগ তুলছেন। অন্তর্দ্বন্দ্বে কেউ যদি বৈঠকে না আসেন তাহলে আমাদের কিছু করার নেই।”
|
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেশনের গুরুত্ব বাড়িয়ে একগুচ্ছ উন্নয়ন প্রকল্প হাতে নিল রেল মন্ত্রক। উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ এই স্টেশনটিকে ‘ডি’ শ্রেণি থেকে ‘বি’ শ্রেণিতে উন্নীত করেছেন। মঙ্গলবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে ওই ঘোষণার খবর গঙ্গারামপুর শহরে পৌঁছতে উচ্ছ্বাসে মেতে ওঠেন বাসিন্দারা। রেল উন্নয়ন কমিটির সম্পাদক অজয় দাস এ দিন বলেন, “ডিআরএমের তরফে এদিন ফ্যাক্স বার্তায় ওই সিদ্ধান্তের কথা জানানো হয়। দীর্ঘ দিনের দাবি পূরণ হওয়ায় ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।”
|
অবৈধ ভাবে অটোর রুট বদলের অভিযোগে সরানো হল আরটিও দফতরের প্রধান করণিককে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের একটি অটোকে প্রায় ৪ মাস আগে তপনের বজ্রাপুকুর থেকে গচিয়ার পর্যন্ত প্রায় ১০ কিমি রুটে চালানোর অনুমোদন দেন আরটিও ইন্দ্রজিত তালুকদার। তাঁর অভিযোগ, “দফতরের প্রধান করণিক প্রদীপ সিংহ ওই অনুমতি পত্র জাল করে রুটের পরিধি প্রায় ১৮ কিলোমিটার বাড়িয়ে দেন।” যদিও অভিযোগ অস্বীকার করেছেন করণিক প্রদীপবাবু। জেলাশাসকের নির্দেশে ওই করণিককে আরটিও দফতর থেকে প্রশাসনিক ভবনের ভূমি অধিগ্রহণ বিভাগে সরানো হয়।
|
ট্রাক চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ উত্তর দিনাজপুরের ইটাহার থানার বৈদড়া চেকপোস্ট এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধার থেকে ওই ব্যক্তির মৃতদেহ পুলিশ উদ্ধার করে। মৃতের নাম দীনেশ মাহাতো (৩৫)। বাড়ি হাওড়া জেলার লিলুয়া থানা এলাকায়। মৃতের মাথা ও হাতে গভীর ক্ষতের চিহ্ন মিলেছে। ওই ব্যক্তি যে ট্রাকটি চালিয়ে যাচ্ছিলেন সেটির কোনও হদিস মিলছে না।
|
রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামল ২০ অগস্ট কমিটির উত্তর দিনাজপুর জেলা কমিটি। মঙ্গলবার দুপুরে সংগঠনের সদস্যরা ১ ঘন্টা ব্যাঙ্ক চত্বরে বিক্ষোভ দেখানোর পর চেয়ারম্যানকে ঘেরাও করে স্মারকলিপি জমা দেন।
|
কৃষি পণ্যের ন্যায্য দাম-সহ একগুচ্ছ দাবিতে ৩০ ডিসেম্বর রাজ্য জুড়ে বামপন্থী কৃষক সংগঠনের ডাকা গ্রামবাংলা ধর্মঘটে সামিল হচ্ছে না দক্ষিণ দিনাজপুর জেলা ফরওয়ার্ড ব্লক। মঙ্গলবার বালুরঘাটে জেলা আহ্বায়ক স্বপন তরফদার এ কথা জানিয়েছেন।
|
রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার গঙ্গারামপুরের বাসুরিয়া এলাকায়। এলাকার কাজলতোড়-প্রাণসাগর ৯ কিমি পথে পিচ-পাথর উঠে গিয়েছে। |
আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে ধরল পুলিশ। সোমবার রাতে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর থেকে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের থেকে একটি পাইপ গান ও একটি কার্তুজ আটক হয়েছে। |