l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
শীর্ষ শিরোনাম...
• প্রহৃত সাংবাদিক
• বন্ধ ছিল ‘ফায়ার অ্যালার্ম
কল্যাণী স্পিনিং মিল খোলার
দাবিতে বিক্ষোভ দেখাল সিটু
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর
উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে। মাস দু’য়েক হল কর্মীদের বেতনও বন্ধ। সম্প্রতি বকেয়া না মেটানোয় বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে গিয়েছে বিদ্যুৎ বণ্টন সংস্থা। কারখানা-সংলগ্ন কর্মী আবাসন ও শ্রমিক আবাসনও এখন অন্ধকারে। সব মিলিয়ে ক্রমশই অনিশ্চিত হয়ে পড়ছে কল্যাণী স্পিনিং মিলের অশোকনগর এবং কল্যাণী ইউনিটের ভবিষ্যৎ। প্রায় রোজই মিলের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছেন কর্মচারীরা। দিন কয়েক আগে পথ অবরোধও হয়েছিল। কল্যাণী স্পিনিং মিলের কল্যাণী এবং অশোকনগর ইউনিটের শ্রমিক-কর্মচারীদের আপাতত এই দশা। সোমবার সকাল থেকে বিকেল ৪টে পর্যন্ত অশোকনগর ইউনিটের সামনে সিটুর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সিটুর উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা প্রাক্তন পরিবহণ মন্ত্রী রঞ্জিত কুণ্ডু, অশোকনগরের প্রাক্তন বিধায়ক সিপিএমের সত্যসেবী কর, সিপিএমের হাবরা জোনাল কমিটির সম্পাদক বাবলু কর প্রমুখ। রঞ্জিতবাবু বলেন, “কল্যাণী স্পিনিং মিলটি রাজ্য সরকার তুলে দিতে চাইছে। কিন্তু মিলের অবস্থা তুলে দেওয়ার মতো নয়। এর পুনরুজ্জীবন সম্ভব। বামফ্রন্ট সরকার যৌথ উদ্যোগে মিলটি চালানোর পরিকল্পনা নিয়েছিল।
বিস্তারিত...
স্বামীই খুনি, গোপনে চিঠিতে জানালেন স্ত্রী
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর
খুনি আর কেউ নন, তাঁর স্বামী। শুধু এই দাবি করাই নয়, খুন করে দেহটি কোথায় লুকিয়ে রাখা হয়েছে তা-ও ত্যাড়াবাঁকা হাতের লেখায় লিখে দিয়েছিলেন মহিলা। তার পরে জানলা গলিয়ে দোমড়ানো কাগজ ফেলে দিয়েছিলেন রাস্তায়। পথচলতি এক যুবক সে চিঠি কুড়িয়ে পেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে দেন। তারই সূত্র ধরে সোমবার পুলিশ কৃষ্ণনগরের তারকদাসপুর থেকে উদ্ধার করেছে মধ্য তিরিশের এক যুবকের পচন ধরা দেহ। তবে বিশাখা দাস নামে ওই মহিলার স্বামী খোকনের খোঁজ মেলেনি। পুলিশের ধারণা, স্ত্রী যে এ রকম কিছু ঘটাতে পারেন, সম্ভবত তা আঁচ করেই দিন দু’য়েক আগে মাকে নিয়ে গ্রাম ছেড়ে পালান তিনি। সোমবার ঘটনাটি জানাজানি হওয়ার পরে উত্তেজিত গ্রামবাসী খোকনের বাড়িতে ভাঙচুর চালায়। আগুন লাগিয়ে দেওয়া হয় তাঁর চায়ের দোকানেও। খোকনদের বাড়িতেই থাকতেন তাঁর মাসি সনকাদেবী। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। থানায় জেরা করা হচ্ছে বিশাখাকেও।
বিস্তারিত...
দৌড়েই দারিদ্র্যকে হারিয়ে দিতে চায় সুপ্রিয়া
নির্মল বসু • বসিরহাট
মা বলত, “আমাদের অভাবের সংসার। ধিঙ্গি মেয়ের মতো দৌড়ে কী করবি? তার থেকে বাড়ির কাজে হাত লাগা।” মেয়ে বলত, “মা, আমাকে দৌড়তে দাও। দেখো, এক দিন ঠিক তোমাদের খাওয়ার জোগাড় করে আনব আমি।”হাসনাবাদের বিশপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম বাইলানির ছোট্ট মেয়ে সুপ্রিয়া মুণ্ডার এমন আবদার রাখা মায়ের পক্ষে সম্ভব ছিল না। তাই খেলাধূলা নিয়ে মেয়েকে বকাবকি, মারধর করতেন। কিন্তু মেয়ের তো দু’চোখে স্বপ্ন। চতুর্থ শ্রেণির সুপ্রিয়া ইতিমধ্যেই পঞ্চায়েত, ব্লক, মহকুমা এমনকী জেলা স্তরেও একশো-দু’শো মিটার দৌড়ে বহু খেতাব পেয়েছে। সেই সব শংসাপত্র, মেডেল ব্যাগে করে রবিবার সকালে সে বেরিয়ে পড়েছিল কলকাতার দিকে। শুনেছিল, সেখানে নাকি অনেক সুযোগ। খেলতে পারবে। পড়াশোনাও চালিয়ে যেতে পারবে। সুন্দরবনের হদ্দ গ্রাম তার স্বপ্নপূরণে অন্তরায়, সে কথাটি বিলক্ষণ বুঝেছিল এই বয়সেই।সঙ্গীও জুটে গিয়েছিল, গ্রামেরই মেয়ে মামনি সর্দার। একই রকম হাঁড়ির হাল তাদের সংসারেও। মামনি পড়ে পঞ্চম শ্রেণিতে। বাড়িতে বাবা-দাদা মারধর করেছিল। সেই অভিমানে বাড়ি ছাড়ার কথা ভাবে সে। শুনেছিল তার এক দাদু থাকে ‘কলকাতার কাছে’ সোনাখালিতে।
বিস্তারিত...
পাট-সারের গুদামে নেই আগুন নেভানোর ব্যবস্থা
রাজা বন্দ্যোপাধ্যায় • হলদিবাড়ি
হলদিবাড়ি শহরে সারি সারি পাট ও সারের গুদাম থাকলেও আগুন নেভানোর যথাযথ পরিকাঠামো নেই বলে অভিযোগ উঠেছে। ঘনবসতি পূর্ণ এলাকায় ওই সব গুদাম রয়েছে। যে কোনও মুহূর্তে আগুন লাগলে তা বিধ্বংসী হয়ে উঠতে পারে বলে শঙ্কিত এলাকার লোকজন। পুরসভা সূত্রের খবর, হলদিবাড়ি বাজারের চারপাশ জুড়ে যে কটি গুদাম রয়েছে তার মধ্যে ৭টির আগুন নেভানোর কোনও ব্যবস্থা নেই। এমনকী, পুরসভার কাছে ট্রেড লাইসেন্স নেওয়ার সময়ে গুদাম তৈরির বিষয়টি চেপে রাখার অভিযোগও রয়েছে। দমকল দফতরও উদ্বিগ্ন। কারণ, পাটের মতো দাহ্য বস্তু যেকানে মজুত থাকে, সেখানে আগুন নেভানোর যাবতীয় সরঞ্জাম রাখা বাধ্যতামূলক। অথচ বেশির ভাগ ক্ষেত্রেই তা নেই।এতদিন বিষয়টি নিয়ে সে ভাবে হইচই হয়নি। কিন্তু, আমরি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বেড়ে গিয়েছে। বাসিন্দাদের পক্ষ তেকে দ্রুত ওই সব গুদামে আগুন নেভানোর উপযুক্ত সরঞ্জামের ব্যবস্থা যাতে হয়, সে জন্য পুরসভা-প্রশাসনকে উদ্যোগী হওয়ার অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত...
খড়্গপুরে পুরসভার সামনে
বিক্ষোভ মিছিল কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
খড়্গপুর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামল কংগ্রেস। মিছিল করার পাশাপাশি সোমবার খড়্গপুর পুরসভায় বিক্ষোভ দেখায় তারা। কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের পুরপ্রধান জহর পাল নিজের খুশি মতো পুরসভা চালাচ্ছেন। কাজের মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে। খড়্গপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমান কংগ্রেস কাউন্সিলর রবিশঙ্কর পাণ্ডে বলেন, “কাউন্সিলরদের সঙ্গে আলোচনা ছাড়াই পুরসভা কাজ করছে। লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম কেনা হচ্ছে। কিন্তু তা কোথায় ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে কেউ কিছুই বলতে পারছেন না। এ ভাবে দুর্নীতি হলে তা মেনে নেওয়া যায় না। তাই রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি। পুরপ্রধানকে জানিয়েও দিয়েছি, অবিলম্বে কাজে স্বচ্ছতা না আনলে আমরাও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে বাধ্য হব।” যদিও এই ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুরপ্রধান জহর পাল।
বিস্তারিত...
পরিষেবার মান বাড়াতে
উদ্যোগী বিদ্যুৎ বণ্টন বিভাগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
বিদ্যুতের উৎপাদন খরচ বাড়ছে। ইউনিট পিছু গ্রাহকদের ব্যয়ও বাড়ছে। তা নিয়ে গ্রাহকদের মধ্যে বাড়ছে ক্ষোভও। এই পরিস্থিতিতে গ্রাহক পরিষেবার মান বাড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের বণ্টন বিভাগ। কেবল কিংবা ট্রান্সফরমার ফল্টের কারণে কোনও এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়লে যাতে দ্রুত তা মেরামত করানো যায় সেই জন্য বণ্টন বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই পরিকাঠামো উন্নতির কাজ শুরু হয়েছে। টোল ফ্রি নম্বরে গ্রাহকেরা ফোন করে অভিযোগ জানালে কর্মীরা মেরামতির কাজ শুরু করলেও তাতে অনেক সময় চলে যাচ্ছে বলে অভিযোগ। সমস্যা মেটাতে পরিকাঠামোগত উন্নতির পরিকল্পনা হয়েছে।‘এন্টারপ্রেনার রিসোর্স প্ল্যানিং’ বা ইআরপি নামে এই পরিকল্পনায় পরিষেবা বিঘ্ন ঘটলেই যাতে পর্ষদের কর্মীদের নজরে চলে আসে সেই ব্যাপারে পরিকাঠামোগত উন্নতির কাজ শুরু হয়েছে। পাশাপাশি, গ্রাহকদের বিদ্যুতের বিল জমা দেওয়ার জন্য যাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে না হয় সে জন্য আরও বেশ কিছু কিয়স্ক বসানোর পরিকল্পনা হয়েছে।
বিস্তারিত...
এক নজরে...
বরের মৃগী, বিয়ে বানচাল করলেন কেতুগ্রামের কনে
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
রেল মিউজিয়ামের কাজ
বন্ধ কোচবিহারে
শিক্ষকদের টিউশন বন্ধের দাবিতে ঘেরাও-বিক্ষোভ
দক্ষিণবঙ্গ
বেআইনি ভ্যানের দাপট
হাবরা ও বনগাঁয়,
প্রশাসনের হস্তক্ষেপ দাবি
যানজটে
নাজেহাল উলুবেড়িয়া
বর্ধমান
প্রাথমিক বিদ্যালয়
একই চত্বরে হলে
ভর্তিতে অগ্রাধিকার
খান্দরার স্কুলে
জিতল সিপিএম
পুরুলিয়া
দলের জয় ছাপিয়ে
প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
দুবরাজপুরে শুরু
অভেদানন্দ মেলা
মুর্শিদাবাদ
পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন চালক
ফোন নিয়ে বিবাদে খুড়তুতো ভাইকে খুন, কিশোর ধৃত
মেদিনীপুর
স্ব-সহায়ক গোষ্ঠীর
নামে ভুয়ো ঋণ
এলাকার বাইরে সিপিএমের লোকাল কমিটির সম্মেলন
কলকাতা
২৯.০/১৮.০
আজকের দিনে
• ১৯৮৬:
অভিনেত্রী
স্মিতা পাতিলের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.