নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
প্রথমে হোম প্রজ্বলন। পরে কোরান, বাইবেল, গীতাপাঠের মাধ্যমে সূচনা হল ৪৯তম অভেদানন্দ মেলার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত এই মেলা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। সোমবার বিকেল ৫টা নাগাদ দুবরাজপুর সারদা ফুটবল মাঠে এই জমজমাট মেলা শুরু হয়। আগে সার্কাস, পুতুল নাচ, ম্যাজিকশো-র মতো বিনোদনের উপাদান থাকত। সে সব এখন না থাকলেও এই মেলার পাশাপাশি রামকৃষ্ণ আশ্রম চত্বরে থাকা সত্যানন্দ মঞ্চে ৭ দিন ধরে লাগাতার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনও ঘাটতি নেই। |
দুবরাজপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম সূত্রে জানা গিয়েছে, ওই আশ্রমের প্রতিষ্ঠাতা ঠাকুর সত্যানন্দদেবের অনুপ্রেরণায় তাঁর শিষ্য স্বামী ভূপানন্দ এই মেলার সূচনা করেছিলেন। যেহেতু সত্যানন্দ দেব রামকৃষ্ণের দ্বাদশ শিষ্যের অন্যতম শিষ্য অভেদানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তাই অভেদানন্দের নামে এই মেলার নামকরণ করা হয়েছিল। মূলত রাতের বেলায় জমে এই মেলা। দুবরাজপুর রেলস্টেশন ঘেঁষা সারদা ফুটবল মাঠে এ বারের মেলায় স্টল, নাগরদোলা-সহ একাধিক বিনোদনের উপাদান মজুত রয়েছে বলে জানিয়েছেন আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ। তিনি বলেন, “আশ্রমের সত্যানন্দ মঞ্চে যাত্রা, নাটক, কীর্তন, বাউল, সাহিত্যসভা, আবৃত্তি, গান-সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।” |